অভিনয় ও মাতৃত্বের ভারসাম্য রক্ষা করা চাট্টিখানি কথা নয়! আর সেই কঠিন রাস্তাই এবার বেছে নিয়েছেন কাঞ্চনপত্নী, ‘শ্রীময়ী চট্টরাজ’ (Sreemoy Chattorajee) । কিন্তু নিজের সন্তান কৃষভিকে নিয়ে এক সাক্ষাৎকারে করা মন্তব্যে যেন আগুনে ঘি ঢেলে দিলেন তিনি! এক সাক্ষাৎকারে শ্রীময়ী স্বীকার করে নিলেন, বাস্তবে তাঁর মেয়ের প্রকৃত মা-বাবা হচ্ছেন তাঁর মা-বাবা, অর্থাৎ কৃষভির দাদু-দিদা! কারণ তিনি ও কাঞ্চন দু’জনেই কাজের চাপে বাড়ির বাইরে থাকেন, তাই মেয়েকে বড় করছেন দিদাই।
ব্যস, আর কে দেখে! এই কথাতেই সমাজ মাধ্যমে ধেয়ে এসেছে সমালোচনার ঝড়। “মায়ের শিক্ষা আলাদা”—এই কথাটির পরেই শ্রীময়ী জানান, তাঁর ইচ্ছে ছিল মেয়ে একটু বড় হলে তবে কাজে ফিরবেন। কিন্তু হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে চাননি, তাই ছয় মাস না পেরোতেই শ্যুটিং সেটে ফেরেন। কৃষভিকে দিদার কাছেই রেখে নিশ্চিন্তে কাজে ফিরেছেন অভিনেত্রী। যদিও নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী শ্রীময়ী, তবু এ নিয়ে নেটপাড়ার একাংশ বলছে, “ পায়ের লক্ষ্মী পরের কথা, ঘরের লক্ষ্মীকেই অবহেলা করছেন!”
কেউ কেউ বলেছেন, “আজ যেই হাতের লক্ষ্মীর জন্য বাইরে গেছেন, কাল অন্য কেউ এসে যদি কৃষভির মা হতে চায় তখন কি করবেন?” সমালোচনার ঝড় উঠেছে আরও একটি বক্তব্য ঘিরে। শ্রীময়ী বলেন, “যতই পরিচারিকা রাখুন না কেন, মায়ের মতো শিক্ষা কেউ দিতে পারে না!” তাই তিনি মেয়েকে নিজের মায়ের কাছেই রেখে নিশ্চিন্ত। এই মন্তব্যকে ঘিরে কেউ বলছেন, “আপনার যদি মা না থাকতেন তখন বুঝতেন একা বড় হওয়ার যন্ত্রণা”। কেউ বলছেন, “মেয়েকে ছেড়ে দিয়ে ক্যামেরার সামনে মুখ দেখাতে কষ্ট হয় না?”
নেটিজেনদের মতে শুধুমাত্র অভিনেত্রী সত্তাকে বাঁচাতেই এভাবে দুধের শিশুকে দায়িত্বহীনভাবে ছেড়ে দেওয়া, মাতৃত্বের নামে কলঙ্ক! তবে শ্রীময়ীর সমর্থনেও অনেকেই কথা বলেছেন। তাঁদের মতে, “আজ হোক বা কাল, কাজেই ফিরতে হতো। একমাত্র মা হওয়া মানেই কেরিয়ার বিসর্জন দিতে হবে সেটা নয়।” কেউ কেউ বলছেন, “শিশুর অভ্যস্ততা ছোট থেকেই গড়ে তোলা ভালো, না হলে বড় হলে মায়ের থেকে আলাদা হলে আরও কষ্টে।” তাঁদের মতে শ্রীময়ী নিজের অভিজ্ঞতাই শেয়ার করেছেন।
আরও পড়ুন: উন্মুক্ত পোশাকে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো অস্মি, লেখার! ‘ধর্মীয় মূল্যবোধে আঘাত’, ‘শালীনতা বলে কি কিছু জানা নেই?’ সমাজ মাধ্যমে ছবি পোস্ট করেই নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী!
আর মায়ের হাতে সন্তান ছেড়ে যাওয়া অন্যায় নয়, বরং নিরাপদ। তবুও প্রশ্ন একটাই—কীভাবে একজন মা এমন খোলাখুলি ভাবে বলেন, “আমার মেয়ের আসল মা আমার মা”? এই কথাটিই যেন অনেকে মেনে নিতে পারছেন না।কাঞ্চনের মেয়ের প্রথমবার মুখ দেখানোর পরেই এই বিতর্ক যেন আরও উত্তেজনা বাড়িয়ে দিল সকলের মধ্যে। ভবিষ্যতে আবার কৃষভির মুখ দেখার অপেক্ষায় দর্শক, কিন্তু তার আগেই ট্রোলের মুখে পড়ে গেলেন মা শ্রীময়ী! আপনাদের কি মত? কাজ আগে, না মাতৃত্ব?