স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, স্বতন্ত্র আর কমলিনী ছবি তোলার উদ্দেশ্যে গাড়ি করে রওনা দিয়েছে। কমলিনী বারবার স্বতন্ত্রকে জিজ্ঞেস করে, তারা কোথায় যাচ্ছে? কিন্তু স্বতন্ত্র কোনও উত্তর দেয় না। একপর্যায়ে স্বতন্ত্র কমলিনীকে তার স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞেস করে। কমলিনী কিছুটা থমকে গেলে, স্বতন্ত্র বুঝে যায় নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে।
চেপে ধরতেই কমলিনী জানায়, তার ক্যালসিয়াম ওষুধ ফুরিয়ে গেছে। স্বতন্ত্র একটু বিরক্ত হয়েই বলে, কমলিনী নিজের যত্ন নিচ্ছে না। এত বড় একটা লড়াই লড়তে গেলে শারীরিক শক্তির অনেক প্রয়োজন। কিছু খেয়েছে কিনা কমলিনী, জানতে চায় নতুন। বাড়ির পরিস্থিতি সম্পর্কে কমলিনী সবটা ব্যাখ্যা করে জানায়, এমন অবস্থায় কিছু খাওয়া সম্ভব ছিল না। যদিও কোর্টে মামলা চলছে তাও চন্দ্ররা কোণঠাসা করতে ছাড়ছে না।
স্বতন্ত্র দুঃখ প্রকাশ করে, ঠিক আর কত বয়স পার করলে লোকে তাদের সম্পর্ককে স্বাভাবিক নজরে দেখবে। কমলিনীকে জোর করে খাবার খাওয়ায় স্বতন্ত্র। তারপর আবার গাড়ি চলতে শুরু করে, হঠাৎ করেই কমলিনীর হাত ধরে স্বতন্ত্র। কমলিনী কিছুটা অস্বস্তি বোধ করছে দেখে, স্বতন্ত্র বলে যে বন্ধু হিসেবে কমলিনী তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এই বলে হাত সরিয়ে নেয় সে, এরপর কমলিনী নিজেই হাতে হাত রাখে নতুনের।
স্বতন্ত্র জানায় ফিরে এসে কমলিনীর স্বাস্থ্য পরীক্ষা করাবে। গাড়ি চলতে শুরু করে এবং একটি সবুজে ঘেরা গ্রামের গিয়ে থামে। কমলিনী সেই গ্রামের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। স্বতন্ত্র জানায়, কমলিনীর ফটোগ্রাফি কম্পিটিশনের জন্য গ্রামকে টপিক হিসাবে ধার্য করেছে। কমলিনীকে যত ইচ্ছা ছবি তুলতে বলে স্বতন্ত্র। প্রয়োজনে যদি রাত হয়ে যায় এখানে একটা থাকার জায়গার ব্যবস্থা করে রেখেছে সে।
আরও পড়ুনঃ শৈশবের অভাবের ছায়া আজও তাড়া করে, সমাজের জন্য বড় পদক্ষেপের পথে অভিনেতা রণজয় বিষ্ণু! অভিজ্ঞতা থেকেই জন্ম এই বড় স্বপ্নের, টিভির নায়ক এবার বাস্তবেরও নায়ক! কোন বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা? জানলে অবাক হবেন আপনিও!
কমলিনী জানায়, এত সুন্দর জায়গা সে কোনদিনও দেখেনি। এরপর ছবি তুলতে শুরু করে সে। স্বতন্ত্র কিছুটা দূরে গিয়ে বসে অপেক্ষা করছে, এমন সময় গ্রামের কিছু মেয়েরা এসে জানায় বর্ষাকালে সাপের উপদ্রব খুব বেড়েছে তাদের গ্রামে, তাই একটু সাবধানে থাকতে। স্বতন্ত্র উদ্বিগ্ন হয়ে কমলিনীর খোঁজ শুরু করে। অবশেষে একটা জলার সামনে কমলিনীকে ছবি তুলতে দেখে সে। দৌড়ে গিয়ে কমলিনীর আঁচল টেনে ধরে।