শেষ হচ্ছে বাংলা বিনোদনের সোনালী অধ্যায়! বদলে যাচ্ছে ‘দাদাগিরি’র চেনা ঠিকানা! দাদাগিরি নিয়ে ‘দাদা’ ফিরছেন অন্য এক জনপ্রিয় চ্যানেলে!

বাংলা টেলিভিশন জগতের ইতিহাসে বুদ্ধিভিত্তিক রিয়েলিটি শো বলতে প্রথমেই যে নামটি সবার মাথায় আসে, নিঃসন্দেহে তা হল জি বাংলার (Zee Bangla) ‘দাদাগিরি’ (Dadagiri)। চমকপ্রদ প্রশ্ন, প্রতিযোগীদের বুদ্ধিমত্তা, আর এই সবকিছুর কেন্দ্রে যিনি ছিলেন —বাঙালির প্রিয় দাদা ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ (Sourav Ganguly)। জি বাংলার পর্দায় শুরু হওয়া এই শো কেবলমাত্র একটি রিয়েলিটি গেম শো না, বছরের পর বছর ধরে এটি হয়ে উঠেছে বাঙালির আবেগ, বাংলা বিনোদনের এক উজ্জ্বল অধ্যায়!

প্রতিটি সিজনে প্রতিযোগীদের সঙ্গে দাদার আলাপচারিতা, ব্যঙ্গাত্মক হাস্যরস মন্তব্য দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। সৌরভ গাঙ্গুলির হাত ধরে ‘দাদাগিরি’ যেন পেয়েছিল এক অনন্য উচ্চতা। ক্রিকেট মাঠের পাট চুকিয়ে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ (Prince of Calcutta) নতুন ইনিংস নিয়ে টিভির পর্দায় হাজির হন,পরবর্তীতে সেটাই হয়ে ওঠে এক বাংলা বিনোদনের নতুন সংজ্ঞা। দাদার সাবলীল উপস্থাপনা, ব্যক্তিত্ব ও মাটির টান মিশে গিয়েছিল ‘দাদাগিরি’র মূল সত্তার সঙ্গে। সৌরভকে ছাড়া ‘দাদাগিরি’ কল্পনা করাই যেন কঠিন আজকের দর্শকদের কাছে।

অতীতেও একবার তাঁর অনুপস্থিতিতে এই শো সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), কিন্তু সেই সময় খুব বেশি দূর এগোতে পারেনি দাদাগিরি। তবে এবার চমক অন্য জায়গায়। সদ্য পাওয়া খবর অনুযায়ী, ‘দাদাগিরি’র আসন্ন ১০ম সিজন আর জি বাংলায় নয়, সম্প্রচারিত হবে স্টার জলসায় (Star Jalsha) । এবং হ্যাঁ, সঞ্চালকের ভূমিকায় আবারও থাকছেন দাদা, সৌরভ গাঙ্গুলিই! শুধু তাই নয়, একই সময়ে স্টার জলসায় আসতে চলেছে ‘বিগ বস বাংলা’র (Big Boss Bangla) একটি নতুন সিজন, যেখানে সঞ্চালনার দায়িত্বে থাকবেন আবারো স্বয়ং দাদাই!

দুই রিয়েলিটি শো মিলিয়ে প্রায় ৩৪ দিনের শুটিং সূচি নির্ধারিত হয়েছে, যার মধ্যে ১৭ দিন ‘দাদাগিরি’ এবং বাকি ১৭ দিন ‘বিগ বস’ শুটিং হবে বলেই জানা যাচ্ছে। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি স্টার জলসা, জি বাংলা বা সৌরভের তরফ থেকে, তবে টলিপাড়ায় এবং দর্শকমহলে গুঞ্জন তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন হঠাৎ এতবছরের সম্পর্ক ছিন্ন করে জি বাংলা ছাড়লেন সৌরভ? আবার কেউ কেউ বলছেন, স্টার জলসার ‘বিগ বস’ নিয়ে এলে হয়তো টিআরপির খেলায় বাজিমাত করতে পারে।

আরও পড়ুন: এবার জলসা কাঁপাবে টিআরপি! নস্টালজিয়া উস্কে ফের পুরনো জায়গায় ফিরছেন দুই টিআরপি কুইন অভিনেত্রী! নাম জানলে মন খুশ হবে আপনাদের

তবে এই রকম একসঙ্গে দু’টি বড় মাপের শো সঞ্চালনার পরিকল্পনা বাস্তব হলে নিঃসন্দেহে তা বাংলা বিনোদন জগতে আরেক বড় অধ্যায়ের সূচনা। দর্শকরা আপাতত অপেক্ষায়, সত্যিই কি ‘দাদাগিরি’র পাশাপাশি সৌরভ নতুন রূপে ধরা দেবেন ‘বিগ বস বাংলা’য়? নাকি এটি শুধুই একটি গুঞ্জন মাত্র? সব প্রশ্নের উত্তর আপাতত সময়েরই হাতে। তবে একথা সত্যি—যেখানে স্বয়ং ‘দাদা’ উপস্থিত, সেখানেই আসর তো জমতে বাধ্য। এবার শুধু দেখার, কেমন ভাবে বাংলার দর্শক দাদাকে গ্রহণ করেন ‘বিগ বস’এ!