বিতর্ক পেরিয়ে পাহাড়ে নির্লজ্জ প্রেম কাঞ্চন-শ্রীময়ীর! ডিভোর্স, সন্তান, কটাক্ষ—সব ভুলে কাঞ্চন এখন শ্রীময়ীর সঙ্গে এক বিছানায় মধুচন্দ্রিমায় ব্যস্ত! “মুখ দেখাবার মত একটুও সংকোচ নেই, এত নির্লজ্জতা আসে কোথা থেকে?”—সমাজ মাধ্যমে ভাইরাল ছবি ঘিরে নেটিজেনদের কটাক্ষ!

বর্ষার ছুটিতে শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের শান্তির খোঁজে বেরিয়ে পড়েছেন ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mullick)‘শ্রীময়ী চট্টোরাজ’ (Sreemoyee Chattoraj)। সমাজ মাধ্যমে শেয়ার করা একাধিক ছবিতে ধরা পড়েছে কালিম্পং থেকে লাভা অঞ্চলের আশেপাশে দুজনে সময় কাটাচ্ছেন একান্তে। শ্রীময়ীর পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ট্রেনে তাঁর মায়ের সঙ্গে ছোট্ট কৃষভিকেও। অন্য একটি ছবিতে দেখা গেল, ট্রেনের লোয়ার বার্থে পাশাপাশি শুয়ে প্রেম করছেন কাঞ্চন-শ্রীময়ী।

কখনও জানলার ধারে বসে, আবার কখনও গাড়ির ভেতর থেকে পাহাড়ের বৃষ্টিভেজা সৌন্দর্য উপভোগ করছেন তাঁরা। বিতর্ক? কুৎসা? ট্রোল? – এসব নিয়ে কার মাথাব্যথা! প্রেমে অন্ধ কাঞ্চন-শ্রীময়ী শুধু ভালোবাসতে জানে, তাও নির্লজ্জের মতন পাবলিকলি! ডিভোর্স, প্রথম সন্তানকে অস্বীকার, সামাজিক সমালোচনা—সব পেছনে ফেলে পাহাড়ি হাওয়ায় প্রেমে হেলেদুলে বেড়াচ্ছেন এই দম্পতি। বর্ষার কালিম্পং যেন হয়ে উঠেছে কাঞ্চন-শ্রীময়ীর প্রেমের ডেস্টিনেশন!

কেউ কেউ বলছেন, “এতসব ঝড়ঝঞ্ঝার পরেও এমন নির্লজ্জ মেজাজে ঘোরাফেরা! এত সাহস কোথা থেকে আসে?” কেউ লিখেছেন, “তবে কি কৃষভির ভাইবোন আসার ইঙ্গিত?” পাহাড়ের বৃষ্টিতে কাঞ্চন-শ্রীময়ী যেন নতুন প্রেমে ব্যস্ত। সেই দেখেই সমাজ মাধ্যমে প্রশ্ন উঠছে, “এতটা মাতামাতি করতে গেলে, বিবেকটাকে বাড়িতেই রেখে যেতে হয় নাকি? সমাজ মাধ্যমে একগাল হেসে ছবির পোস্ট, পাহাড়ে গিয়ে হাত ধরে হাঁটা—তবে কি ভুলে গেছেন যে পেছনে একগাদা বিতর্ক, বিচ্ছেদ আর একজন একাকী মা রয়েছেন?”

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনের দ্বিতীয় পক্ষের স্ত্রী, আজও একা হাতে ছেলে ওশকে বড় করছেন। না, হিরোইনের মত শুটিং নেই, হিমালয় ভ্রমণ নেই, শুধু আছে বাস্তব জীবনের স্ট্রাগল। আর এদিকে কাঞ্চন এখন যেন ফিল্মি হিরোর মত, পাহাড়ে গিয়ে বৃষ্টিভেজা জানলায় প্রেমের পোজে। মেয়ে কৃষভিকে নিয়ে ঘোরা, শ্রীময়ীর পাশাপাশি শুয়ে একচোখে অন্যজনকে দেখা, এসব দেখে নেটিজেনদের কপালে ভাঁজ পড়াই স্বাভাবিক। সবচেয়ে বড় প্রশ্ন—একজন সন্তানকে আপনি প্রকাশ্যে ছেলে বলেই মানেন না, অথচ নতুন সংসারে আপনি আদর্শ বাবা?

ওশ, যার মধ্যে অর্ধেক আপনারই রক্ত বইছে, তাকে নিয়ে কোনও টান না থাকলেও, কৃষভির জন্য রীতিমত পাহাড় ঘুরছেন! সবচেয়ে লজ্জার জায়গা—আপনি যে ছেলেকে জন্ম দিয়েছেন, তাকেই মানেন না, অথচ নতুন সন্তানের সাথে আদর্শ পিতৃত্বের নাটক? বিচ্ছেদের একমাসের মাথায় কোর্ট ম্যারেজ আর তিনমাসের মাথায় সাতপাকে, কাঞ্চন-শ্রীময়ীর প্রেম অনেকের কাছে আজও অস্বাভাবিক। এই প্রেমগাথা এত তাড়াতাড়ি যে ঘটল, তাতে যেন কেউ ‘পিছনে ফেলে আসা অধ্যায়’ নিয়ে ভাবতেই ভুলে গেছেন।

আরও পড়ুনঃ চন্দ্রর গোপন প্রেমের কথা ফাঁস করল কমলিনী! নিজের দোষ ঢাকতে অবলীলায় সকলের সামনে নাটক করে গেল চন্দ্র! কিন্তু, কমলিনী কি এই নাটকের পিছনের আসল সত্যিটা বের করতে পারবে?

আর ভাববেই বা কেন? সমাজ মাধ্যমে ভেসে আসছে একের পর এক কটাক্ষ। দর্শকের মনে প্রশ্ন—কাঞ্চন মল্লিক আদতে সংসার গড়েন? কাঞ্চনের এই দ্বিচারিতায় তেতে উঠেছেন দর্শক। পিঙ্কির নাম না নিয়েও শ্রীময়ীর একের পর এক পোস্ট যেন ‘জয়ী ঘরনি’র ট্রফি প্রদর্শন। সমাজে মুখ দেখাবার মত একটুও সংকোচ নেই কাঞ্চন-শ্রীময়ীর চোখেমুখে। একগাল হেসে হোটেল রুমে পোজ, বৃষ্টিভেজা পাহাড়ে প্রেম—এ যেন বাস্তবকে ছাপিয়ে ‘নির্লজ্জতার পাহাড়’।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।