“এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয়েছে!” দ্রোণের অভিনয় কেমন লাগে?

টেলিভিশন পর্দার পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা দ্রোণ মুখার্জি (Dronn Mukherjee)। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কাজ করলেও তার সেই সব কাজ কতটা পৌঁছেছে মানুষের কাছে? আজ তিনি একজন পরিচিত অভিনেতা। দুর্দান্ত কাজ করে মন দখল করেছেন দর্শকদের। তবে
এরই মাঝে বিশেষ আড্ডায় অভিনেতা জানালেন অভিনয় জগতে তাঁর জার্নির কথা।

কিছুদিন আগে তিনি অভিনয় করছিলেন জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। অভিনেত্রী মানালি দে-র বিপরীতে এই সিরিয়ালে দেখা যায় তাঁকে। দ্রোণের কেরিয়ারে এই কাজটি অন্যতম মাইল ফলক। তবে ধারাবাহিক শেষের পর আবার কবে নায়কের ভূমিকায় ফিরবেন তিনি?

বর্তমানে দ্রোণ অভিনয় করছেন জি বাংলার ধারাবাহিক পরিণীতায় পার্শ্বচরিত্রে। অভিনয় জগতের সঙ্গে তাঁর ওতপ্রোত টান। আর সেই টান তো উপেক্ষা করার নয়। দীর্ঘ দিন ধরেই পরিশ্রম করে অভিনয় করে এসেছেন তিনি। নিজের আজকের জায়গাটা তৈরি করতে দীর্ঘ সময় লেগেছে তাঁর।

অভিনেতা বললেন, তিনি এমন এক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন যার জন্য তাঁকে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয়েছে। তাঁর কথা থেকে জানা যায়, তিনি এমন অনেক কাজ করেছেন যার অর্ধেক মানুষের কাছ অবধি পৌঁছয়নি। আবার এমন অনেক কাজ তিনি করেছেন, যার পর অনেকেই বলেছেন এই কাজগুলো না করলেই চলত।

আরও পড়ুনঃ ফের পর্দায় ফিরছেন সবার প্রিয় ডোডো দা! এবার দারুণ কমিক চরিত্রে আসছেন অর্পণ ঘোষাল

তবে অভিনেতার কথায়, আজকে নিজেকে স্টার তৈরি করতে হলে কাজ করে নিজেকে প্রমাণ করতে হবে। দ্রোনের কাছে তাঁর প্রত্যেকটা কাজ খুব গুরুত্বপূর্ন। তিনি আশা করেন আগামী দিনে আরও ভাল চরিত্রে কাজ করবেন তিনি। আবার পর্দায় ফিরবেন নায়কের ভূমিকায়।