পেট বের করে অহনার মাতৃত্বকালীন ফটোশ্যুট! স্বামী দীপঙ্করকে পাশে রেখে বেবিবাম্প শো-অফ! রুচি নিয়ে প্রশ্ন তুলল নেটিজেনরা! ‘পেট দেখানোই কী মাতৃত্বের উদযাপন?’ ‘যা না স্বামী! মাকে কষ্ট দিয়েছে, নিজে টের পাবে এবার!’— অহনার ছবি দেখে কটাক্ষের ঝড়!

চলতি বছরেই মাতৃত্বের সুখবর দিয়ে চমকে দিয়েছিলেন ছোটপর্দার ‘মিশকা’ অর্থাৎ ‘অহনা দত্ত’ (Ahona Dutta)। সমুদ্র সৈকত থেকে স্বামী দীপঙ্করের সঙ্গে ছবি শেয়ার করে জানান তিনি মা হতে চলেছেন (Pregnant)। নিজের প্রথম ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তেই (Anurager Chhowa) প্রেম। সেই প্রেম থেকেই পরিণয় আর এখন নতুন অধ্যায়, মা হওয়ার পথে। যদিও এই সম্পর্কের প্রথম দিন থেকেই তা ছিল একরাশ বিতর্কে ঘেরা। কারণ অহনার থেকে অনেকটাই বড়, এবং ডিভোর্সি দীপঙ্করকে মেনে নিতে পারেননি অহনার মা।

ফলত, বিয়ে থেকে সন্তান— সবটাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে মা-মেয়ের সম্পর্ক না রেখেই। তবে এসব তো পুরনো খবর। নতুন করে আলোচনায় অহনা তাঁর সাম্প্রতিক ‘মাতৃত্বকালীন ফটোশ্যুট’ নিয়ে। দীপঙ্করের সঙ্গে মাতৃত্বের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী। ব্লেজারের নিচে খোলামেলা বেবি বাম্প, কোমরে হাত রেখে টারটলনেক পরা অহনা যেন নতুন ‘মা’দের অনুপ্রেরণা হতে চাইছেন! কারো মতে এটি মাতৃত্বের উদযাপন, তবে বেশিরভাগ মানুষদের মতে এটি “পেট দেখানোর প্রতিযোগিতা”!

এদিন সমাজ মাধ্যমে ফটোশ্যুটের একগুচ্ছ ছবি প্রকাশ করতেই, শুরু হয়েছে নতুন সমালোচনা। এক জনের মতে, “তারকারা পেট না বের করলে বুঝি মাতৃত্বকালীন ছবি উঠানো সম্পূর্ণ হয় না!” কেউ আবার ভিন্ন সুরে বলেন, “মা হবি ঠিক আছে, তাতে এইভাবে পেট দেখিয়ে কি বুঝাতে চাস? নিজের মায়ের মনে যে কষ্ট দিয়েছিস, এবার মা হয়ে বুঝবি কষ্ট কাকে বলে।” অন্য এক দর্শক তো সরাসরি বলেই দিলেন, “এই ছেলেটাকে বিয়ে করেছিস? রুচিটা তো বোঝা গেল!”

তবে সবচেয়ে কড়া মন্তব্য এসেছে একজনের কাছ থেকে, “মাতৃত্বকে যারা শো অফের রূপে দেখায়, তারা আসলে গোটা নারী জাতিকেই অপমান করে। আজকালকার কিছু তারকা প্রেগন্যান্সিকে সস্তা পাবলিসিটি স্টান্ট বানিয়ে ফেলেছে। ধিক্কার জানাই।” আবার কেউ বলেছেন,”আমি ওহনার রুচির চিন্তা করি, ওনার রুচিটা এতো খারাপ মাকে কষ্ট দিয়ে এমন একটা ছেলেকে বিয়ে করেছে যাকে দেখতে এতটা খারাপ, কি রুচিরে বাবা!”

আরও পড়ুনঃ বলিউড নয়, টলিউডই পছন্দ! কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুলভুলাইয়া ৩’ থেকে সঞ্জয় লীলা ভন্সালীর ‘হীরামন্ডি’র অফার ফিরিয়ে দিয়েছিলেন ঊষসী! কেন সুযোগ পেয়েও হাতছাড়া করেন? অকপট অভিনেত্রী!

স্পষ্ট ভাষায় একজন বলেছেন,”মাতৃত্ব মেয়েদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করে। কিন্তু কিছু কিছু সস্তা তারকার জন্য প্রেগনেন্সি আজকাল খেলার পুতুল হয়ে গেছে।” শেষমেশ, দর্শকদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এটাই বলা যায়, “কিছু জিনিস বা অনুভূতি গোপনেই ভালো।” তবে দিনশেষে মাতৃত্ব একান্তই ব্যক্তিগত অনুভূতি, তাকে প্রকাশ করবেন কিনা সেটা একান্তই তারকাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।

You cannot copy content of this page