ট্রেনে যাত্রীদের সঙ্গে তীব্র দুর্ব্যবহার, গালিগালাজ! ‘ঝিলিক’ ওরফে তিথি বসুর কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

ছোটবেলার ‘ঝিলিক’ এখনও দর্শকদের মনে রয়ে গিয়েছে। সিরিয়ালের সেই মিষ্টি হাসি, সরলতা, দর্শকদের আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছে। ‘মা’ সিরিয়ালের জনপ্রিয়তার কারণে তিথি বসু একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। ট্রেনে সফর করার সময় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, নেটিজেনদের দাবি, অভিনেত্রী নাকি সহযাত্রীদের গালিগালাজও করেছেন! স্বাভাবিকভাবেই এই অভিযোগের পরেই সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনার মুখে পড়েছেন তিনি।

একটা সময় ছিল যখন ট্রেনে যাত্রা করা মানেই অন্যরকম একটা অভিজ্ঞতা। যাত্রীরা নিজেদের মতো করে সময় কাটান, কেউ বই পড়েন, কেউ মিউজিক শোনেন, কেউ আবার জানলার বাইরের দৃশ্য উপভোগ করেন। তবে কখনও কখনও কিছু যাত্রী মাত্রাতিরিক্ত হইচই করেন, যা অন্যদের জন্য বিরক্তিকর হয়ে ওঠে। আর সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থাকল নেতাজি এক্সপ্রেসের যাত্রীরা। একদল সহযাত্রী নাকি ট্রেনে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন, এতটাই জোরে যে অন্য যাত্রীদের সমস্যা হচ্ছিল। এই নিয়েই শুরু হয় সমস্যা, যার কেন্দ্রে ছিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথি বসু।

Tithi Basu

এক সহযাত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেন, অভিনেত্রী ও তাঁর সঙ্গীরা ট্রেনে জোরে গান বাজাচ্ছিলেন এবং আশপাশের যাত্রীরা বারবার অনুরোধ করলেও তাঁরা তা বন্ধ করতে চাননি। বরং আরও উল্টো প্রতিক্রিয়া দেন, এমনকি গালিগালাজও করেন। সেই ব্যক্তি তিথির একটি ছবি পোস্ট করে দাবি করেন, এই মেয়েটিই সবচেয়ে বাজে ভাষা ব্যবহার করেছিলেন। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য আসতে থাকে। অনেকে অভিনেত্রীকে কটাক্ষ করেন, আবার কেউ কেউ বলেন, জনপ্রিয়তা পেলেই দায়িত্বশীল হওয়া উচিত।

আরও পড়ুনঃ মুখোশের আড়ালে কে এই নতুন আগন্তুক?ঝিলিক-আঁখির জীবনে ঝড় তুলতে আসছে কে? জমজমাট দুই শালিক!

এই অভিযোগের পর চুপ থাকেননি তিথি। ট্রেনের মধ্যেই তিনি একটি ভিডিও পোস্ট করে নিজের দিকের বক্তব্য সামনে আনেন। তিথি জানান, গান চলছিল ঠিকই, তবে আশেপাশের অনেকেই তখন আনন্দ করছিলেন, কথা বলছিলেন। তাঁদের কেউ কেউ মজাও করছিলেন। হঠাৎ এক মহিলা এসে অভিযোগ করেন, গান কেন চলছে! তখন তিথির দল থেকে বলা হয় যে তাঁরা গান বন্ধ করবেন না, তবে আওয়াজ কমিয়ে দেবেন। এরপরে বিষয়টি নিয়ে আরও সমস্যা তৈরি হয় এবং ওই যাত্রী আরপিএফকে বিষয়টি জানান। এরপর পুলিশ এসে তাঁদের গান বন্ধ করতে বলে, আর তিথির দল সেটাই করে। তবে যিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, তিনি এই পুরো ঘটনাতেই যুক্ত ছিলেন না, তবুও তিনি পোস্ট করেছেন বলে দাবি অভিনেত্রীর।

এই ঘটনায় নেটদুনিয়া দ্বিধাবিভক্ত। কেউ বলছেন, ট্রেনের মধ্যে অন্যের অসুবিধা হয়, এমন কিছু করা ঠিক নয়। আবার কেউ বলছেন, তিথিকে অযথা টার্গেট করা হচ্ছে। যদিও এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, ট্রেনে বা অন্য কোনো পাবলিক প্লেসে নিজেকে সংযত রাখাই শ্রেয়, কারণ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে কোনও ঘটনা ভাইরাল হয়ে যেতে পারে!