করোনা পরবর্তী অধ্যায়ে পুষ্পার মত দক্ষিণ ভারতীয় ছবিকে আটকাতে বাংলা সিনেমায় জোয়ার! আসছে পরপর ৮টি সিনেমা

বিগত দুবছর করোনা মহামারীর জেরে যে ক্ষতির মুখে পড়েছিল বাংলা বিনোদন জগৎ এবার সেই ক্ষয়পূরণের লক্ষ্যে এগোচ্ছে ইন্ডাস্ট্রি। এবার তাই একে একে ৮টি সিনেমার জোয়ার আসছে বাংলা সিনেমায়।টলিউড কাঁপাতে একগুচ্ছ দুর্দান্ত বাংলা ছবির নাম এসেছে প্রকাশ্যে। রীতিমতো ‘কোনটা ছেড়ে কোনটা দেখি’ ব্যাপার।

এক্স = প্রেম, দ্য একেন, হত্যাপুরী, কুলের আচার, খেলা যখন, ব্যোমকেশ, কর্ণসুবর্ণের গুপ্তধন এবং বল্লভপুরের রূপকথা এই ৮টি সিনেমায় এবার পরবর্তী টলিউডের বেঁচে থাকার রসদ হয়ে উঠতে পারে।

abir chatterjee

সৃজিত মুখার্জী পরিচালিত এক্স = প্রেম আসছে আগামী মাসের ১৩ই মে। হইচই ওটিটি প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার বড়ো পর্দায় খেল দেখতে আসছে দ্য একেন। আগামী ১৪ই এপ্রিল মুক্তি পেতে চলেছে। মূল চরিত্রে সেই অনির্বাণ চক্রবর্তীকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত একেন ফ্যানেরা। এসভিএফ এর প্রযোজনায় এবার বড়ো পর্দায় আসছে ফেলুদা। পোস্টের রিলিজ হতেই উত্তেজনা ফেলুদাপ্রেমীদের মধ্যে।

abir chatterjee

সন্দীপ রায়ের এই সিনেমা আগামী ২৩ ডিসেম্বর রিলিজ হচ্ছে জানা গেলেও কে হচ্ছেন ফেলুদা তা নিয়ে বেশ চিন্তায় দর্শক। ‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হতেই এবার বড়ো পর্দায় দজ্জাল শাশুড়িমা হিসাবে কুলের আচার নিয়ে আসছেন ইন্দ্রানী হালদার। আগামী ৩রা জুন মুক্তি পাচ্ছে ছবি।

অরিন্দম শীল পরিচালিত খেলা যখন আগামী ১লা জুলাই মুক্তি পেতে চলেছে। মূল চরিত্রে মিমি চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী। সত্যান্বেষীদের জন্যে সুখবর।

abir chatterjee abir chatterjee

abir chatterjee

মুক্তি পেতে চলেছে ব্যোমকেশের আরও একটি ছবি। ছবিতে ব্যোমকেশের চরিত্রে থাকছেন আবির চ্যাটার্জী। ১১ই অগাস্ট মুক্তি পাওয়ার সম্ভাবনা। আবির চ্যাটার্জীর আরও একটি রহস্য রোমাঞ্চে ভরপুর ছবি সম্ভবত আসছে ৩০শে সেপ্টেম্বর। নাম কর্ণসুবর্ণের গুপ্তধন।মন্দারের পর আবার পরিচালকের ভূমিকায় অনির্বাণ। এবছরের ২১শে অক্টোবর আসছে বল্লভপুরের রূপকথা।