“মা হতে চাইলে যেমন উৎসাহ দেন, কেউ না হতে চাইলেও তাকে উৎসাহ দিতে হবে”, “মাতৃত্বে বয়স নয় প্রয়োজন মানসিকতার” অকপট পিয়া

২০২৩ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার সংসার পাতেন মনোসামাজিক কর্মী ‘পিয়া চক্রবর্তী’ (Piya Chakraborty) এবং অভিনেতা ‘পরমব্রত চট্টোপাধ্যায়’ (Parambrata Chatterjee) । চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান পিয়া, পরমব্রতর জীবনসঙ্গিনী। জুন মাসে আসছে তাঁদের জীবনের নতুন অতিথি। এই বিশেষ অধ্যায় শুরু হওয়ার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছেন তিনি। তবে জীবনের পথে নিজের ছন্দে চলাই পিয়ার মূলমন্ত্র। তাই জীবনের অনেক বছর কেটে গেলেও মা হওয়ার সিদ্ধান্ত নেননি তাড়াহুড়ো করে।

অধিকাংশ নারীরাই ছোটবেলা থেকে মা হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু পিয়ার ক্ষেত্রে বিষয়টি ছিল একেবারেই আলাদা। কখনওই মাতৃত্বকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে দেখেননি তিনি। বরং নিজের শরীর, মন এবং পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া তৈরি হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেবেন বলে ঠিক করেন। তাঁর মতে, “মা হওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া যায় না। সেটা নির্ভর করে নারীর নিজের মানসিক অবস্থা ওপর।” আর সেই কারণেই তিনি মনে করেন, বেশি বয়সে মাতৃত্বের সিদ্ধান্ত অনেক গ্রহণযোগ্য।

বয়স নিয়ে সমাজের নানা মন্তব্য পিয়াকেও আঘাত করেছে। “এখন মা হওয়া উচিত নয়” কিংবা “অনেক দেরি হয়ে গিয়েছে, আর কবে?”— এই ধরনের মন্তব্যে তিনি কখনোই পাত্তা দেন না। বরং তাঁর কর্মসূত্রের অভিজ্ঞতা থেকে বললেন , “পরিণত বয়সে মা হলে সিদ্ধান্ত অনেকটা সহজ হয়। অনেক মহিলার সঙ্গেই কথা হয়েছে, যাঁরা কম বয়সে সন্তান নিয়ে পরে আফসোস করেছেন।” তাই তিনি বিশ্বাস করেন, সময় নিয়ে নিজেকে বুঝে নিয়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত হওয়াই অধিক যুক্তিসম্মত।

মা হওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েও যেভাবে সমাজের নানা স্তরে আলোচনার ঝড় ওঠে, তা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন পিয়া। তাঁর মতে, “এক জন নারী চাইলে মা হতে পারেন, আবার না চাইলে সেটাও একান্তই তাঁর ব্যক্তিগত অধিকার। যেভাবে মা হওয়ার সিদ্ধান্তকে সম্মান জানানো হয়, তেমনভাবেই মা না হওয়ার সিদ্ধান্তকেও করা উচিত। নারীর পছন্দ, অপছন্দ ও স্বাধীনতাই তার জীবনের আসল ভিত্তি।”

আরও পড়ুনঃ এবার রত্না ঘোষালের দেখানো পথেই হাঁটলেন অনামিকা সাহা! অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ানোর পথে বর্ষীয়ান অভিনেত্রী! কি কারণে এই সিদ্ধান্ত?

তবে এই মুহূর্তে পিয়া মাতৃত্বকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত। পরমব্রতর সঙ্গে সন্তানের জন্য কী কী প্রয়োজন, সেই তালিকা তৈরি করছেন। তবে কড়া মা হবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিয়া। ফোন, সমাজ মাধ্যমের মতো জিনিস থেকে সন্তানকে দূরে রাখার পক্ষে তিনি। আবার, পরমব্রতর নরম স্বভাবের কথাও তুলে ধরেছেন হাসিমুখে। তাঁদের পোষ্য সারমেয় ‘নিনা’ আর বিড়াল ‘বাঘা’র সঙ্গে নতুন সদস্য বড় হবে ভালবাসার পরিবেশে, এমনটাই আশাবাদী এই তারকা দম্পতি।