সমাজ মাধ্যম থেকে সাধারণ মানুষ, সকলেরই জানা যে ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের অভিনেতা ‘অভিষেক বসু’ (Abhishek Bose) এর ব্যক্তিগত জীবন ঠিক কতটা রঙিন! সমাজ মাধ্যমে তার প্রমাণ মিলেছে বারবার। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একাধিক সম্পর্কের জন্য যে সকল অভিনেতা অভিনেত্রীরা শিরোনামে থাকেন তাদের মধ্যে অন্যতম একজন অভিষেক। অভিষেক নাকি ধারাবাহিকের সঙ্গে সঙ্গে প্রেমিকাও পাল্টে ফেলেন! এর আগে একাধিক সম্পর্কে থাকলেও তা দীর্ঘস্থায়ী হয়নি কখনওই।
সম্প্রতি কিছুদিন যাবত শোনা যাচ্ছিল ফুলকি ধারাবাহিকের খলনায়িকা ‘শার্লি মোদক’ (Sharly Modak) এর সঙ্গে সম্পর্কের কথা, আর এর পরেই শুরু হয়ে নতুন করে সমালোচনা। যদিও তখন এইসব সমালোচনায় কান না দিয়ে দিয়ে তাঁরা বলেছিলেন একে অপরের খুব ভালো বন্ধু। একে তো অভিষেকের চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে, আর তার ওপর এই নতুন প্রেমিকা বদলের ট্রেন্ড দেখতে দেখতে দর্শকদের বিরক্তি বাড়ছে। এবার অভিষেক আর শার্লি তাদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চলেছেন তাতেও বিপত্তি!
টেলিপাড়ায় অভিষেক বোস এবং শার্লি মোদকের প্রেমের গুঞ্জন এবার নতুন মাত্রা পেয়েছে, জানা গেছে আগামী মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা দুজন। ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক রোহিত রায়চৌধুরী বা অভিষেক বসু এবং খলনায়িকা শার্লি মোদকের ‘বন্ধুত্ব’ বৈবাহিক সম্পর্কে পরিণত হতে চললেও সমাজ মাধ্যমে সমালোচনা কিন্তু থামছে না। এবার প্রশ্ন উঠেছে, “আইবুড়ো ভাত খাওয়ার পর, বিয়েটা তো হবে, কিন্তু টিকবে তো?” এটাই যেন নেটপাড়ায় সবার আলোচনার বিষয়!
অভিষেক-শার্লির আইবুড়ো ভাতের আয়োজন ছিল বেশ জমকালো। কাঁসার থালা-বাটিতে করে নানান পদ, তেতো থেকে শুরু করে মিষ্টি পর্যন্ত কি ছিল না? দু’জনকে এই আইবুড়োভাত খাইয়েছেন ফুলকি ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস। একদল ভক্ত মনে করছেন, “অভিষেক এক সিরিয়াল আর প্রেমিকা দুটোই একসাথে বদলায়, এবার বউ বদল হবে না তো?” কেউ বলছেন, “আরে, আবার নতুন মেয়ের পটানো হবে! নেক্সট বছর আবার বিয়ে দেখব আমরা!”
আরও পড়ুনঃ ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করবেন না! ফিরিয়ে দিয়েছিলেন ব্লকবাস্টার বলিউড ফিল্মে নায়িকার অফার! কোয়েল মল্লিকের এই দৃষ্টান্তমূলক সিদ্ধান্তের কারণ জানেন?
খোদ পরিচালকও তাদের বিয়ে নিয়ে মজা করে বলছেন, “নিজেকে বিয়েবাড়ির কর্তা মনে হচ্ছে, কত সম্পর্ক আর কত বিয়েই যে দেখলাম!” তবে যতই সমালোচনা হোক না কেন, অভিষেক-শার্লির বিয়েটা কিন্তু কাল হচ্ছেই! আর এটাই আশা করা যায় তাঁদের এই সস্পর্ক অটুট থাকবে এবং সমাজ মাধ্যমে কটাক্ষকারীদের ধারণা ভুল প্রমাণ করে তারা আদর্শ দম্পতির উপমা হয়ে উঠবে। আমাদের শুভকামনা রইল এই হবু দম্পতির জন্য!