টেলিভিশন দুনিয়ায় ‘চাঁদনি সাহা’ (Chandni Saha) বেশ পরিচিত মুখ। তার অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। কখনোবা মুখ্য চরিত্রে আবার কখনো পার্শ্ব চরিত্রে বরাবরই তার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে হঠাৎ করেই এক বিশেষ ঘটনার কারণে তাঁকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা! জনপ্রিয় সঞ্চালিকা ‘রচনা বন্দ্যোপাধ্যায়’ (Rachana Banerjee) প্রকাশ্যেই চাঁদনির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, আর তাতেই চমকে গিয়েছেন অনুরাগীরা।
অভিনেত্রী চাঁদনি সাহার বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়! এতদিন ক্যামেরার সামনে তাঁদের সম্পর্ক বেশ ভালোই মনে হতো, কিন্তু হঠাৎ করে এমন কী ঘটল, যার জন্য রচনা চাঁদনির উপর এতটা বিরক্ত হলেন? কী এমন করলেন চাঁদনি, যার জন্য রচনা রুষ্ট হলেন? অভিনেত্রীর সত্যতা নিয়ে কেন উঠল প্রশ্ন? চাঁদনির একটি মন্তব্য নাকি মেনে নিতে পারেননি রচনা, আর সেই কারণেই প্রকাশ্যেই তাঁকে কটাক্ষ করতে দেখা গেল!
জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ানে’ (Didi No. 1) এবার আরও এক বিশেষ পর্ব নিয়ে আসছে। ছোট পর্দার বেশ কয়েকজন পরিচিত মুখ এই শুক্রবার হাজির থাকবেন ‘রচনা বন্দ্যোপাধ্যায়ে’র (Rachana Banerjee) মঞ্চে। দর্শকদের জন্য প্রতিবারই নানান মজাদার খেলা এবং আড্ডার আয়োজন থাকে এই শো-তে। এবারও তার ব্যতিক্রম নয়। অংশগ্রহণ করবেন ‘চাঁদনি সাহা’ (Chandni Saha) , ‘দিয়া চক্রবর্তী’, ‘নবনীতা মালাকার’ এবং ‘রোশনি ভট্টাচার্য সেন’।
হাসি-ঠাট্টা, খেলাধুলা আর জমাটি গল্পে ভরপুর হতে চলেছে এই বিশেষ এপিসোড। শো-এর সম্প্রচারিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, এই বিশেষ পর্বে শুরুতেই বসতে চলেছে ক্রিকেটের আসর। ব্যাট হাতে মাঠে নামবেন স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায়! অন্যদিকে, দিয়া ও রোশনিরা সামলাবেন ফিল্ডিং। এমন জমজমাট ক্রিকেটের মজা উপভোগ করতে পারবে দর্শকরাও। তবে আসল চমক অপেক্ষা করছিল অন্য খেলার মধ্যে!
শুরু হল নতুন একটি খেলা, যেখানে অতিথিদের বিভিন্ন মশলা চেনার পরীক্ষা নেওয়া হল। আর সেখানেই ঘটে গেল এক মজার কাণ্ড। মশলা চেনার খেলায় চাঁদনিকে জিজ্ঞেস করা হয়, রান্নাবান্না নিয়ে কতটা সড়গড় তিনি? অভিনেত্রী তখন আত্মবিশ্বাসের সঙ্গেই জানান, তিনি দারুণ চিকেন রেজালা আর মাটন রান্না করতে পারেন। এতক্ষণ সব ঠিকই ছিল এবং অভিনেত্রীও বেশ আত্মবিশ্বাসী ছিলেন।
কিন্তু এরপরই তাঁকে যখন মশলা চেনার জন্য একটি উপকরণ দেখানো হয়, তখনই যেন তালগোল পাকিয়ে ফেলেন তিনি! এক মশলা দেখে কিছুতেই মনে করতে পারছিলেন না এর নাম। এরপর রচনা বন্দ্যোপাধ্যায় যখন তাঁকে গোলমরিচ দেখিয়ে এর নাম জানতে চান, তখন চাঁদনি সেটিকে ‘গোটা জিরে’ বলে ফেলেন! ব্যস, ব্যস! এতেই হেসে লুটোপুটি খায় সকলে।
আরও পড়ুনঃ “আমার জীবনে বাবার ভূমিকা নেই! আমি বাবার জন্য নয়, রবি জেঠুর জন্য আজ এখানে!” শাশ্বতর অকপট স্বীকারোক্তি!
এই ঘটনায় হাসির রোল ওঠে পুরো সেট জুড়ে। চাঁদনির মশলা চেনার পারদর্শিতা দেখে হেসে ফেলেন রচনা নিজেও। মজা করে বলেন, এতক্ষণ যে রান্নার বড়াই করছিলেন, সবই তাহলে মিথ্যে? অভিনেত্রী নিজেও এই ভুল বুঝতে পেরে হাসিতে যোগ দেন। শুক্রবার, ৪ এপ্রিল বিকেল ৪:৩০ থেকে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের নিয়ে এমন জমজমাট একটি পর্ব দেখতে একেবারে ভুলবেন না!