ডেলিভারি বয় থেকে জিতের সঙ্গে দেশ কাঁপানো ওয়েব সিরিজের অভিনেতা! বাংলার ছেলের জিরো থেকে হিরো হওয়ার গল্প অনুপ্রাণিত করবে আপনাকে

বিনোদন জগতের ওটিটি (OTT) দুনিয়া আজকের দিনে অন্যতম এক মনোরঞ্জনের মাধ্যম। তবে, ইদানিংকালে টলি-বলির অভিনব মেলবন্ধনে তৈরি ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (khakee: the bengal chapter) ওয়েব সিরিজের দুনিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে।

এই সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছে জিৎ প্রসেনজিৎ চ্যাটার্জী, চিত্রাঙ্গদা সিং, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতন বহু তাবড় তাবড় অভিনেতারা। এছাড়াও, বলিউডের একাংশকেও দেখা গেছে এই সিরিজে।

কিন্ত, সকল নামজাদা অভিনেতাদের মাঝে এই সিরিজে নাকি দেখা গেছে আরও এক বাংলার ছেলের মুখ। অভিনেতার নাম প্রবীর দাস। সোদপুরের এই ছেলে নাকি উপার্জনের জন্য ডেলিভারি বয়ের কাজ করেন।

কিন্তু, এই অভিনেতার পরিচয় কী? সম্প্রতি ফটোর একটি কোলাজ বানিয়ে প্রবীর পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। আর, তারপর থেকেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু হয়। এই কোলাজের মাধ্যমে অভিনেতা জানিয়েছেন তাঁর ডেলিভারি বয় থেকে অভিনেতা হয়ে ওঠার যাত্রার কথা।

সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রবীর প্রাথমিক জীবনে ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করলেও স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। তাই, পরবর্তীকালে প্রবীর ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে এবং পরে নাট্য কর্মী হিসেবে কাজ শুরু করে।

আএও পড়ুনঃ বসু বাড়ির দরজায় শিরিনের বাধা! পারুল কি সব বাধা পেরিয়ে রায়ানের সঙ্গে দেখা করতে পারবে?

মূলত নাটকের মঞ্চ থেকে প্রবীরের অভিনয় জীবনের উন্নতি শুরু হয়। এই নাটকের জন্যই অভিনেতা আকাশ আটের একটি সিরিয়ালে কাজও করেন। এরপর খাকি সিরিজের জন্য অডিশন দিয়ে একবারেই সুযোগ পেয়ে যান ওয়েব জগতে কাজ করার। এই দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখেন, “সোদপুর থেকে মুম্বই, সফরটা সবে শুরু হয়েছে। ধন্যবাদ ইউনিভার্স সবটার জন্য”।