স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, কুর্চি নিজের মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতেই চন্দ্র সেখানে উপস্থিত হয়। তারপর কমলিনীর সমালোচনা করতে থাকে মায়ের সঙ্গে। কুর্চি সারাদিন কিছু খাওয়া হয়নি বলে, মায়ের জন্য লুচি বানানোর প্রস্তাব দিলে, চন্দ্র হুকুম করে তার জন্যেও লুচি বানাতে।
তার সঙ্গে সোহেলীয়ার জন্যেও চন্দ্র লুচি বানাতে বলে। কুর্চি রেগে গিয়ে প্রতিবাদ করে, সে বাড়ি ভর্তি অতিথিদের জন্য বিশেষ রান্না করতে পারবে না। এদিকে সোহিনী, বর্ষা-বুবলাইও এসে হাজির হয়। বর্ষা নিজে লুচি বানাতে ইচ্ছা প্রকাশ করে সঙ্গে সোহিনীও, কিন্তু কুর্চি তাদের অধিকারের সীমারেখা টেনে দেয় বাড়িটা কমলিনীর মনে করিয়ে।
কমলিনীকে নিয়ে এতো কথা হচ্ছে দেখে, মিঠি আর বাবিলও সেখানে এসে দাঁড়ায়। কুর্চির সঙ্গে একমত হয়ে, মিঠিও সোহিনীদের অতিথি হিসেবেই আখ্যা দেয়। এদিকে চন্দ্রের মা কথায় কথায় কমলিনীকে বড় বউ বলে ফেলেন! সবাই স্তম্ভিত হয়ে যায়, একটি ছেলে থাকা সত্ত্বেও বড় বউ ছোট বউ এলো কোথা থেকে? সবারই বুঝতে সময় লাগে না, যে সোহিনীকে চন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নিয়েছে তাঁর মা।
আর কথা না বলে, কুর্চি মাকে ঘরে যেতে বলে। তিনি ঘরে গিয়ে আলমারি খুলতেই জামাকাপড়ের খারাপ অবস্থা লক্ষ্য করেন। এরপর গয়নার বাক্সের জায়গায় গিয়ে দেখেন নিখোঁজ। কাঁদতে কাঁদতে সবাইকে সে কথা জানালে, সন্দেহের তীর সোহিনী আর চন্দ্রের দিকেই যায়। বাবিল পুলিশ ডাকে, ততক্ষণে কমলিনীও এসে পড়ে।
আরও পড়ুনঃ স্টার জলসায় আসছে দুই জুটির নতুন গল্প! ‘তোমাদের রানী’-র পর টেন্ট প্রোডাকশন আনছে নতুন ধারাবাহিক! মুখ্য চরিত্রে কারা থাকছেন? কবে থেকে শুরু ধারাবাহিক?
কমলিনীকে শাশুড়ি মা গয়নার বাক্স নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কমলিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, সে আর তাঁর দায়িত্বে রাখে না কারোর গয়না। এদিকে কমলিনীর মনেও সন্দেহ হয়, চন্দ্র নিজের মায়ের গয়না চুরি করেছে টাকার লোভে। সোহেলীয়া কমলিনীর কাছে লুচি খাওয়ার আবদার করে। মনে মনে কমলিনীর ভবিষ্যতের কথা ভেবে মুচকি হাসে বর্ষা-চন্দ্র!