অগ্নিকান্ডের জের? মে মাসে শুরু, জুলাইতেই শেষ! আরও এক ধারাবাহিকের হঠাৎ ইতি! মাত্র তিন মাসেই ছিটকে গেল ‘বুলেট সরোজিনী’! কবে হবে শেষ পর্বের সম্প্রচার?

নাম ঘোষণার দিন থেকেই চর্চার কেন্দ্রে ছিল ‘বুলেট সরোজিনী’ (Bullet Sarojini)। মে মাসের গোড়ায় শুরু হওয়া এই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় জায়গা করে নিয়েছিল নতুন আশার আলো নিয়ে। কিন্তু মাত্র ৬০ দিন পেরোতে না পেরোতেই সামনে এল চমকে দেওয়া খবর, চলতি মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক! জুলাই এখনও শেষ হয়নি, অথচ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের ইতি টানার।

এই ঘটনার পেছনে কারণ হিসেবে উঠে এসেছে গল্পের গভীরতার অভাব এবং মাঝপথে চরিত্র পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মা হওয়ার পর এই ধারাবাহিকের মাধ্যমেই পর্দায় ফিরেছিলেন। তবে কিছুদিনের মধ্যেই তিনি চরিত্র ছেড়ে বেরিয়ে আসেন। জানা যায়, গল্পে তাঁর চরিত্র ছিল চার সন্তানের মায়ের, আর সেই চরিত্রে অভিনয় করতে নিজের মানসিক প্রস্তুতির অভাবের কথাও বলেছিলেন অভিনেত্রী।

শ্রীময়ীর পরিবর্তে সেই চরিত্রে দেখা যায় মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে। তিনিও একজন অভিজ্ঞ অভিনেত্রী এবং নিজের বক্তব্যে স্পষ্ট জানান, বয়স বা চরিত্র তাঁর কাছে কোনও বাধা নয়। ১৭ বছরের মেয়ের মা মল্লিকা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, যদি চরিত্রে মনের খোরাক থাকে, তিনি যে কোনও বয়সের মায়ের ভূমিকায় অভিনয় করতে প্রস্তুত। এমনকি দুই মাসের শিশুর মায়ের চরিত্র হলেও তাঁর আপত্তি নেই।

তবে ধারাবাহিকের হঠাৎ সমাপ্তির প্রসঙ্গে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে, টিআরপি এবং গল্পের আকর্ষণ—দুই ক্ষেত্রেই কোণঠাসা হয়ে পড়ায় চ্যানেল সময়ের আগেই এই সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই মনে করছেন, দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে না পারার কারণেই টিকল না।

আরও পড়ুনঃ ‘মহানায়ক’ শব্দটাই যেন আজ অপ্রাসঙ্গিক! মহানায়ক সম্মান পেয়ে হাসির পাত্র ইমন ও রূপঙ্কর! উত্তম কুমারের নামে প্রহসন! গায়ক-গায়িকাদের হাতে ‘মহানায়ক’ সম্মান নিয়ে বাঙালির ধিক্কার সমাজ মাধ্যমে! ভোটের টিকিটও মিলবে নাকি এবার? কটাক্ষ নেটিজেনদের!

এই ঘটনার পুনরাবৃত্তি ইদানীং বেশ দেখা যাচ্ছে টলিউডের ছোটপর্দায়। তিন মাসে, আট মাসে বা কখনও দু’মাসেই গল্প শেষ, নতুন ধারাবাহিক আর আগের মতো লম্বা দৌড়ে পারছে না। ‘বুলেট সরোজিনী’-র মতো ধারাবাহিকের আকস্মিক পতন বাংলা ধারাবাহিক দুনিয়ায় বড় প্রশ্ন তুলে দেয়—এই ধরনের কনটেন্ট আদৌ কি দর্শকের মন ছুঁতে পারছে? নাকি গল্প বলার ধরনে আরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে?