“সব শঙ্কর এক নয়, কারর শাড়ির আঁচল সরে যাওয়া নিয়ে আমি কটাক্ষ করি না!” মমতা শঙ্করকে হ্যাটা করলেন তাঁরই ভাইঝি শ্রীনন্দা

জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্করের (Mamata Shankar) আঁচল বিতর্ক এখনও তরতাজা। মেয়েদের শাড়ির আঁচল প্রসঙ্গে এর আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্য নিয়ে জলঘোলা কম হয়নি। আর এবার সেই প্রসঙ্গ পুনরায় তুলে ধরে মমতা শঙ্করকে হ্যাটা করলেন তাঁরই ভাইঝি শ্রীনন্দা শঙ্কর (Sreenanda Shankar)

মমতা শঙ্করকে ধুইয়ে দিলেন তাঁর ভাইঝি!

শংকর পরিবারের তনুশ্রী শংকরের কন্যা শ্রীনন্দা শংকর। জনসাধারণের কাছে তিনি বেশ পরিচিত। ‌ সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিয়ো বর্তমানে খুব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওতে তিনি বলেছেন, ছোটবেলা থেকে শংকর পরিবারের সদস্য হিসেবে তাঁকে অনেক চাপ সহ্য করতে হয়েছে।

Mamata Shankar, Tollywood, Bengali Film Industry, মমতা শঙ্কর, টলিউড

তিনি বলেন, অনেক কম বয়সে তিনি কলকাতা ছেড়েছেন। যদিও তিনি একজন গর্বিত বাঙালি ও তিনি বাঙালিদের খুব ভালোবাসেন। তবে তাঁকে তাড়া করে বেড়ায় ট্রোল। ওজনের জন্য তিনি বডি শেমিংয়ের শিকার হয়েছেন, জানালেন ভিডিওতে।

শ্রীনন্দা ভালো নাচ করেন, তেমনই অভিনয়। বিশিষ্ট চিত্র পরিচালক অপর্ণা সেনের নির্দেশনায় কাজও করেছেন। শ্রীনন্দা প্রসেনজিৎ চ্যাটার্জির মতো সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এতকিছুর পরেও ট্রোলিং যখন তাঁকে তাড়া করে বেড়ায়, তখন মুখ খুললেন তিনি সোশ্যাল মিডিয়া তেই।‌

আরও পড়ুনঃ “যেখানে আছি, সেখানে টাকাই শেষ কথা! রিয়েলিটি শো এখন বিজনেস, সব স্ক্রিপ্টেড!” বিস্ফোরক গায়িকা অন্বেষা দত্ত গুপ্ত

শ্রীনন্দা তাঁর পোস্ট করা ভিডিওতে ট্রোলিং ছাড়াও মমতা শঙ্করের আঁচল বিতর্ককে উস্কে দিয়েছেন। তিনি রীতিমতো হ্যাটার সুরে বলেন, “সব শংকর এক নয়, তিনি কাউকে ভিকটিম ব্লেম করেননি, তিনি কাউকে আঁচল সরাতেও বলেননি। তবুও তাঁর পরিবার থেকে কেউ এই কথা বললে তাঁকে ট্রোলিংয়ের শিকার হতে হয়। ‌ শ্রীনন্দার এই বক্তব্য শুনে, দর্শকরা বলছেন তিনি উচ্ছন্নে গেছেন!