স্টার জলসার (star jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘রোশনাই’ (Roshnai) ইতিমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। প্রতিভার সম্মান ও প্রতিযোগিতার কঠোর বাস্তবতার গল্প নিয়ে এগোচ্ছে এই সিরিয়াল। রোশনাই, গল্পের কেন্দ্রীয় চরিত্র, একজন সাধারণ মেয়ে, যে নিজের প্রতিভা দিয়ে প্রতিষ্ঠা পেতে চায়। তবে তার পথ এতটা সহজ নয়। প্রতিটি পদে বাধা ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে তাকে।
সম্প্রতি প্রচারিত পর্বে, রোশনাইকে তার প্রডিউসার চরম চাপ দিয়ে জানায়, তাকে কাগজে লেখা নির্দেশ মঞ্চে গিয়ে বলতে হবে। অন্যথায় তাকে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। রোশনা মঞ্চে ওঠার আগে দ্বিধায় পড়ে। রুদ্র তাকে কাগজের লেখা না বলতে অনুরোধ করলেও, রোশনা নিজের সিদ্ধান্তে অটল থাকে। মঞ্চে উঠে সে সবার সামনে জানায়, তাকে চাপ দিয়ে ভুল তথ্য বলতে বলা হচ্ছে। এই কারণে সে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেবে বলে ঘোষণা করে। রোশনাইয়ের এই সাহসী সিদ্ধান্তে গুরুজি খুশি হলেও, রঞ্জন বসাক মন্তব্য করেন যে রোশনাইয়ের এই প্রতিযোগিতা আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল।
অন্যদিকে, গরিমার শারীরিক অবস্থার অবনতি নিয়ে চিন্তিত তার স্বামী। তাকে বাইরে বেরিয়ে আসতে বলেন, যাতে সে সুস্থ থাকে। বড়মা এসে গরিমাকে জানায় যে তার বাবা অনেকক্ষণ ধরে তার সঙ্গে কথা বলতে চাইছেন। এই পরিস্থিতি ঘিরে সিরিয়ালে আবেগ ও বাস্তবতার মিশেল তৈরি হয়েছে।
রোশনাই যখন প্রতিযোগিতা ছেড়ে চলে যেতে প্রস্তুত, তখন চ্যানেলের হেড আদিত্য তাকে মঞ্চে ফিরিয়ে আনে। এরপর চ্যানেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোশনাইয়ের পোশাকে কাঁচি দিয়ে কাটার চক্রান্ত করা হয়েছিল। এই প্রমাণ দেখে চ্যানেলের কর্তৃপক্ষ রোশনার কাছে ক্ষমা চায়। রোশনা, তার দৃঢ় চরিত্রের পরিচয় দিয়ে, জানায় যে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। কারণ, সত্য সবসময় জয়ী হয়।
আরও পড়ুনঃ কথাকে সিঁদুর পরাল অগ্নি, সম্পন্ন হল বিয়ে ! আসছে রোম্যান্সে ভরা জমজমাট পর্ব
‘রোশনাই’-এর এই ধরণের নাটকীয় মোড় দর্শকদের আরও আগ্রহী করে তুলছে। আগামী পর্বগুলিতে কীভাবে গল্প এগোয়, তা দেখার জন্য দর্শকরা অপেক্ষায় রয়েছেন।