‘অনুরাগের ছোঁয়া’ থেকে বিদায় নিচ্ছেন প্রধান নায়িকা! শেষ হচ্ছে সূর্য-দীপার ভালোবাসার গল্প?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া” (Anurager Chhowa) বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম আলোচিত সিরিয়াল। হাজার পর্ব পেরিয়ে গেলেও দর্শকপ্রিয়তা এতটুকুও কমেনি, বরং নতুন নতুন মোড় গল্পকে আরও জমজমাট করে তুলেছে। সূর্য-দীপা (Surjo-Deepa) ও তাদের দুই মেয়ে সোনা-রুপার (sona-rupa) জীবনের চড়াই-উতরাই, সম্পর্কের জটিলতা আর পারিবারিক টানাপোড়েনই এই ধারাবাহিকের মূল আকর্ষণ। কিন্তু এবার গল্পে বড়সড় পরিবর্তন আসতে চলেছে, যা দর্শকদের জন্য একেবারেই অপ্রত্যাশিত।

শোনা যাচ্ছে, শীঘ্রই বিদায় নিতে চলেছেন ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র, যার অনুপস্থিতি কাহিনির মোড় ঘুরিয়ে দিতে পারে! এই চরিত্রের বিদায় নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, এতদিন ধরে যিনি ধারাবাহিকের আবেগ ও হৃদয় জুড়ে ছিলেন, তার বিদায় অনুরাগের ছোঁয়া-কে শেষের দিকে নিয়ে যাবে। প্রশ্ন উঠছে, সূর্য-দীপার সম্পর্ক কি তাহলে চিরতরে বদলে যাবে? নাকি এবার শেষের পথে অনুরাগের ছোঁয়া?

Actress Ahona Dutta

কাহিনিতে কি এবার এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে? অবশেষে জানা গেল তিনি আর কেউ নন, এবার শীঘ্রই বিদায় নিচ্ছেন মিশকা (অহনা দত্ত) (Ahona Dutta) ! ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের কারণেই অভিনেত্রী অহনা দত্ত নাকি এই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত কিছুদিন আগেই অহনা প্রকাশ্যে এনেছেন তার মা হওয়ার সুখবর। সেই কারণেই সম্ভবত তিনি কাজ থেকে সাময়িক বিরতি নিতে চান। মিশকার চরিত্র এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিল যে অনেক দর্শকের মতে,

আরও পড়ুনঃ কেশবের জন্মদিনেই আদৃতের গৃহপ্রবেশ! আদৃতকে দেখে কান্নায় ভেঙে পড়লো শুভ! ‘গৃহপ্রবেশ’-এ আজকের পর্ব জমাটি!

এটি ছিল ধারাবাহিকের প্রাণ।যেমন কিরণমালা ধারাবাহিকে রানী কটকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, তেমনই অনুরাগের ছোঁয়া-তে মিশকার উপস্থিতি গল্পের গতি বাড়িয়েছিল। সূর্য-দীপা জুটির পাশাপাশি মিশকার ষড়যন্ত্র, তার বুদ্ধিমত্তা আর ক্যারিশমা দর্শকদের টানতে বাধ্য করেছে। ধারাবাহিকের সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে এর অন্যতম খলনায়িকা মিশকা ওরফে অহনা দত্তর দুর্দান্ত অভিনয়। প্রথমবার ধারাবাহিকে কাজ করেই বাজিমাত করেছেন তিনি।

যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরই মিশকার প্লট শেষ করা হবে। কিন্তু দর্শকরা কি সত্যিই মিশকা ছাড়া অনুরাগের ছোঁয়া কল্পনা করতে পারবেন? এখন দেখার বিষয়, অহনার চরিত্রটি কীভাবে বিদায় নেয় এবং গল্প কোন নতুন দিকে মোড় নেয়। মিশকার অনুপস্থিতি কি সত্যিই ধারাবাহিকের জনপ্রিয়তাকে প্রভাবিত করবে? নাকি নতুন চমক নিয়ে নির্মাতারা আবারও দর্শকদের ধরে রাখবেন?