ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে ছবি পোস্ট করলেন ‘মধুবনী গোস্বামী’ (Madhubani Goswami), পেট স্পষ্টভাবে স্ফীত। ক্যাপশনেও ইঙ্গিতপূর্ণ লেখা, “আমার তৈরি ছিলাম না এটার জন্য!” সঙ্গে রাজা গোস্বামীর (Raja Goswami) হাসিমুখে পাশে বসা — স্বাভাবিকভাবেই অনেকেই ধরে নিয়েছিলেন, ফের মা হচ্ছেন অভিনেত্রী। শুভেচ্ছা বার্তায় ভরে উঠল কমেন্ট বক্স, মিষ্টি সব শুভেচ্ছা পোস্ট করতে শুরু করলেন অনুরাগীরা। কিন্তু পরদিন সকালে জানা গেল—সবটাই একটা “ব্র্যান্ডিং প্লট”!
আসলে কিছুই নয়, মা হচ্ছেন না মধুবনী, বরং ব্যাগ বেচতে চলেছেন! এই পেট আদতে এক নতুন ‘ব্যবসার জন্ম’ বোঝানোর স্টান্ট — ‘রাজা মধুবনী কালেকশনস’ নামে একটি ব্যাগের ব্যবসা শুরু করলেন এই জুটি। অনেকেই মনে করছেন, মাতৃত্বের মতো সংবেদনশীল বিষয়ে এমন প্রচার কৌশল চূড়ান্ত নিচু মানসিকতার পরিচয়। কেউ লিখছেন, “ব্যাগ বেচার জন্য এতটা নিচে নামবেন ভাবিনি।” আবার অনেকেই বলছেন, “এটা কি ব্যবসা না ঠকবাজি?”
এই ‘প্রেগন্যান্সি প্র্যাঙ্ক’ নিয়ে যত না হইচই, তার চেয়ে ঢের বেশি ট্রোল শুরু হয়েছে ব্যাগের দাম নিয়ে। ১৯৯৯ টাকার ব্যাগ দেখিয়ে মধুবনী দাবি করেন যে এগুলো “ব্র্যান্ডেড এবং ক্লাসি”, তখনই হাসি চেপে রাখতে পারেননি নেটপাড়া। একজন সরাসরি লিখেছেন, “ফ্রিতে দিলেও নেব না! আপনি ক্লাসি শব্দের মানে জানেন তো? এটা আপনাদের মতে ক্লাসি? ১০০ টাকার ফুটপাথের মাল, এসপ্লানেডে ঢেলে বিক্রি হয়। যা খুশি তাই করলেই হলো?”
আরেকজনের বক্তব্য, “বাগরি মার্কেট বা বড়বাজার ফ্যান্সি মার্কেটে অনেকদিন ধরেই এরকম লুকের ব্যাগ দেখে আসছি। তাহলে আপনার কালেকশনে নতুনত্বটা কী? আর ১৯৯৯ টাকায় ব্যাগ কিনব কোনও পপুলার ব্র্যান্ডের নাম ছাড়া?? কেন?” কেউ লিখেছেন, “এটা এত সস্তা লাগছে! এসব কে কেনে? দেখতে ২০০ টাকার ব্যাগের মতো। ২০০০ টাকায় ব্র্যান্ডেড ব্যাগ পেয়ে যাব।” আবার কেউ লিখেছেন, “এসপ্লানেডে একই রকম ব্যাগ দেখেছি। দাম বলেছে ৬৭০ টাকা।
কোয়ালিটিও বেশ ভালোই ছিল।” অর্থাৎ মানুষজন শুধু যে ক্ষুব্ধ নয়, তাঁরা চোখ-কান খোলা রাখে, দাম জানে, বাজার বোঝে। আর “একটা নাম ছাড়া” হঠাৎ করে শুরু করা ব্যবসায় যদি এত দাম রাখা হয়, তাহলে ট্রোলিং তো হবেই। সবশেষে বলতেই হয়, নিজেদের ব্যবসা করতেই পারেন মধুবনী-রাজা, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু তার জন্য মাতৃত্বের মতো গভীর অনুভবকে প্রচার কৌশল বানিয়ে ফেলা আদৌ কাম্য নয়। আর তারপর ‘ব্র্যান্ডেড, ক্লাসি’ এমন সব দাবি সেই সখের ব্যাগের ব্যবসা নিয়ে যেন আগুন আরও ঘি ঢেলেছে।
আরও পড়ুনঃ শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রাজীবের বিরুদ্ধে তুলেছিলেন নোং’রা প্রস্তাব দেওয়ার অভিযোগ! সেই শান্তাতেই এখন জেরবার ভারত-বাংলাদেশ
মধুবনী গোস্বামীর এই ব্যাগ কালেকশন দেখে দর্শকদের চোখ কপালে উঠেছে। এমন দামে যে ব্যাগ তিনি “ব্র্যান্ডেড” ও “ক্লাসি” বলে দাবি করছেন, তা দেখে অনেকেই বলছেন, “এই ব্যাগ কি প্লাস্টিক দিয়ে বানানো?” কেউ লিখেছেন, “ফুটপাথেও এর চেয়ে ভালো ব্যাগ পাওয়া যায়।” ব্যাগের ডিজাইন থেকে ফিনিশিং, কোথাও এক ফোঁটা ‘ক্লাস’ খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা! বরং অনেকে এতটাই বিরক্ত যে বলছেন, “কিছু বললেই বলবে আমরা ব্যবসা বুঝি না!” এককথায় বলতে গেলে, ‘রাজা মধুবনী কালেকশনস’ নামক এই নতুন উদ্যোগ যতটা না ট্রেন্ডি, তার চেয়ে ঢের বেশি ট্র্যাজিক!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।