বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের এমন একজন নায়িকা ইধিকা পাল (Idhika Paul), যাকে দর্শক একদিকে ‘প্রিয়তমা’ হিসেবে মনে রাখে, অন্যদিকে ‘কিশোরী’ গান দিয়ে পাওয়া সেই ভিন্ন স্বাদ এখনও ভুলতে পারেননি। বড়পর্দায়ও তার কাজ বরাবরের মতোই প্রতিভার পরিচয় দিয়েছে, যেমন ছোটপর্দায় একসময়ে দিয়েছিলেন। শাকিব খান, দেব, সোহম চক্রবর্তীর মতো সুপরিচিত নায়কদের সঙ্গে একের পর এক সিনেমায় জুটি বাঁধেছেন তিনি, যা তার বহুমুখী প্রতিভার প্রমাণ।
দর্শকের মনে এখনও ইধিকার ‘কিশোরী’ চরিত্র অমলিনভাবে বিরাজমান, অথচ তার শিল্পজীবন ক্রমেই নতুন উচ্চতায় উঠছে। ইধিকার আগামী ছবিগুলির মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ‘বহুরূপ’, যা ২৯ অগাস্ট মুক্তি পাবে। এই ছবিতে ইধিকা-সোহম নতুন জুটি হিসেবে চমক দেবে দর্শককে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নায়িকা, এবং এটি তার কেরিয়ারের গুরুত্বপূর্ণ সংযোজন বলেও দাবি করেছেন। ছবির মুক্তির আগে থেকেই ভক্তরা আগ্রহ ও কৌতূহলে অপেক্ষা করছেন, ইধিকাকে নতুন রূপে দেখার জন্য।
এছাড়াও, দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ ছবিতেও ইধিকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। যদিও শোনা গিয়েছিল যে বিদেশে অধিকাংশ শ্যুটিং হবে এবং ভিসা সমস্যার কারণে তিনি অংশ নেবেন না, তবে শেষ পর্যন্ত সমস্যার সমাধান মিলেছে আর তিনি নিজের উপস্থিতি নিশ্চিত করেছেন। ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে তাকে এই ছবিতে দেখা যাবে, যেখানে দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন ইধিকা।
এবার ইন্ডাস্ট্রির অন্দরে খবর, ইধিকাকে নাকি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবিতে নায়িকার চরিত্রে দেখা যেতে পারে। তবে সবকিছু এখনও প্রাথমিক পর্যায়ে আছে। পরিচালক বর্তমানে ‘ধূমকেতু’র প্রচারে ব্যস্ত এবং ইধিকারও ভরপুর সময়সূচি নিয়ে চলেছেন। ফলে নতুন ছবির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। যদিও এই খবর ইন্ডাস্ট্রির ভিতরে ফিসফাসের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু নায়িকা এবং পরিচালক উভয়ই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
আরও পড়ুনঃ পর্দার সন্তানের অকালমৃ’ত্যু, অকল্পনীয় শোকে স্তব্ধ অভিনেত্রী মালবিকা সেন! কাহিনির টানাপড়েন উস্কে দিয়েছে ব্যক্তিগত যন্ত্রণা, পর্দার ছেলেকে হারিয়ে স্মৃতিতে ভিড় করছে অকালে স্বামীকে হারানোর স্মৃতি!
সবমিলিয়ে, ইধিকার কেরিয়ার এখন নতুন এক মোড়ে। ছোটপর্দা দিয়ে শুরু হলেও তিনি বড়পর্দায় নায়িকাদের মধ্যে নিজেকে প্রতিপন্ন করছেন অভিনয়, চিত্রনাট্য বোঝাপড়া এবং বহুমুখী প্রতিভার মাধ্যমে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন প্রজেক্টে অংশ নেওয়া তার জন্য ভবিষ্যতের বড় সম্ভাবনার দরজা খুলতে পারে। আর ভক্তদের কাছে এই খবর এখনই উৎসাহ এবং প্রতীক্ষার এক অনন্য মিশ্রণ তৈরি করছে।
“শুভশ্রীর সঙ্গে ছিলাম মাত্র ৪ বছর, রুক্মিণীর সঙ্গে ১২ বছর!” শুভশ্রীকে প্রতি কথায় অপমান করেন কেন? ‘বুড়ো ভাম, অন্যকে ছোট করার আগে নিজের দিকে তাকান!’ ‘শুভশ্রী আজ সফল, তোমরা শুধু সহ’বাস করেই যাও!’– দেবকে কড়া ভাষায় নিন্দা ভক্তদের!