গোপন চুক্তি আর প্রতিশোধের ছকে জড়িয়ে আকাশ ও কমলিকা! জিনিয়াকে মুক্ত করেই কি রায় পরিবারের সামনে বড় বিপদ!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এর সাম্প্রতিক পর্বগুলিতে দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক টুইস্ট। রোমাঞ্চ, ষড়যন্ত্র আর আবেগে ভরা গল্প দর্শকদের মন জয় করে চলেছে। শুভ-আদি-মোহনা-ডোনাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে গল্প ক্রমশ পৌঁছচ্ছে চূড়ান্ত মোড়ে। কখনও মোহনার মানসিক সমস্যা, কখনও আবার জিনিয়াকে নিয়ে ষড়যন্ত্র—সব মিলিয়ে রয় পরিবার যেন ঝড়ের মুখে।

সম্প্রতি গল্পের শুরুতেই উঠে আসে মোহনাকে নিয়ে সুনন্দার দুশ্চিন্তা। ডাক্তার জানালেও সে এখন সুস্থ, তবুও সুনন্দা বিশ্বাস করতে পারছে না। কারণ মোহনার শৈশবের ট্রমা এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। তার ভয়ের উৎস – কেউ যদি তার ভালোবাসার মানুষকে কেড়ে নেয়! সেই ভয়ই তাকে ধীরে ধীরে হিংস্র করে তুলেছে। আকাশ নিজের সাধ্যমতো চেষ্টা করছে মোহনাকে সুস্থ করতে।

গৃহপ্রবেশ, Grihoprobesh, স্টার জলসা, star jalsha

এদিকে রায় পরিবারকে ধ্বংস করতে আকাশ হাত মেলাতে চাইছে জিনিয়ার মা কমলিকার সঙ্গে। যদিও কমলিকার হাতে আর আগের মতো ‘অস্ত্র’ নেই, তবুও জিনিয়াকে জেল থেকে বার করে এনে নতুন ষড়যন্ত্রের ছক কষছে তারা। রায় পরিবারের শেয়ারের বিষয়টিও সামনে আসছে, যা আরও জটিল করে তুলছে পরিস্থিতি।

ঘরের মধ্যেই রাতের রোমান্সে ব্যস্ত ছিল আদি-শুভ, যা দেখে পরদিন সকলে মজা করতে থাকে। তবে সেবন্তি মনে মনে খুশি—পরিবারটা আবার হাসছে, যেটা মোহনার কারণে এক সময় ভেঙে পড়েছিল। কিন্তু মোহনা এখনও থেমে নেই, সে ভাবছে কিছুতেই পরিবারটিকে শান্তিতে থাকতে দেবে না।

আরও পড়ুনঃ টলিপাড়ার ‘দুর্গা’ এবার বলিউডের নায়িকা! বাংলা ছেড়ে সর্বভারতীয় দৌড়ে সন্দীপ্তা সেন! অভিনেত্রীর কেরিয়ারে নতুন অধ্যায়, উচ্ছ্বসিত বাংলার দর্শক! সন্দীপ্তাকে দেখা যাবে বলিউডি ছবিতে!

শুভ সবার জন্য ব্রেকফাস্ট বানালেও সেই রান্না সবাইকে হতাশ করে। শুভ নিজেই জানায়—ভালো রান্না করলে সবাই ধরে ফেলত, তাই ইচ্ছা করে খারাপ বানিয়েছে! এই সময়ই ডোনা এসে মোনাদির প্রশংসা করে শুভকে অপমান করে। শুরু হয় বচসা, যা মারধর পর্যন্ত গড়ায়।

ডোনার উপর রীতিমতো চড়াও হয় ঋদ্ধি, আর এই অপমানের বদলা নিতে এখন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে ডোনা। অন্যদিকে শুভ সবাইকে নিয়ে ডোনাকে তার জায়গা দেখানোর পরিকল্পনা করছে। এখন দেখার, ডোনা সত্যিই শাস্তি পাবে নাকি গল্প ঘুরে যাবে অন্য দিকে।

You cannot copy content of this page