ইউটিউব (Youtube) কিংবা ইনস্টাগ্রাম (Instagram), আজকালকার দিনে হামেশাই মানুষ মত্ত কনটেন্ট বানাতে। তা সে হতে পারে ডেইলি ভ্লগিং কিংবা রান্নার কোনো চ্যানেল। এক কথায় বলা যায়, সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা বাড়তি উপার্জনের জন্য বেছে নিচ্ছে এই সমাজ মাধ্যমকে।
ইদানিংকালে, আকচারই শোনা যাচ্ছে যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা নিজের পেশাগত কাজ কর্মের পাশাপাশি কেউ খুলছেন বুটিক আবার কেউ খুলছেন স্যালোঁ। আবার কারোর রয়েছে ভ্লগিং চ্যানেল। আর, এই নতুন যুগের সঙ্গেই পায়ে পা মেলাতে চলেছেন টলিউডের বর্ষিয়ান অভিনেত্রী তনিমা সেন।
বর্তমান সময়ে যেমন সমাজের চাকরির বাজার খারাপ, তেমনই টলি পাড়াতেও গত এক বছরে অনেক শিল্পীদেরই কমেছে কাজের পরিমাণ। আর এই অন্যতম কারণের জন্যই অভিনেত্রী উপার্জনের জন্য বিকল্প পথ বেছে নিয়েছেন।’

আসন্ন দিনে অভিনেত্রী ইউটিউবে একটি চ্যানেল খুলতে চলেছেন। তবে সেই চ্যানেলটি আর পাঁচটা চ্যানেলের থেকে একটু আলাদা হতে চলেছে। অভিনেত্রীর ইচ্ছা বাংলার চিত্রশিল্পীদের নিয়ে কাজ করার। তনিমা দেবীর এই নতুন উদ্যোগের সম্পর্কে শহরের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “প্রথমত, সমাজমাধ্যমের দুনিয়ায় বাঙালি চিত্রশিল্পীদের নিয়ে খুব বেশি কাজ হয়নি। দ্বিতীয়ত, ছোটবেলায় ছবি আঁকার প্রতি আমার ঝোঁক ছিলই। পরবর্তী সময়ে অভিনয়ে চলে আসায় আর সেটা নিয়ে কোনও কাজ করা হয়নি”।
অভিনেত্রী আরো বলেন, “এমন বহু মানুষের সন্ধান পেয়েছি, যাঁরা খুব ভাল ছবি আঁকেন, কিন্তু নানা কারণে চিত্রশিল্পকে পেশা হিসেবে বেছে নিতে পারেননি”। তনিমা দিদি জানিয়েছেন, নন্দলাল বসু থেকে শুরু করে যামিনী রায়, ঠাকুরবাড়ির চিত্রশিল্প, গনেশ পাইন এমন শিল্পীদের কাজ নিয়ে তাদের উত্তরসূরীদের সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অভিনেত্রী বলেন, যামিনী রায় যে বাড়িতে বসে মহাভারতের অধ্যায় এঁকেছিলেন সেই বাড়ির বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন।
আরও পড়ুনঃ “একটা ফোন হাতে পেলেন, ওয়ালপেপারে জ্বলজ্বল করছে দুজনের ছবি অথচ একবারও দেখলেন না!” ‘কানা নাকি বোকা?’ ‘গৃহপ্রবেশ’-এ টেলি-সায়েন্সের অপমান দেখে হেসে খুন নেটপাড়া
এখনকার ইন্ডাস্ট্রিতে কাজের পরিমাণ কমেছে, এ কথা আগেই স্বীকার করেছেন অভিনেত্রী। তবে, তনিমা দেবী অভিনয় জগত থেকে দূরে সরে যাচ্ছেন না একথাও স্পষ্টভাবে জানিয়ে দিলেন। কথায় কথায় অভিনেত্রী হেসে বললেন, “এখন তো আগের মতো অভিনয়ের প্রস্তাব আসছে না। তাই সময়টা নষ্ট করতে চাইছি না”। অভিনেত্রীর ইউটিউব চ্যানেলের নাম ‘শিল্প বাসনা’। প্রসঙ্গত, ‘লাবণ্যের সংসার’খ্যাত অভিনেত্রী জীবনের এই নতুন যাত্রা শুরু করতে চলেছেন নববর্ষের পরেই।