টলিপাড়ার ‘দুর্গা’ এবার বলিউডের নায়িকা! বাংলা ছেড়ে সর্বভারতীয় দৌড়ে সন্দীপ্তা সেন! অভিনেত্রীর কেরিয়ারে নতুন অধ্যায়, উচ্ছ্বসিত বাংলার দর্শক! সন্দীপ্তাকে দেখা যাবে বলিউডি ছবিতে!

টলিপাড়ার এক অন্যতম মুখ ‘সন্দীপ্তা সেন’ (Sandipta Sen)। ২০০৮ সালে স্টার জলসার (Star Jalsha) প্রথম ধারাবাহিক ‘দুর্গা’-র (Durga) হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। পর্দায় দেবীরূপে তাঁর আত্মপ্রকাশ এতটাই শক্তিশালী ছিল যে দর্শকমনে চিরস্থায়ী ছাপ রেখে যায়। ‘দুর্গা’ নামটিই এক সময়ে তাঁর আলাদা পরিচয় হয়ে উঠেছিল। কিন্তু তিনি সেখানে থেমে থাকেননি। ধারাবাহিক শেষ হওয়ার পর ‘দুর্গা’ নামের আড়াল থেকে বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবে।

ছোট পর্দায় দীর্ঘদিনের সফর তাঁকে এনে দিয়েছে বিশাল অনুরাগী মহল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তিনি ছোটপর্দা থেকে খানিকটা দূরে ছিলেন। এই সময়ে তিনি নিজেকে পরখ করেছেন সিনেমা ও ওয়েব সিরিজে। সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যান্থোলজি সিনেমা ‘ভূতপূর্ব’-এর ‘শিকার’ গল্পে এক বিধবার চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে। একইসঙ্গে চলছে তাঁর অভিনীত আরও একটি ছবি ‘আপিস’, যেখানে এক কর্মজীবী নারীর চরিত্রে আবারও নজর কাড়লেন তিনি।

পাশাপাশি একাধিক ওয়েব সিরিজে তাঁর সাহসী ও পরিণত অভিনয় বারবার প্রশংসা কুড়িয়েছে। তবে এবার সন্দীপ্তা ফিরছেন টেলিভিশনের পর্দায়, তবে একেবারে নতুন মেজাজে। বাংলাতে নয়, তিনি পা রাখছেন হিন্দি ধারাবাহিকে, তাও আবার নামী চ্যানেল স্টার প্লাসে! বড় প্রযোজনা সংস্থা এসভিএফের ব্যানারে তৈরি হচ্ছে এই ধারাবাহিক, যার কাহিনি নির্মিত হচ্ছে হইচই-এর জনপ্রিয় সিরিজ ‘নষ্টনীড়’-এর ছায়া অবলম্বনে।

উল্লেখ্য, ‘নষ্টনীড়’-এ সন্দীপ্তার অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত, আর এবার সেই চরিত্রকেই নতুন আঙ্গিকে তুলে ধরবেন সর্বভারতীয় পর্দায়। এই আসন্ন হিন্দি সিরিয়ালে সন্দীপ্তার বিপরীতে দেখা যাবে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অহম শর্মা বা বিশাল আদিত্য সিং-কে। প্রাথমিকভাবে ১৫০ পর্বের পরিকল্পনা করা হয়েছে এই মেগা ধারাবাহিকের, জনপ্রিয়তা অনুযায়ী পরবর্তী কিস্তিও বাড়ানো হতে পারে। শুটিং শুরু হবে চণ্ডীগড়ে, যেখানে খুব শীঘ্রই আউটডোরের জন্য রওনা দেবেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ পুলিশ আসতেই আলমারি থেকে উদ্ধার গয়নার বাক্স! কমলিনীর কপালে শেষপর্যন্ত চো’রের তকমা! গয়নার শোকে উন্মাদ শাশুড়ি, অভিশাপে দিচ্ছেন বৌমাকে! স্বতন্ত্র এবার কি করে বাঁচাবে বৌঠানকে?

এক কথায়, এটি সন্দীপ্তার অভিনয়জীবনের নতুন মোড়, এবং সেইসঙ্গে বাংলা থেকে বলিউডে তাঁর আত্মপ্রকাশের এক বড় সুযোগ। এতদিন টলিপাড়ার গণ্ডিতে সীমাবদ্ধ থেকেও নিজের অভিনয়দক্ষতা দিয়ে বারবার প্রমাণ করেছেন তিনি কতটা পরিণত ও শক্তিশালী শিল্পী। এবার জাতীয় স্তরে হিন্দি সিরিয়ালের মাধ্যমে নিজেকে মেলে ধরার পালা। সন্দীপ্তা কি পারবে বলিউড দর্শকদের মন জয় করতে? তাঁকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। এই মেগা ধারাবাহিকই হয়তো তাঁর জাতীয় স্তরে পরিচিতি পাওয়ার প্রথম ধাপ হতে চলেছে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page