বর্তমান ইন্ডাস্ট্রির জনপ্রিয় সংগীত শিল্পী অন্বেষা দত্ত গুপ্ত (Anwesha Dutta Gupta)। একসময় রিয়্যালিটি শো দিয়েই সফর শুরু হয়েছিল তাঁর। তারপর একাধিক প্লে-ব্যাক, একাধিক ভাষায় গান গাওয়ার পর অন্বেষা সঙ্গীত পরিচালক হিসাবেও নিজের পরিচিতি তৈরি করেছেন। আর এবার তিনি অভিনয় করবেন পর্দায়।
বলিউডে অভিনয়, অন্বেষার অভিজ্ঞতা কেমন?
সুন্দরী সংগীত শিল্পী অন্বেষা বহুবার পেয়েছেন অভিনয়ের প্রস্তাব। অবশেষে সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন তিনি। অন্বেষার অভিনয় সফর শুরু হবে সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়ের হিন্দি ছবি ‘হামসাজ় দ্য মিউজ়িক’-এর মাধ্যমে। সম্প্রতি সাক্ষাৎকারে এসেছিলেন অন্বেষা। অভিনয়ের জার্নি, বর্তমান সংগীত জগত সম্পর্কে একগুচ্ছ কথা উঠে এল তাঁর বক্তব্যে।
অন্বেষা বললেন, গানের জন্যই মানুষ এতদিন তাঁকে চিনেছেন এবং ভালবাসেছেন। আর সেই জন্যই এই ছবির প্রস্তাবটি তাঁর কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তিনি আরো বলেন, শুধু অভিনয় নয়। এই প্রথম তিনি কোনও হিন্দি ছবিতে আমি আবহ সঙ্গীত নির্মাণ, সঙ্গীত পরিচালনা করেছেন। তাঁবড় সঙ্গীতশিল্পীরা যেমন শান, সোনু নিগম, কবিতা কৃষ্ণমূর্তি, নন্দী সিস্টার্স সকলেই অন্বেষাকে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে কথা প্রসঙ্গে উঠে এলো বর্তমান রিয়েলিটি শো এর কথাও। অন্বেষা বললেন, এখন রিয়েলিটি শোগুলি কেবলই বিজনেস। সবটাই স্ক্রিপ্টেড। ফের প্রসঙ্গ টেনে তিনি বললেন, তাঁর সময়কার রিয়েলিটি শোয়ের কিছু অংশ স্ক্রিপ্টেড ছিল ঠিকই। কিন্তু এখনকার মত নয়। সাক্ষাৎকারের মাঝেই বিস্ফোরক বক্তব্য করলেন তিনি।
আরও পড়ুনঃ রাঙাকে ভালোবেসে আহেরির প্রেম প্রস্তাব ফেরালো একলব্য! জমজমাট পর্ব ‘রাঙামতী তীরন্দাজে’!
সংগীতশিল্পী নিজের মনের মানুষের কথাও তুললেন। তিনি ভালোবাসার বিষয় প্রাচীনপন্থী। তিনি চান, তাঁর মনের মানুষ এমন একজন হবেন যার একটা শিল্পী মন রয়েছে, ভাবনায় গভীরতা রয়েছে। তবে এখন নিজের কাজ নিয়ে ব্যাপক ব্যস্ত অন্বেষা। আসন্ন ছবি নিয়ে আশাবাদী তিনি।