বছরের পর বছর কেটে গেলেও কিছু সম্পর্ক যেন হৃদয়ের গভীরে রয়ে যায়, ঠিক যেমন দিনের আলোর ভেতরে লুকিয়ে থাকে তারার ক্ষীণ ঝিলিক। টলিউডের (Tollywood) এক সময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী (Dev-Shubhashree) যাঁদের প্রেম, সাফল্য আর হঠাৎ বিচ্ছেদ নিয়ে বহু গল্প ঘুরেছে দর্শকের মনে—অনেকটা সময় আলাদা থেকেছেন, আলাদা পথ বেছে নিয়েছেন। কিন্তু ভাগ্যের অদ্ভুত মোড়ে তাঁরা আবারও একসঙ্গে ধরা দিয়েছেন, আর তাতেই ফের নতুন করে আলোচনায় এসেছে তাঁদের নাম।
প্রায় এক দশক ধরে তাঁদের মধ্যে ছিল দূরত্ব। শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে, এখন তিনি দুই সন্তানের মা। অন্যদিকে, দেব রুক্মিণী মৈত্রর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। এই দীর্ঘ ব্যবধানের মধ্যে তাঁরা কোনও অনুষ্ঠানেও একসঙ্গে দেখা দেননি। ফলে ভক্তদের জন্য এই পুনর্মিলন যেন এক রকম বিস্ময়ের পাশাপাশি আবেগও বয়ে এনেছে। দীর্ঘদিন পরে সেই নস্টালজিয়ায় ভাসছে টলিউড প্রেমীরা। আবার প্রিয় জুটিকে একসঙ্গে দেখার উন্মাদনা যেন আকাশ ছুঁয়েছে।
ঘটনার সূত্রপাত চলতি মাসের শুরুতে, যখন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং দেবের প্রযোজনার প্রথম তথা দীর্ঘ প্রতীক্ষিত ছবি ধূমকেতু–র (Dhumketu) ট্রেলার লঞ্চে দীর্ঘদিন পর একই মঞ্চে হাজির হন দেব ও শুভশ্রী। কালো পোশাকে সেজে, জনপ্রিয় গান ‘মালা রে’-তে তাঁদের নাচ যেন ফিরিয়ে এনেছে পুরনো দিনের জাদু। সমাজ মাধ্যমে এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই অনুরাগীরা ভরে ওঠেন উত্তেজনায়, আর ‘দেশু’ জুটির জন্য নতুন করে ভালোবাসার বার্তা পাঠাতে থাকেন।
এদিকে, আগামী ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে ধূমকেতু, আর তার আগে শনিবার থেকেই শুরু হয়েছে টিকিটের অগ্রিম বুকিং। সিনেমা নিয়ে উত্তেজনা চরমে, কিন্তু তার চেয়েও বেশি আলোচনায় রয়েছে আজকের বিশেষ ঘটনা—নৈহাটির বড়মার মন্দিরে আজ দেব ও শুভশ্রী দুজনেই যাচ্ছেন বলে খবর মিলেছে, থাকবেন রানা সরকারও। খুব সম্ভবত ধূমকেতু মুক্তির আগে মায়ের আশীর্বাদ নিতেই এই মন্দির যাত্রা তাদের। ইতিমধ্যেই মন্দির চত্বরে প্রস্তুতি চরমে, পৌঁছেছেন সাংবাদিকরাও।
আরও পড়ুনঃ শেষ বয়সে সন্তানরা মুখও দেখতেন না, শারীরিক কারণে বন্ধ হয়ে উপার্জন– শেষ জীবনের নিঃসঙ্গ লড়াই বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের! দীর্ঘ শারীরিক ও তীব্র আর্থিক কষ্টেই চলে গেলেন টলিউডের এই উজ্জ্বল নক্ষত্র!
প্রশ্ন এখন একটাই—তাঁরা কি আবার এক ফ্রেমে ধরা দেবেন? একসঙ্গে প্রণাম, একসঙ্গে ছবি— সবকিছুই যেন এখন প্রত্যাশার কেন্দ্রবিন্দু। এক সময় জানিয়ে দিয়েছিলেন, দু’জনে জুটিতে আর কখনোই ছবি তো দূরের কথা একসঙ্গে ধরাও দেবেন না, কিন্তু ভাগ্যের পরিহাসে এক হয়েছেন দুজনে আর কথাও দিয়েছেন ভবিষ্যতে ছবি করবেন আবার। সময় বলবে কী হতে চলেছে, তবে দর্শকদের উচ্ছ্বাস আর কৌতূহল ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে, এই পুনর্মিলনের গল্প আরও কিছুদিন টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকবে।