“খুব তাড়াতাড়ি ফিরছি পর্দায়!”— প্রায় ৪ মাস পর, ফেরার ইঙ্গিত দিলেন পল্লবী! তবে কোন চরিত্রে করবেন কামব্যাক? কোন চ্যানেলে প্রাইম টাইমে আসছেন টেলিকুইন?

টেলিকুইন অভিনেত্রী ‘পল্লবী শর্মা’কে (Pallavi Sharma) শেষবার দর্শকরা দেখেছেন জি বাংলার ‘নিমফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে ধারাবাহিকটি। সেই হিসেবে প্রায় চার মাস ধরে টেলিভিশন পর্দা থেকে দূরে তিনি। একটানা অভিনয়ের পর আপাতত নিজের মতো করে সময় কাটাচ্ছেন পল্লবী।

ব্যস্ত শিডিউলের মাঝেও অবশেষে নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে পেরেছেন তিনি, যা তাঁকে মানসিকভাবেও স্বস্তি দিচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পল্লবী জানান, একবার কাজ শুরু হলে ছুটি নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এই ফাঁকে নিজের দিকে নজর দেওয়ার ইচ্ছেই বেশি। খুব ঘুরতে ভালোবাসলেও এ বছর দেশের পরিস্থিতি কিছুটা অনিশ্চিত হওয়ায় তিনি বড় কোনও ট্রিপে যাননি।

তবে তার মধ্যেও কয়েক দিনের জন্য নেপালে ঘুরতে গিয়েছিলেন তিনি। এই স্বল্প সময়ের ট্রিপই যেন তাঁর জীবনে রিফ্রেশমেন্টের মতো কাজ করেছে। পল্লবী বলছেন, ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই নতুন কাজের প্রস্তাব আসছে। তবে এখনই নতুন কোনও প্রজেক্টে জড়ানোর পরিকল্পনা নেই তাঁর। বরং তিনি চান, মন এবং শরীর— দুইকেই একটু বিশ্রাম দেওয়া হোক।

শুটিং চলাকালীন যে ধরণের মানসিক চাপ তৈরি হয়, তা সামাল দিতে এই সময়টুকু অত্যন্ত জরুরি বলে মনে করছেন তিনি। তবে এই ছুটি কিন্তু স্থায়ী নয়। দর্শকদের উদ্দেশ্যে পল্লবীর বার্তা, ‘‘শিগগিরই আবার ফিরব পর্দায়।’’ তাঁর মতে, কাজ শুরু হলে সে ছন্দ বজায় রাখতে গেলে মাঝপথে ছুটি নেওয়া কঠিন।

আরও পড়ুনঃ ডলকে বিয়ে করতে রাজি হল স্বতন্ত্র! এদিকে, কমলিনীর বৈবাহিক সম্পর্কের জন্য শর্ত মেনে নিল চাঁদু! তবে, কি এবার নতুন ও কমলিনীর পথ চিরকালের জন্য আলাদা হয়ে যাবে? নাকি এবার মুখোশ খুলবে চন্দ্রর?

তাই এই ফাঁকা সময়কেই পূর্ণ বিশ্রামের সুযোগ হিসেবে নিচ্ছেন তিনি। বর্তমানে বাড়িতেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বই পড়া, পরিবারকে সময় দেওয়া, এবং নিজের ছোট ছোট শখগুলোর চর্চায় ব্যস্ত আছেন পল্লবী। চার মাসের বিরতির পর ফের কবে, কোন চরিত্রে তিনি পর্দায় ফিরবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

You cannot copy content of this page