স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “দুই শালিক” (Dui Shalik) শুরু থেকেই দর্শকদের মন কেড়েছে যমজ বোন আঁখি (Titiksha Das) ও ঝিলিক (Nandini Dutta)-এর মন ছুঁয়ে যাওয়া অভিনয়। দীর্ঘদিনের সংগ্রামের পর অবশেষে এক হয়েছে দুই বোন। তারা শুধু একে অপরকেই খুঁজে পায়নি, তাদের আসল বাবা-মা এবং খুঁজে পেয়েছে জীবনের সঠিক সঙ্গীকেও।
নতুন জীবনের আশায় যখন দু’জনেই এগিয়ে যাচ্ছে, তখনই গল্পে আসছে এক নতুন চমক! সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, আনন্দের মুহূর্তের মাঝেই রহস্যময় এক আগন্তুকের আগমন। মুখ সাদা মুখোশে ঢাকা, উদ্দেশ্য সম্পূর্ণ অজানা! কে এই ব্যক্তি? কেনই বা সে ঝিলিক ও আঁখির সামনে উপস্থিত হলো? দর্শকদের মনে নানা প্রশ্ন জাগছে এই ব্যাক্তির পরিচয় নিয়ে।
তবে কি ভাগ্যের পরিহাসে আবার আলাদা হতে চলেছে দুই শালিকের পথ? এর আগেও আঁখি-ঝিলিকের জীবনে এসেছে নানা বিপদ, কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে। প্রিয়রঞ্জনের সঙ্গে কি এই আগন্তুকের কোনো যোগসূত্র রয়েছে? নাকি অতীতের কোনও অজানা অধ্যায় সামনে আসতে চলেছে? মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এই ব্যক্তি কি তাদের নতুন বিপদের সংকেত দিচ্ছে,
আরও পড়ুনঃ “বর্তমান অভিনেতারা সিনিয়রদের সম্মানটুকুও জানায় না, মুখের সামনে পা তুলে বসছে!” এখনকার প্রজন্মের সৌজন্যবোধের অভাবে ক্ষুব্ধ অভিনেতা শঙ্কর চক্রবর্তী
নাকি জীবনে নতুন কোনো সত্য প্রকাশ পেতে চলেছে? দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চরমে। একদিকে দুই বোনের পুনর্মিলন, অন্যদিকে নতুন রহস্য—সব মিলিয়ে জমে উঠেছে “দুই শালিক”। আগামী ৩০ মার্চ বিকেল ৫:৩০-এ স্টার জলসার পর্দায় এই বিশেষ পর্ব মিস করলে চলবেনা কিন্তু! তাই রহস্যের জট খুলতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়!