সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), বাংলার খেলার জগতে অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ক্রিকেটের দুনিয়া থেকে অবসর নেওয়ার পর বাংলার খেলোয়াড়কে দেখা গেছে জি বাংলার ‘দাদাগিরি’র ময়দানে, যেখানে এই দাদা প্রতিটা এপিসোডেই নিজের পারফরমেন্সের মাধ্যমে ছক্কা হাঁকাতেন।
বিনোদন জগতের সংকে সঞ্চালকের ভূমিকায় প্রায় ১০ বছর ধরে দাদাগিরির সঙ্গে যুক্ত রয়েছেন মহারাজ। কিন্তু, এই মুহূর্তে জানা যাচ্ছে বাংলা সিনেমা জগতের বড় খবর। সৌরভ গাঙ্গুলী পা রাখতে চলেছে সিনেমা জগতে। তবে, মহারাজ স্বয়ং অভিনয় করবেন না বরং তৈরি হবে তাঁর বায়োপিক।
বেশ অনেকদিন ধরে বলিউড সিনেমা জগতে শোনা যাচ্ছিল সৌরভের বায়োপিক আসতে চলেছে কিন্তু কে হবে তাঁর চরিত্রের যোগ্য অভিনেতা তা এখনো সঠিক নির্বাচন করা হয়ে ওঠেনি। অনেকদিন ধরেই বাংলার এই ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার জন্য আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে রণবীর কাপুর আবার কখনো রাজকুমার রাও-এর নাম উঠে এসেছে।
আরও পড়ুনঃ ‘নিম ফুলের মধু’তে দেখা যাবে না সৃজনকে! শেষ দিনের শুটিংয়ে কেঁদে ফেললেন অভিনেতা
সম্প্রতি, সৌরভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানের যোগ দিতে গিয়ে ছিলেন। সেখানে, কথায় কথায় সংবাদ মাধ্যমদের দাদা জানান, “আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে অভিনয় করবেন। তবে তারিখ নিয়ে সমস্যা আছে। আর তাই এই ছবিটি তৈরি হতে এখনও বছর খানেক সময় লাগবে”।
খুব স্বাভাবিকভাবেই দাদার বায়োপিক আসবে বলে উত্তেজিত মহারাজের ভক্তেরা। কিন্তু দাদার চরিত্রে অভিনয় করার জন্য তাঁর কাকে ব্যক্তিগতভাবে পছন্দ? এই প্রশ্ন জিজ্ঞাসা করাতে জানান, “আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ”। অন্যদিকে আবার কেবল দাদার কথা ভাবলেই হবে না সঙ্গে ভাবতে হবে ডোনা বৌদির কথা। স্ত্রীয়ের চরিত্রের প্রসঙ্গে উঠতেই সৌরভ বলেন, “ডিফিক্যাল্ট ক্যারেক্টার। অনেক অপশান আছে, তবে বেছে উঠতে পারিনি”।