শাহরুখ-কাজলের ম্যাজিক এবার ছোটপর্দায়! নব্বইয়ের রোম্যান্সের ছোঁয়ায় স্টার জলসার নতুন মেগা ‘কম্পাস’! কুছ কুছ হোতা হ্যায়-এর আদলে তৈরি, প্রেম-বন্ধুত্বে মোড়া এই নতুন ধারাবাহিক! ফিরলেন অর্কপ্রভ

নতুন ধারাবাহিক নিয়ে ফের নতুন চমক স্টার জলসায়! ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani) সম্প্রচারে আসার মাত্র এক সপ্তাহের মাথায়ই, চ্যানেল কর্তৃপক্ষ প্রকাশ্যে এনেছে আরও একটি একেবারে নতুন ধারার গল্প— নাম ‘কম্পাস’ (Compass)। প্রথম ঝলকে যতটুকু বোঝা গিয়েছে, এই ধারাবাহিক মূলত কলেজ ক্যাম্পাসকে ঘিরে এক আধুনিক সম্পর্কের গল্প।

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র ‘কম্পাস’— যে পড়াশোনার চাপ, সিলেবাস আর রুটিন জীবনের বাইরেও বাঁচতে শেখায়। সে কলেজের সবচেয়ে চনমনে, সাহসী আর প্রিয় মুখ। প্রথম প্রোমোতে পার্না চক্রবর্তীর লুক রিভিল করা হলেও এবার দ্বিতীয় প্রোমোতে যুক্ত হল নায়ক— ‘তোমাদের রাণী’ খ্যাত অর্কপ্রভ রায়। ধারণা করা হচ্ছে, অর্ক এই ধারাবাহিকে এক কলেজ প্রফেসরের চরিত্রে থাকছেন।

দ্বিতীয় প্রোমোর শুরুতেই পাহাড়-ঘেরা মনোরম ক্যাম্পাস দৃশ্য দিয়ে খুলে যায় ক্যানভাস। ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে শাহরুখ-কাজলের ক্লাসিক গান ‘হায় হায় রে হায় এয়ে লড়কা’। সেই আবহে একের পর এক তুলে ধরা হয় কম্পাস চরিত্রের বিশেষত্ব— সে বন্ধুবৎসল, বুদ্ধিমতী, আর ক্যাম্পাসের সবচেয়ে প্রিয় মুখ। নিজের কণ্ঠে সে বলে, “আসল জীবন কিন্তু সিলেবাসের বাইরে।” এই সংলাপই যেন ধারাবাহিকের মূল বক্তব্য।

অন্যদিকে নায়কের এন্ট্রিটাও বেশ চোখে পড়ার মতো। গোলাপি শার্টের উপর সাদা জ্যাকেট পরে প্রবেশ করে সে, আর ধাক্কা লাগে কম্পাসের সঙ্গে। প্রথম দেখাতেই যেন একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায়। নির্মাতারা এখনও বিস্তারিত গল্প ফাঁস না করলেও দর্শকমহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু, এই গল্প আসলে করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অনুপ্রেরণায় তৈরি।

আরও পড়ুনঃ

আরও একটি সূত্র বলছে, এই ধারাবাহিকে দ্বিতীয় নায়িকার চরিত্রে দেখা যেতে পারে নবাগত অভিনেত্রী একতা গঙ্গোপাধ্যায়কে। সব মিলিয়ে ‘কম্পাস’ হতে চলেছে এক অন্য স্বাদের প্রেম-কাহিনি। যেখানে পুরনো বলিউড ছবির চাপ আর আধুনিক কলেজ ক্যাম্পাসের প্রেম মিলে তৈরি হবে এক নতুন গল্পের ছন্দ। এবার দেখার অপেক্ষা, কম্পাস কতটা পথ দেখাতে পারে টিআরপি-র দৌড়ে!

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page