অনিন্দ্য যেখানে জুন সেখানে! চিরসখাতে এবার দেখা যাবে শ্রীময়ীর জুন আন্টিকে, ধারাবাহিকে আসছে বিরাট চমক

টেলিভিশনের দুনিয়ায় বড়সড় চমক! বাংলা সিরিয়ালের জনপ্রিয় চরিত্র “জুন আন্টি” এবার নতুন মোড়কে হাজির হচ্ছেন জনপ্রিয় ধারাবাহিক চিরসখা-তে। ঊষসী চক্রবর্তী অভিনীত এই চরিত্রটি শ্রীময়ী ধারাবাহিকে যথেষ্ট আলোড়ন তুলেছিল। তার ঠান্ডা মাথার ষড়যন্ত্র, রাগ, অভিমান আর লড়াই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল। এবার সেই চেনা জুন আন্টি যদি চিরসখা-র জগতে প্রবেশ করেন, তাহলে কেমন হবে?

ধারাবাহিকের নিয়মিত দর্শকদের জন্য এটা হবে দারুণ এক চমক। কারণ চিরসখার গল্প মূলত ভালোবাসা আর জটিল পারিবারিক সম্পর্কের উপর ভিত্তি করে এগোচ্ছে। এখানে যদি জুন আন্টির মতো ধূর্ত, কৌশলী ও স্মার্ট একজন নারী প্রবেশ করেন, তাহলে গল্পের মোড় একেবারে বদলে যাবে। তার উপস্থিতিতে মুখ্য চরিত্রদের জীবনে আসতে পারে নতুন নাটকীয়তা। বিশেষ করে প্রধান চরিত্র সুদীপেরেছি সঙ্গে জুন আন্টির কেমিস্ট্রি দেখতে দর্শকরা মুখিয়ে থাকবেন।

সুদীপের চরিত্রটি চিরসখাতে শুরু থেকেই একটু অন্যরকম। দৃঢ়, কর্তব্যবান সব মিলিয়ে তার চরিত্রটি বেশ জটিল। সেখানে জুন আন্টির মতো কেউ এলে পরিস্থিতি আরও জমে উঠবে। জুন আন্টির স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ আর তীক্ষ্ণ সংলাপ দর্শকদের জন্য আলাদা আকর্ষণ হয়ে উঠবে।

ভ্যালেন্টাইন্স ডে এর দিন ইনস্টাগ্রামে ঊষসির প্রোফাইল থেকে একটি ছবি ভাইরাল হয় যেখানে চিরসখা ধারাবাহিকের মুখ্য চরিত্রদের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সকলের প্রিয় ‘জুন আন্টি’। সেই ছবিতে অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় উষসী চক্রবর্তীকে এবং ক্যাপশনে তিনি লেখেন, “ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, প্রাক্তন ও বর্তমানের সঙ্গে আমাদের প্রিয় অনিন্দ্য দা।” সেই থেকেই নানান জল্পনা শুরু হয় যে আইকনিক জুন আন্টি কি চিরসখাতেও ফিরছেন এবার ভিলেন হয়ে? নাকি অন্য চরিত্রে অন্যভাবে ধরা দেবেন তিনি?

আরও পড়ুনঃ ‘ভরতকে টাকার জন্য বিয়ে করেছিলেন’, কটাক্ষের মুখে ভরত পত্নী জয়শ্রী

আসলে এমন কিছুই হবে না। এটা একটি কাল্পনিক খবর। বাস্তবে চিরসখাতে জুন আন্টি অর্থাৎ ঊষসীর প্রবেশ ঘটছে না। কিন্তু যদি এমনটা হতো, তাহলে দর্শকদের প্রতিক্রিয়া কেমন হতো? দর্শকরা কি জুন আন্টিকে আবার এক নতুন চ্যালেঞ্জের মধ্যে দেখতে চাইছে? তিনি কি চিরসখার অন্য চরিত্রদের জীবন ও সম্পর্ককে ওলটপালট করে দিতেন? এমন একটা গল্প যদি সত্যি হতো, তাহলে প্রতিক্রিয়া কী হতো? কমেন্টে জানাতে ভুলবেন না!