এবার রত্না ঘোষালের দেখানো পথেই হাঁটলেন অনামিকা সাহা! অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ানোর পথে বর্ষীয়ান অভিনেত্রী! কি কারণে এই সিদ্ধান্ত?

বিনোদন জগতে নতুন প্রজন্মের ভাষা এবং কাজের ধরণ অনেকটাই পাল্টে গেছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে গিয়ে আজ ক্লান্ত প্রবীণ অভিনেত্রী ‘অনামিকা সাহা’ (Anamika Saha)। দীর্ঘদিন ধরে টলিউডের (Tollywood) সাথে যুক্ত থাকলেও আজকাল কাজ নেই বললেই চলে। বয়সের ভার বা সময়ের অভাব কিংবা মন থেকে না চাওয়ার কারণেই হোক, এবার ধীরে ধীরে অভিনয় জীবন থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন অভিনেত্রী।

এই মুহূর্তে ‘তেঁতুলপাতা’ (Tentulpataa) ধারাবাহিকে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেলেও, ভবিষ্যতের পরিকল্পনা যে অন্যরকম, স্পষ্ট করে দিলেন এদিন। সম্প্রতি আর এক বর্ষীয়ান অভিনেত্রী ‘রত্না ঘোষাল’ (Ratna Ghoshal) জানিয়েছিলেন অভিনয় থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত, তখন অনেকেই অবাক হলেও এটা যে উচিৎ পদক্ষেপ, তা এবার স্বীকার করে নিলেন অনামিকা সাহাও। তিনি অকপটে বললেন, বর্তমান প্রজন্মের সঙ্গে কাজ করতে গিয়ে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য।

Anamika Saha

রত্নার সিদ্ধান্তকে যথার্থ বলেই মনে করছেন তিনি। এবার নিজেও ভাবছেন অভিনয় থেকে সরে যাওয়ার কথা। যদিও এখনই পাকাপাকিভাবে কিছু স্থির করেননি, কিন্তু মন থেকে আর টান অনুভব করেন না ছোট পর্দার প্রতি। তবে অভিনয় ছাড়ার সিদ্ধান্তের পেছনে শুধুই কাজের ক্লান্তি নয়, রয়েছে একাকিত্বের ছায়া। অভিনেত্রীর মেয়ে পেশায় অধ্যাপিকা, থাকেন কলকাতার বাইরে ফলে অনামিকা সাহা এবং তাঁর স্বামীকে থাকতে হয় ফাঁকা বাড়িতে, নিঃসঙ্গতার মধ্যে।

একাকীত্ব দূর করতেই সেই কারণেই শুটিং এর সদস্যরা এখন তাঁর কাছে অনেকটা পরিবার হয়ে উঠেছে। সহ-অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে গল্প, আড্ডা, হাসি-মজা, এসবই যেন তাঁর একঘেয়ে জীবনে কিছুটা স্বাদ বদল করে। তাই পুরোপুরি কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। তবে ছোটপর্দা নিয়ে উৎসাহ যতটা কমেছে, বড় পর্দার প্রতি আগ্রহ এখনও রয়েছে তাঁর মধ্যে।

আরও পড়ুনঃ আদি-শুভর মধ্যে শত যুদ্ধের শেষেও জীবনে বইলো শান্তির হাওয়া! ভালোবাসায় একে অপরকে জড়িয়ে ধরলো! মোহনা কী ভাঙতে পারবে তাদের দৃঢ় বন্ধনকে? নাকি ব্যর্থ হবে সে?

অরিত্র মুখোপাধ্যায়ের আগামী একটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনামিকা সাহাকে, এমনটাই জানা গেছে। মানে, ক্যামেরার সামনে দাঁড়ানোর খিদে এখনও শেষ হয়ে যায়নি তাঁর। কিন্তু সেটা যেন এখন নিজের তাগিদে নয়, বরং একাকীত্ব বড় কঠিন, আর অভিনয়ই যেন সেই কষ্টকে ভুলিয়ে রাখার একমাত্র ওষুধ। এখন দেখার, ছোট পর্দা থেকে মুখ ফিরিয়ে নিয়ে বড় পর্দাকে নিজের শেষ গন্তব্য বানাতে পারেন কিনা অনামিকা সাহা।

You cannot copy content of this page