শত ঝামেলা-অশান্তির মাঝেও কমলিনীর সংসারে এলো খুশির খবর। স্টার জলসার চিরসখা ধারাবাহিকে আজকের এপিসোডে দেখা যাবে, অনন্যারা এসেছে কমলিনীদের বাড়িতে যে, সে যেনো স্বতন্ত্রকে বিয়েতে রাজি করায়। অনন্যা কোথায় কোথায় সেই জন্মদিনের কথা তুলে নিজের হয়ে সাফাই দেয় যে, সেদিন তাঁরা ইচ্ছা করেই কমলিনীদের ভিতরে ঢুকতে দেয়নি। কারণ, তখন তাঁদের বুবলাইয়ের জন্য বাড়ির অবস্থা খারাপ ছিল তাই।
এরপর, কথায় কথায় ডল বলে সেই আসল কথা যার জন্য এই বাড়িতে এসেছে। এরই মধ্যে, ডল বলে কমলিনীদি তার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে যায়নি বলেই তাকে বাধ্য এখানে আসতে হয়েছে। ডল বলে, কমলিনী যেন নতুনদাকে এবার ঘরবাসী অর্থাৎ বিয়ের জন্য রাজি করায়। ডল আরও বলে, নতুনদাকে শেষ বয়সে দেখার জন্য কোনো একটা মানুষ চাই।
এমন সময়ে ডল বলে, তার মনে হয় এই বাড়িতে বুবলাই আর নতুনদাকে আসতে দেবে না। কিন্তু, এই শুনে মিটিল বলে তাঁদের ভুল হচ্ছে। এই বাড়িটা নতুন কাকুর, কাকিমাদের লিখে দিয়েছে ঠিকই। কিন্তু, এটা আসলে নতুন কাপড় তাই সে যখন হোক আসতে পারে। এরই মধ্যে, ঠাম্মি বলে ওঠে সে অনেকদিন ধরেই চাইছে নতুনকে বাড়িটা দিয়ে দেবে।
এরপর, বাড়ির কাদের কাছে থাকবে তার জন্য ভোট করার কথা বলে মিটিল। যেদিকে, ভোট বেশী থাকবে সেই ব্যবস্থাই নেওয়া হবে। এরপর, ডল আবারও নতুনকে নিয়ে কথা বলতে থাকে। ডল কমলিনীকে বলে, সেই নাকি এতদিন নতুনকে নিয়ন্ত্রণে রাখত?
এই কথা শুনে কমলিনী বলে, সে অনেকবার তাঁকে বিয়ের জন্য রাজি করাতে চেয়েছিল কিন্তু সে’ই বিয়ে করতে চায়নি।
আরও পড়ুনঃ ফ্লার্টের সংস্কৃতি মানতে পারেননি, বলিউডে একা লড়েছেন মৌসুমী চ্যাটার্জী! আপোস করেননি মর্যাদার সঙ্গে, ছেড়েছেন চরিত্র! নায়কের অহংকারের কাছে মাথা নত নয়, বরং চড় মেরে সম্মানের পথেই চলেছেন তিনি!
এরপর, কথায় কথায় কমলিনী বুবলাইকে ধুয়ে দিল। কমলিনী বলল, সে সারাক্ষণ বউয়ের সঙ্গে ঘরে দরজা দিয়ে থাকে। তার বউ একটুও রান্নাঘরে যায় না, বর্ষাই তার মাথাটা খাচ্ছে। তাই, এখন যা নয় তাই বলে যায়। এরপর, কমলিনী ডলকে বলে, সে কোনো বিয়ের কথা নতুনকে বলবে না। এই শুনে অনন্যা তাঁকে নির্লজ্জ বলল।
এরপর, আরও নানা কথার আজ যোগ্য জবাব দিল কোমলিনী। এমনকি, সে ডলকে নতুন ঠাকুরপোর অযোগ্যও বলে। এত অপমান সহ্য করতে না পেরে অনন্যা তাকে বলে, এখনও তার নতুনের প্রতি মোহ কাজ করে? এরপর, আরও নানা কথায় মিঠি, বাবিন তার মাকে সমর্থন করে এবং অনন্যাদের কথা শোনায়। এরপর, হঠাৎই বাড়িতে চলে আসে স্বচন্ত্র আর এসে একটা খুশির খবর দেয়। নতুন জানাই বুবলাই এর বিয়েতে তোলা বৌঠানের ফটো এক প্রতিযোগিতায় সিলেক্ট হয়েছে এবং তার জন্য সে অনেক টাকা পুরস্কার পাবে।