প্রথম ধারাবাহিকেই পুরস্কার পেলেন অভিষেক কন্যা সাইনা চট্টোপাধ্যায়! গর্বিত করলেন বাবাকে

বাবা ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির নামজাদা অভিনেতা, নাম অভিষেক চট্টোপাধ্যায়। কিন্তু ভাগ্যের ফেরে হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াণ ঘটে এই অভিনেতার। তবে, ইন্ডাস্ট্রি থেকে অভিষেক চিরতরে বিদায় নিলেও তাঁর পরবর্তী প্রজন্মকে সোপে দিয়ে গেছে এই ইন্ডাস্ট্রির হাতে।

এই মুহূর্তে অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা যিনি কিনা বাংলার টেলি জগতে রুপা নামে পরিচিত। এই নবাগতা অভিনেত্রীকে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দীপা-সূর্যের মেয়ের চরিত্রে অভিনয় করছে।

Abhishek Chattopadhyay

অভিষেকের ছোট্ট মেয়েটা আজ পরিচিতি পেয়েছে বাংলার দর্শকদের কাছে। সাইনা হয়ে উঠেছে আজ বাংলার ঘরের মেয়ে। বলাই বাহুল্য, ছোটবেলা থেকেই শুটিং সেটে গিয়ে বাবাকে দেখত ডায়লগ বলতে। তাই, অনেকেই মনে করেন বাবার থেকেই অভিনয় শিখিয়েছে সাইনা।

আরও পড়ুনঃ রুক্মিণীর মন্তব্যকে নাকচ করে চরম অপমান সৃজিতের! “ওকে কখন‌ই চাইনি, বিনোদিনী হিসেবে শুভশ্রীকেই চেয়েছি!”

এক কথায় বলা যায়, খুব অল্প দিনের মধ্যেই সাইনাকে আপন করে নিয়েছে সিরিয়াল প্রেমীরা। দর্শকদের মতে, অভিষেক কন্যা বেশ ভালোই অভিনয় দক্ষ। আর এই অভিনয় দক্ষতার জেরেই স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেস্ট জুটি হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে সোনা-রুপা।

পুরস্কার পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ফটো শেয়ার করে রুপা। সমাজ মাধ্যমের ছবি শেয়ার করে সাইনা লেখেন, “অভিনয়ে পা রেখে মাত্র ৫ মাসের মধ্যে প্রথম পুরস্কার। আমার স্বপ্ন বাস্তবে পরিণত হল”। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে খুবই খুশি হয়েছেন সাইনা ও তাঁর মা।