কেশবের জন্মদিনেই আদৃতের গৃহপ্রবেশ! আদৃতকে দেখে কান্নায় ভেঙে পড়লো শুভ! ‘গৃহপ্রবেশ’-এ আজকের পর্ব জমাটি!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh)-এর আজকের পর্ব আবেগ, টানটান উত্তেজনায় ভরপুর। কেশবের প্রথম জন্মদিনের আয়োজন চলছে ধুমধাম করে, কিন্তু শুভর মন পড়ে আছে অতীতে। আদৃত আজ থাকলে সবটা নিজের হাতে সামলাত, সব আয়োজন করত—এই কথাই মনে করতে করতে চোখে জল আসে শুভর। একে একে নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করে। প্রথমেই পৌঁছায় জিনিয়া ও তার মা, যারা স্পষ্টই জানায়, আদৃত ছাড়া এই বাড়িতে আসতে তাদের ভালো লাগে না।

তবে নিমন্ত্রণ করা হয়েছে বলেই তারা এসেছে। অন্যদিকে, প্রতিবেশীরাও আসছে, আর তাদের কেউ কেউ ফিসফিস করে বলছে—শুভ আর কতদিন একা থাকবে? কেশবেরও তো বাবার আদর দরকার! এইসব কথা শুনে শুভর মন আরও ভারী হয়ে ওঠে, আর সেবন্তী প্রতিবাদ জানালেও প্রতিবেশীরা বলে, এটা শুভর মঙ্গল চিন্তাই! অন্যদিকে, মোহনা ভীষণ উত্তেজিত শুভর সঙ্গে দেখা করার জন্য। সে আয়ানকে (আদৃত) বারবার তাড়া দিচ্ছে, কারণ আজ সে প্রথমবার তার ভাইয়ের পছন্দের মেয়ের সঙ্গে দেখা করবে।

গৃহপ্রবেশ, Grihoprobesh, গৃহপ্রবেশ আজকের পর্ব ২৬ মার্চ, Grihoprobesh today episode 26 march, স্টার জলসা, star jalsha

আয়ান কিছুটা অনাগ্রহ দেখালেও শেষমেশ রাজি হয়। কিন্তু যাওয়ার আগে মোহনা দেখে, আয়ান এখনও ওষুধ খায়নি। এতে সে রেগে গিয়ে বলে, “এভাবে নিজের যত্ন না নিলে তুমি কীভাবে আগের জীবন ফিরে পাবে?” আদৃত চুপ করে যায়, যেন নিজের হারানো স্মৃতি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এদিকে, রায় বাড়িতে জন্মদিনের পার্টি জমে উঠেছে। নাচ-গানে ভরপুর এই আয়োজনে হাজির হয় মিস্টার সেনও। তিনি শুভর খেয়াল রাখছেন, কিন্তু তাঁর চোখে একটা অন্যমনস্কতা স্পষ্ট।অন্যদিকে, মোহনার মা ঠিক করেছে, আজই শুভর জন্য আকাশের সঙ্গে বিয়ের প্রস্তাব দেবে!

আরও পড়ুনঃ “অভিনেত্রী বলেই প্রতিমাসে পিরিয়ডস হয় না, বাইজিদের মতো নাচ!” –সফল অভিনেত্রী হয়েও ইন্ডাস্ট্রিতে কটাক্ষের শিকার অভিনেত্রী সঞ্চারী মণ্ডল!

কিন্তু মোহনা দ্বিধায় পরে বলে,”দাদাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত কি ঠিক হবে?” তার মা অবশ্য বলে, সে যা করছে, তা নিজের ছেলের ভালো চাই বলেই করছে। সবাই যখন ব্যস্ত, তখনই রায় বাড়িতে হাজির হয় মোহনার পরিবার। মোহনার মায়ের সঙ্গে মুখোমুখি হতেই ঠাম্মির বলে ওঠেন, “আপনাদের ছেলে তো এখন আমাদের বাড়ির ছেলেই হয়ে উঠেছে।”মোহনার মা ও বলেন, “এবার আমি চাই, আপনাদের মেয়েও আমাদের বাড়ির অংশ হোক।” ঠাম্মি অবাক হয়ে জানতে চায়, “কোন মেয়ের কথা বলছেন?”

উত্তরে মোহনার মা স্পষ্ট জানায়,”আমি শুভকেই আমাদের বউ করে আনতে চাই!” কিন্তু শুভ তার সিদ্ধান্ত স্পষ্ট করে দেয়, “আমার জীবনে ভালোবাসা একবারই এসেছিল, আর সেটা আদৃত! তাকে ছাড়া অন্য কাউকে জীবনে গ্রহণ করা সম্ভব নয়!” এবার কি সামনাসামনি হবে আদৃত ও শুভ? কেশবের জন্মদিন কি ফিরিয়ে আনবে পুরনো স্মৃতি? নাকি নতুন এক মোড় নিতে চলেছে শুভর জীবন? জানতে হলে আজ রাত ৮:৩০-এ চোখ রাখুন ‘গৃহপ্রবেশ’-এর নতুন পর্বে, স্টার জলসার পর্দায়!