সত্যিকারেই হয়ে গেছে ডিভোর্স! প্রকাশ্যে কোর্ট অর্ডার, তবে কি ইমেজ বাঁচাতে বউকে দিয়ে ডিভোর্সের পোস্ট ডিলিট করালেন সুদীপ মুখার্জি?

প্রথমে বিচ্ছেদের ঘোষনা, তারপর যেটাকে সমাজ মাধ্যমে ‘ফান পোস্ট’ বলে হালকা করে উড়িয়ে দিতে চেয়েছিলেন পৃথা চক্রবর্তী, সেটাই যে জীবনের বড় বাস্তবতা—শেষমেশ তা প্রমাণ করল আদালতের সিলমোহর! দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি যে এভাবে শেষ হবে, তা হয়তো অনেকেই ভাবেননি। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আদালতের নির্দেশে আইনত বিবাহবিচ্ছেদ (legally Divorce) হল অভিনেতা ‘সুদীপ মুখার্জী’ (Sudip Mukherjee) ‘পৃথা চক্রবর্তী’র (Preetha Chakraborty)

আলিপুরের অতিরিক্ত জেলা বিচারক ১৩ নম্বর আদালতের নির্দেশ অনুযায়ী, ২০১৫ সালের ১৮ই জানুয়ারি যে বিবাহের সূচনা হয়েছিল, তা ২০২৫ সালের ২৯শে মার্চ সম্পূর্ণভাবে ভেঙে গেল। সাম্প্রতিক সময়ে পৃথার একটি সমাজ মাধ্যম পোস্ট ঘিরে নানা আলোচনা শুরু হয়। পোস্টে তিনি লেখেন “we are legally Divorced”—যা নিয়ে কেউ কেউ চমকে উঠলেও, অনেকে এটিকে কেবল মজা ভেবে উড়িয়ে দেন।

Bengali actor Sudip Mukherjee, Preetha Chakraborty, Divorce announcement, Divorce after 10 years of marriage, Prank, facing backlash, trolls, Chirosokha, Swatantra, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তী, বিবাহ বিচ্ছেদের ঘোষণা, ১০ বছরের সম্পর্কের ইতি, চিরসখা, স্বতন্ত্র

তবে এখন জানা যাচ্ছে, সেটাই ছিল বাস্তব পরিস্থিতির ইঙ্গিত। ডিভোর্স প্রসিডিংস অনেক আগে থেকেই চলছিল এবং আদালতের চূড়ান্ত রায়ে তাঁদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটল। আদালতের নির্দেশনামা অনুযায়ী, সুদীপ ও সঞ্চারি (পৃথার অফিশিয়াল নাম) ২০২২ সালের আগস্ট মাস থেকে আলাদা থাকছিলেন।এমনকি ছ’মাসের কুলিং পিরিয়ডের পাঁচ দিন আগেই উভয় পক্ষের সম্মতিতে ‘ওয়েভ’ চেয়ে আবেদন জানানো হয়, যা বিচারক মঞ্জুর করেন।

তিনি জানান, দু’জনেই পরস্পরের সঙ্গে সংসার করার আর কোনও ইচ্ছা প্রকাশ করেননি এবং দীর্ঘ সময় আলাদা থেকেছেন—তাই এই বিবাহ আইনত শেষ বলে গণ্য হল। এই দীর্ঘ সম্পর্কের ভাঙন শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়েই নয়, মানসিক দিক থেকেও দুই তারকার জীবনে এক বড় অধ্যায়ের পরিসমাপ্তি। আদালতে জমা পড়া হলফনামায় উভয় পক্ষই জানান, তাঁরা আর একে অপরের সঙ্গে বৈবাহিক জীবন কাটাতে চান না।

Bengali actor Sudip Mukherjee, Pritha Chakraborty, Divorce announcement, Divorce after 10 years of marriage, Chirosokha, Swatantra, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তী, বিবাহ বিচ্ছেদের ঘোষণা, ১০ বছরের সম্পর্কের ইতি, চিরসখা, স্বতন্ত্র

সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্তে এসেছেন। ভবিষ্যতে যদি কেউ এই ঘটনার দিকে ফিরে তাকান, তাঁরা হয়তো বলবেন—এই ছিল সেই সম্পর্ক, যা শুরু হয়েছিল ফেসবুক ফেম দিয়ে, আর শেষ হল ফেসবুক পোস্ট আর আদালতের রায়ে। এখন স্পষ্ট—ওই পোস্ট নিছক প্র্যাঙ্ক ছিল না, বরং বাস্তবের একটা ‘প্রি-রিলিজ প্রোমো’ বলা চলে। এখন প্রশ্ন একটাই—প্রথমে ডিভোর্স নিয়ে মজা,

আরও পড়ুনঃ জীবন দ্বিতীয় সুযোগ দিল শুভকে! আদৃতের সঙ্গে তাঁর এবার দেখা হবে নদীয়ায়! তবে, কি হতে চলেছে ‘গৃহপ্রবেশ’-এর আগামী পর্বে?

তারপর বাস্তবে বিচ্ছেদ—সত্যিই কি এটা শুধুই সম্পর্কের ভাঙন, না কি স্ট্র্যাটেজিক ‘ব্র্যান্ডিং’? বর্তমানে সুদীপ টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন এবং পৃথা তাঁর কাজ ও পারফরম্যান্স নিয়ে আগের মতোই ব্যস্ত। ব্যক্তিগত জীবনে নতুনভাবে পথচলা শুরু করলেও, তাঁরা দু’জনেই তাঁদের পেশাগত জগতে স্থির ও সফল থাকবেন বলেই আশা করছেন তাঁদের অনুরাগীরা।

১০ বছরের সম্পর্কের ইতি