করোনা পরবর্তী সময়ে ‘প্রজাপতি’-র (Projapoti) সাফল্যের পর দর্শকের প্রত্যাশা ছিল চরমে। সেই প্রত্যাশার ভার নিয়ে পরিচালকের হাত ধরে এগিয়ে যাচ্ছে ‘প্রজাপতি ২’ (Projapoti 2)। ইতিমধ্যেই লন্ডনে ছবির প্রথম পর্যায়ের শুটিং সম্পন্ন হয়েছে। এবার কলকাতার মাটিতে শুরু হল ছবির দ্বিতীয় দফার কাজ। জানা গিয়েছে, এই পর্যায়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে একাধিক চমক। দেবের (Dev) সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আরও এক অভিনেত্রী এবং নতুন চরিত্রে দেখা যাবে এক পরিচিত রাজনৈতিক মুখকেও।
ছবির দ্বিতীয় ভাগে দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ‘ইধিকা পাল’ (Idhika Paul)। লন্ডনে শুট হওয়া অংশে দেবের বিপরীতে ছিলেন অন্য এক ছোটপর্দার পরিচিত মুখ ‘জ্যোতির্ময়ী কুণ্ডু’ (Jyotirmoyee Kundu)। ‘বঁধুয়া’ ধারাবাহিকের মাধ্যমে যিনি দর্শকমহলে পরিচিতি লাভ করেন। দুই পর্যায়ের এই দুই নায়িকার উপস্থিতিই প্রমাণ করে, ছবির প্রেক্ষাপট এবং চরিত্র গঠনে রয়েছে দৃঢ় পরিকল্পনা।
সবচেয়ে বড় চমক বোধহয় থাকছে রাজনৈতিক পরিমণ্ডল থেকে উঠে আসা ‘পার্থ ভৌমিক’কে (Partha Bhowmick) ঘিরে। সূত্র বলছে, পরিচালক অভিজিৎ সেনের ডাকে ইতিমধ্যেই শ্যুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় সদ্য শেষ হওয়া ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শ্যুটিংয়ের পর এই ছবিতে তাঁর উপস্থিতি আবারও প্রমাণ করল তাঁর বহুমুখী প্রতিভা। দেব ও পার্থ, দুই শাসকদলের সাংসদ একসঙ্গে বড়পর্দা ভাগ করছেন, এই নিয়ে দর্শকদের বাড়তি কৌতূহল থাকবেই।
ছবির কেন্দ্রবিন্দু আগের মতোই বাবা-ছেলের সম্পর্ককে ঘিরে আবর্তিত। বাবার চরিত্রে আগের মতোই থাকছেন মিঠুন চক্রবর্তী। দেবের সঙ্গে তাঁর রসায়ন, আবেগঘন মুহূর্ত ও পারিবারিক টানাপোড়েনের কাহিনি এই ছবির মূল আকর্ষণ। তবে এইবার চরিত্রের সঙ্গে আরও বেশি মানিয়ে নেওয়ার জন্য দেব নিজের শরীরেও এনেছেন দৃশ্যমান পরিবর্তন। ওজন ঝরিয়ে, লুক পাল্টে তিনি হয়ে উঠেছেন আরও বেশি ক্যামেরা-উপযোগী।
আরও পড়ুনঃ অগ্নিকান্ডের জের? মে মাসে শুরু, জুলাইতেই শেষ! আরও এক ধারাবাহিকের হঠাৎ ইতি! মাত্র তিন মাসেই ছিটকে গেল ‘বুলেট সরোজিনী’! কবে হবে শেষ পর্বের সম্প্রচার?
লন্ডনের শ্যুটিং চলাকালীন নিজের নতুন লুক সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন দেব। চোখে চশমা, নতুন হেয়ারস্টাইল—সব মিলিয়ে দর্শকরা পেতে চলেছেন এক ঝকঝকে, নতুন মোড়কে ‘প্রজাপতি’-কে। সব মিলিয়ে বলা চলে, রাজনৈতিক প্রেক্ষাপট, ছোটপর্দার নতুন মুখ, পুরোনো আবেগ এবং নতুন লুক—‘প্রজাপতি ২’ আসন্ন মুক্তির আগেই টলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।