জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) আবারও এক নতুন মোড় নিতে চলেছে। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, পারুল এবার কলেজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে! এতদিন যে রায়ান এবং তার বন্ধুরা কলেজে প্রভাব খাটিয়ে অন্যদের ওপর ক্ষমতা ফলিয়ে এসেছে, এবার তাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। পারুলের সংগ্রামী মনোভাব ফের একবার দর্শকদের মন জয় করতে চলেছে।
প্রোমোতে দেখা যাচ্ছে, পারুল কলেজের প্রিন্সিপালের কাছে ভিডিও প্রমাণসহ হাজির হয় এবং জানায়, রায়ান ও তার বন্ধুরা কলেজে র্যাগিং-এর মতো গুরুতর অপরাধে জড়িত। প্রথমে সবাই অবাক হয়ে গেলেও, পারুলের দেওয়া প্রমাণ সামনে আসতেই প্রিন্সিপাল কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। তাকে বলতে শোনা যায়, “এদের জন্য কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে!” কিন্তু পারুল বলে, “এদের সাসপেন্ড করাই যথেষ্ট, তাতেই শিক্ষা হবে!”
তার এই মানবিক দৃষ্টিভঙ্গি কি পরিস্থিতি আরও জটিল করে তুলবে? অন্যদিকে, রায়ান এই ঘটনার পর একদম রেগে আগুন! প্রোমোর শেষ দৃশ্যে দেখা যায়, সে পারুলকে “নিমকহারাম” ও “অকৃতজ্ঞ” বলে দোষারোপ করছে। তার দাবি, সে অতীতে পারুলকে বহুবার সাহায্য করেছে, অথচ পারুল সেই কৃতজ্ঞতা ভুলে গিয়ে তাকে সবার সামনে অপমান করেছে। কিন্তু পারুলও চুপ থাকার মেয়ে নয়!
সে স্পষ্ট জানিয়ে দেয়, “বাঁচিয়েছে বলেই কেউ কারও ওপর বশ্যতা ফলাতে পারে না!” এই কথার পর রায়ান আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তবে দর্শকদের প্রশ্ন, পারুল কি সত্যিই রায়ানকে চিরতরে নিজের জীবনে থেকে সরিয়ে দেবে? নাকি এই ঘটনার পর দু’জনের সম্পর্ক নতুন কোনো পথে মোড় নেবে? এই উত্তেজনাপূর্ণ মোড় নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল তুঙ্গে।
আরও পড়ুনঃ হাতা কাটা ফ্রকে উষ্ণতা ছড়াতে গিয়ে পড়লেন কটাক্ষের মুখে! ‘বুড়ি বয়সে নোংরামি না করলেই নয়?’ পোষাক নিয়ে তুমুল সমালোচিত অপরাজিতা !
পারুলের এই পদক্ষেপ রায়ানের সঙ্গে তার সম্পর্কের চূড়ান্ত ভাঙন ঘটাবে নাকি নতুন কোন সমীকরণ তৈরি করবে? অন্যদিকে, শিরীন কি এবার নতুন কোনো চাল চালবে পারুলের বিরুদ্ধে? এসব প্রশ্নের উত্তর মিলবে আজকের পর্বে! তাই, চোখ রাখুন জি বাংলার পর্দায় রাত ৮টায়! কারণ আজকের পর্বে অপেক্ষা করছে এক চরম দ্বন্দ্ব আর টানটান উত্তেজনার মুহূর্ত!