টিআরপির লড়াইয়ে এই সপ্তাহে ‘পরশুরাম’-এর বাজিমাত! আবারও পিছিয়ে পড়ল ‘পরিণীতা’! নতুন চমকে সেরা পাঁচে ‘গৃহপ্রবেশ’! প্রথম সপ্তাতেই ছক্কা হাঁকালো ‘বুলেট সরোজিনী’?

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে টিআরপি তালিকা মানেই রুদ্ধশ্বাস এক অপেক্ষার নাম। প্রতি সপ্তাহে কোন ধারাবাহিক এগিয়ে, কে পিছিয়ে সেটা জানার কৌতূহল থাকে সবার। এবার ১৫ মে প্রকাশিত হল মে মাসের তৃতীয় সপ্তাহের টিআরপি তালিকা (TRP)। আর সেখানে দেখা গেল, স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayok) 6.8 রেটিং নিয়ে দখল করেছে প্রথম স্থান! এককথায় স্টার জলসার এবং এই ধারাবাহিকের জন্য এ যেন এক নতুন বিপ্লব।

আবারও দ্বিতীয় স্থানে নামল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), যার রেটিং এই সপ্তাহে ৬.৫। গত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার থাকা এই ধারাবাহিকের সামান্য পিছু হটলেও তার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। দুর্গা ও জগদ্ধাত্রী অভিনয় এবং গল্পের নতুন মোড় এখনও দর্শকদের টানছে। তবে ‘পরশুরাম’-এর গল্প এবং চরিত্রদের অভিনয় হয়তো দর্শকদের নতুন কিছু দেখার খিদে মিটিয়েছে।

তৃতীয় স্থানে এবার যুগ্মভাবে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’ (Phulki) এবং ‘পরিণীতা’ (Parineeta), দুটিরই রেটিং ৬.৩। ‘ফুলকি’-তে রাজবাড়ির কাহিনি এবং অতীতের রহস্য দর্শকদের মনে নতুন কৌতূহল তৈরি করেছে। অন্যদিকে, ‘পরিণীতা’তে পারুল-রায়ানের সম্পর্কের নতুন মোড় ও নিখুঁত অভিনয়ের দৌলতে এখনও টিআরপি রেসে শক্ত জায়গা ধরে রেখেছে। তবে উভয় ধারাবাহিকের ক্ষেত্রেই গল্পে বড় মোড় এখন জরুরি বলে মনে করছেন অনেকে।

স্টার জলসার ‘রাঙামতি’ (Rangamati) এবার চতুর্থ স্থানে (6.2)। গল্পের পটভূমি ও চরিত্রের দারুন অভিনয়ে এই ধারাবাহিক এক ধরণের ভিন্ন স্বাদ এনে দিচ্ছে দর্শকদের। যদিও টিআরপি কমে গিয়েছে সামান্য, তবে ধারাবাহিকটির গল্প ও চরিত্র নির্মাণ এখনও দর্শকদের আগ্রহ বজায় রাখছে। সেই তুলনায় বড়সড় চমক দেখা গেল পঞ্চম স্থানে থাকা ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) নিয়ে— ৫.৪ রেটিং নিয়ে প্রথমবার সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এই স্টার জলসার এই ধারাবাহিকটি।

নতুন ধারাবাহিক হিসেবে নজর কেড়েছে ‘বুলেট সরোজিনী’ (Bullet Sarojini)। ওপেনিং সপ্তাহে তার রেটিং ২.২—যদিও অনেকেই বলছেন, এর ভিন্নধর্মী নারীপ্রধান গল্প ভবিষ্যতে আরও জমতে পারে। এছাড়াও, জি বাংলার ‘আনন্দী’ (Anondi) ২.১ রেটিং পেয়ে ট্রেন্ডিং তালিকায় নিজের জায়গা নিশ্চিত করেছে। সামগ্রিকভাবে বলাই যায়, এই সপ্তাহের টিআরপি তালিকায় স্টার জলসা ও জি বাংলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ফের একবার প্রমাণ করল বাংলা টেলিভিশনের দর্শকদের রুচির বৈচিত্র্য।

আরও পড়ুনঃ “মাতৃত্বের চার বছরে এসে এই আক্ষেপ থাকবে ভাবিনি!”— ছেলের জন্মদিনেও অধরা রইল মায়ের আলিঙ্গন! চোখের জল চেপে শুটিং ফ্লোরে সোনালী! রয়েছে শুধুই আক্ষেপ

এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা — TRP list of Bengali Television for 3nd Week of May, 15th May | Thursday•• (15+ Urban M+F BT)•• পরশুরাম 6.8 2nd •• জগদ্ধাত্রী 6.5 3rd •• ফুলকি, পরিণীতা 6.3 4th •• রাঙামতি 6.2 5th •• গৃহপ্রবেশ 5.4 Trending •• বুলেট সরোজিনী (Opening) 2.2 আনন্দী 2.1