স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, স্বতন্ত্র ঝড়-বৃষ্টি মাথায় করেই কমলিনীর জন্য নতুন শাড়ি কিনে আনে। এদিকে রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে আগুন পোহাচ্ছে কমলিনী। স্বতন্ত্র ফিরে আসতেই কমলিনী তাঁকে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। রিসোর্টের এক কর্মচারী জানায়, বৃষ্টির জন্য সব রাস্তা বন্ধ হয়ে গেছে। পাশের নদী ভেসে রাস্তায় জল চলে এসেছে।
গ্রাম থেকে নদী পার হওয়ার জন্য তৈরি ব্রিজটাও বন্ধ। বৃষ্টি যদি থামে তো তিন ঘণ্টার আগে কোনও ভাবেই গাড়ি চালানো সম্ভব হবে না। এই পরিস্থিতিতে স্বতন্ত্র বলে আজকে রাতটা তাদের এখানেই কাটাতে হবে, প্রয়োজনে আরেকটা ঘর নিয়ে নেবে আলাদা করে বিশ্রাম নেওয়ার জন্য। কমলিনী চূড়ান্ত আপত্তি করে জানায় তাদের বাড়ি ফিরতেই হব, আরও একটা ঘর নেওয়ার কোনও দরকার নেই।
কমলিনীর এমন সংযত আচরণে স্বতন্ত্র খুব রেগে যায়। স্বতন্ত্র পরিষ্কার জানায়, তার কোনও প্রত্যাশা নেই কমলিনীকে ঘিরে, শুধুমাত্র তাকে ভালবাসে বলে দাবি করে স্বতন্ত্র। কমলিনী হয়তো ভাবছে স্বতন্ত্রের সঙ্গে রাত কাটালে সে তার অসহায়তা সুযোগ নেবে, কিন্তু স্বতন্ত্রর কথা সে কখনওই তেমন চোখে দেখেনি কমলিনীকে। রেগে গিয়ে আরো অনেক কথা শোনায় সে কমলিনীকে।
এবার নিজের পক্ষে কমলিনী বলে, শুধুমাত্র আদালতে চলমান মামলার কথা ভেবে সে চিন্তিত। এদিকে একসঙ্গে রাত কাটালে সকালে বাড়ি ফিরতেই বর্ষারা অনেক কটুক্তি করবে, তার প্রভাব যদি ছেলে-মেয়ে বাবিল আর মিঠির উপর পড়ে! স্বতন্ত্র তাকে আশ্বাস দিয়ে বলে, সমাজ কি ভাবছে তাই নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। দুজনের মধ্যে সবকিছু পরিষ্কার থাকলেই হলো। এরপর কমলিনী ক্ষমা চায় স্বতন্ত্রর কাছে।
আরও পড়ুনঃ “জিৎ খুব আধ্যাত্মিক, কোয়েল সংযত!”– পর্দার বাইরে জিৎ-কোয়েল আসলে কেমন? অজানা তথ্য ফাঁস করলেন তাঁদের ‘আপ্তসহায়কেরা’! আবার কবে একসঙ্গে পর্দায় দেখা যাবে জিৎ-কোয়েলকে? কী বললেন তাঁদের ছায়াসঙ্গীরা?
জামা-কাপড় পাল্টে স্বতন্ত্র বাইরে এসে দেখে, এলো চুলে কমলিনী মনের সুখে গান গাইছে। অবাক চোখে দেখতে থাকে স্বতন্ত্র, এরপর কমলিনীও কাপড় পাল্টাতে যায়। স্বতন্ত্রও এবার গান ধরে, শেষে প্রায় দুই যুগ পরে রঙিন শাড়ি পরে কমলিনী সামনে এসে দাঁড়ায় তার। মুহূর্তের গভীরতায় ভেসে গিয়ে দুজন দুজনকে আলিঙ্গন করে।
“তথাগত আলোকবর্ষাকে ভালোবাসে, তাই আমিও তাকে ভীষণ ভালোবাসি!”— দেবলীনার বক্তব্য ঘিরে ট্রোলের ঝড়! সমাজ মাধ্যমে প্রক্তনের প্রেমিকাকে আপন করে, ‘মহান’ সাজতে গিয়েই পড়লেন জনরোষে! “মানসিক অবস্থা ঠিক নেই, ডাক্তার দেখান!”— নেটিজেনদের কটাক্ষ!