ছোটপর্দার দর্শকদের জন্য আবারও সুখবর! ইতিমধ্যেই বেশ কিছু নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে আর এবার শোনা যাচ্ছে, আসন্ন একটি ধারাবাহিকের (New Serial) মুখ্য চরিত্রের প্রস্তাব পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ‘সাহেব ভট্টাচার্য’ (Saheb Bhattacharya) এবং অভিনেত্রী ‘হিয়া মুখার্জী’ (Hiya Mukherjee)। প্রাথমিক কথাবার্তা ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে, আর লুক টেস্টে সব ঠিকঠাক হলে এই নতুন প্রোজেক্টে তাঁদের একসঙ্গে দেখা যেতে পারে।
টেলিপাড়ায় তাই, এই সম্ভাব্য জুটি ঘিরে তাই স্বাভাবিকভাবেই আগ্রহ বাড়ছে। প্রসঙ্গত, হিয়া মুখার্জীর সাম্প্রতিক কাজ ‘গীতা এলএলবি’ তাঁকে দর্শকদের কাছে নতুন করে পরিচিত করে তুলেছে। এমন আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন যে পর্দায় নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নিতে তিনি যথেষ্ট স্বচ্ছন্দ। সেই ধারাবাহিকে তাঁর অভিনয়ের ধরন, সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রের আবেগকে ধরে রাখার ক্ষমতা দর্শকের মনে দাগ কেটেছিল।
তাই তাঁর পরবর্তী কাজ কী হতে চলেছে, তা নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। অন্যদিকে, অভিনেতা সাহেব ভট্টাচার্যও ছোটপর্দার দর্শকদের কাছে নতুন নন। তাঁর শেষ ধারাবাহিক ‘কথা’তে তিনি যে ধরনের সংযত অথচ গভীর চরিত্রে অভিনয় করেছেন, তা অনেকেই প্রশংসা করেছেন। অভিজ্ঞ অভিনেতা হিসেবে সাহেব বরাবরই চরিত্র বেছে নিতে সচেতন আর সেই কারণেই তাঁর নতুন কোনও ধারাবাহিকে যুক্ত হওয়ার খবর মানেই তা আলাদা করে উত্তেজনা বাড়ায়।
টেলিভিশন ছাড়াও অন্যান্য মাধ্যমে কাজের অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত অভিনেতা করে তুলেছে। এবার এই দু’জনকে একসঙ্গে জুটি হিসেবে দেখা যেতে পারার সম্ভবনায়, গল্পের ধরণ নিয়েও নানান আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, চরিত্র দু’টি নাকি একেবারে সাদামাটা নয়, বরং বাস্তব জীবনের কাছাকাছি। ফলে চরিত্রের জায়গায় দু’জনের কাছ থেকেই সংযত কিন্তু বিশ্বাসযোগ্য অভিনয়ের আশা করছেন নির্মাতারা।
আরও পড়ুনঃ “আমি সি’গারেট খেতে ভালোবাসি, বন্ধুদের সঙ্গে ম’দ্যপান করতে ভালোবাসি…আমি একেবারে ‘অপদার্থ’ মা!” সমাজের চোখে ‘ভালো মা’ হওয়ার চাপ নিয়ে বি’স্ফোরক স্বস্তিকা মুখোপাধ্যায়! ব্যক্তিগত অভ্যাসে কি মায়ের মূল্যায়ন? সমাজ নির্ধারিত সংজ্ঞাকে প্রশ্ন অভিনেত্রীর!
লুক টেস্টই আপাতত সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে। সব মিলিয়ে নতুন এই ধারাবাহিকটি যে ছোটপর্দায় আলাদা কৌতূহল তৈরি করেছে, তা বলাই যায়। তবে দর্শকদের অপেক্ষা এখনই পুরোপুরি শেষ হচ্ছে না, কারণ এই ধারাবাহিকটি ঠিক কোন চ্যানেলে সম্প্রচারিত হবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে, সম্ভাব্য চ্যানেল ‘স্টার জলসা’ হতে পারে বলেও খবর। এবার দেখা যাক কবে সবটা চূড়ান্ত হয়, বাকিটা সময় বলবে।






