এক সময়ে টলিজগতের জনপ্রিয় অভিনেতার আজ প্রায় বেহাল অবস্থা। কার্যত পেট চালানোর দায়ে অভিনয় করতে হয় ধারাবাহিকে, খানিক এমনটাই জানিয়েছেন প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty)। টলিউড ইন্ডাস্ট্রিতে যুগের পর যুগ ধরে কাজ করে মনোরঞ্জন করে চলেছেন দর্শকদের।
বড় পর্দা থেকে ছোট পর্দা এমনকি নাট্য জগতেও অভিনেতার বেশ নামডাক রয়েছে। সেকালের বিবাহ অভিযানের গণশা আজ বাংলা বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতাদের মধ্যে একজন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা তার ব্যক্তিগত জীবনের নানা ওঠা-পড়ার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে।
বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’তে। নায়কের বাবার ভূমিকায় অভিনয় করছেন শঙ্কর। প্রসঙ্গত, বছর দুয়েক আগে স্ত্রী গত হওয়ার পর এক লহমায় জীবনের চাকা থমকে যায় অভিনেতার।
শঙ্কর সাক্ষাৎকারে বলেছেন, “আমি এখন স্টার জলসা এবং জি বাংলায় দুটো সিরিয়াল করছি। দুটোই পেটের দায়ে করা। কারণ ওই দুটো ধারাবাহিককে কাজ না করলে আমি তো সংসারটা চালাতে পারব না”। মূলত পেশাকে হাতিয়ার বানিয়েই জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন অভিনেতা।
আরও পড়ুনঃ শেষ হচ্ছে বাংলা বিনোদনের সোনালী অধ্যায়! বদলে যাচ্ছে ‘দাদাগিরি’র চেনা ঠিকানা! দাদাগিরি নিয়ে ‘দাদা’ ফিরছেন অন্য এক জনপ্রিয় চ্যানেলে!
অন্যদিকে আবার বিভিন্ন কথার মধ্যে আজকালকার দিনের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, “বর্তমানে ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রীদের বাছাই করা হয় রিল দেখে, তাদের কত বেশি ফলোয়ার্স রয়েছে সেই সব দেখে। আর তাদের মধ্যে অনেকেই অভিনয়ের কিছুই জানেনা। তবে হ্যাঁ তাদের মধ্যে এমন অনেকের সাথে আমি কাজ করেছি যারা দুর্দান্ত অভিনয় করে, তাদের মধ্যে ক্ষমতা রয়েছে। কিন্তু বেশিরভাগই কিছুই জানে না”।