টেলিপাড়ার জনপ্রিয় দম্পতি ‘মধুবনী গোস্বামী’ (Madhubani Goswami) এবং ‘রাজা গোস্বামী’ (Raja Goswami) সম্প্রতি নিজেদের নতুন ব্যবসা শুরু করেছেন। ‘রাজা মধুবনী কালেকশনস’ (Raja-Madhubani Collections) নামে এই উদ্যোগে নানা ধরনের ব্যাগ বাজারে এনেছেন তাঁরা। তবে ব্যবসার শুরুটা যেমন চমকপ্রদ ছিল, তেমনই বিতর্কিতও বটে। মধুবনী প্রথমে সমাজ মাধ্যমে একটি ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন, যা দেখে অনেকে ধরে নেন তিনি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। শুভেচ্ছার বন্যার মধ্যেই জানা যায়, আসলে সেটি ছিল তাঁদের ব্যবসার প্রচারের অংশ।
অনেকেই মনে করেন, মাতৃত্বের মতো সংবেদনশীল বিষয়কে এমনভাবে ব্যবহার করা যথেষ্ট অস্বস্তিকর। সেই সূত্রেই নতুন ব্যবসা শুরুর আগেই সমালোচনার ঝড় বইতে শুরু করে। তবে বিতর্ক সেখানেই থেমে থাকেনি। ব্যবসার আসল কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যাগের দাম ও মান নিয়ে অসন্তোষ। পছন্দসই একটি ব্র্যান্ডহীন ব্যাগের দাম ১৫০০ টাকা থেকে শুরু দেখে অনেকেই বিস্মিত। নেটিজেনদের মতে, একই ডিজাইন ও মানের ব্যাগ বাগরি মার্কেট, বড়বাজার বা সোদপুরে ৫০০ টাকায় সহজেই পাওয়া যায়। একজন তো সরাসরি দাবি করেছেন, তিনি মাত্র ২৫০ টাকায় একই রকম ব্যাগ কিনেছেন।
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— সেলিব্রিটি নাম ব্যবহার করে কি অতিরিক্ত দাম চাপিয়ে দিচ্ছেন তাঁরা? এই অভিযোগের জেরে রাজা গোস্বামী নিজেই এক সমালোচককে ব্লক করে মন্তব্য মুছে দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। সমালোচনার ঝড় সামলাতে মধুবনী নিজে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি ঘোষণা করেন, ২৬ তারিখ নিজের জন্মদিন উপলক্ষে বিশেষ অফার আনা হয়েছে। ওই দিন কেউ যদি ১৫০০ টাকায় একটি ব্যাগ কিনেন, তবে একই দামের আরেকটি ব্যাগ মাত্র ৫০০ টাকায় পাবেন।
মানে মোট ২০০০ টাকায় দুই ব্যাগ। প্রচারের উদ্দেশ্যে দেওয়া এই অফারকে ঘিরেও শুরু হয়েছে নতুন ট্রোল। নেটিজেনদের অনেকে সরাসরি লিখছেন, ‘‘এতদিন সবাই দাম নিয়ে ট্রোল করেছে, তাই এবার অফারের অজুহাতে আস্তে আস্তে দাম কমানো হচ্ছে। লাভ রেখেই দিচ্ছেন, নাহলে এমন অফার দেওয়া সম্ভব নয়।’’ কারও কারও মন্তব্য আরও কড়া। তাঁদের মতে, যখন ব্যবসার শুরুতেই দাম নিয়ে প্রশ্ন ওঠে, তখন সেই উদ্যোগ বিশ্বাসযোগ্যতা হারায়। একজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘একটু অপেক্ষা করুন, দাম কমতে কমতে একদিন ওই ব্যাগের আসল দামে গিয়ে দাঁড়াবে।
আরও পড়ুনঃ মিঠি হারাল জীবনের সর্বশেষ মানে, প্লুটোর মৃ’ত্যুর আঘাত সহ্য করতে পারছে না সে! অন্যন্যা-মৌর অপমানের মাঝেও প্লুটোর স্মৃতিতে কান্নায় ভেঙে পড়ল মিঠি! প্লুটোর বাবা জানালেন, ছেলে মিঠিকে নয় নিজের মাকে দায়ী করে গেছে!
যেই দামে ওই ব্যাগ রাস্তায় বা বাজারে পাওয়া যায়।’’ এমন মন্তব্যই স্পষ্ট করে দিচ্ছে, দর্শকের চোখ এড়িয়ে যাওয়া সহজ নয়। বরং অস্বচ্ছ কৌশল প্রকাশ্যে চলে এলে তার ফল ভোগ করতে হয় দ্বিগুণ। সেলিব্রিটি হওয়ার কারণে সমালোচনার তীব্রতাও যে অনেক বেশি, সেটাই এখন গোস্বামী দম্পতির জন্য বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে বলা যায়, এই উদ্যোগ নিয়ে তৈরি উত্তেজনা ইতিবাচক নয়, বরং নেতিবাচক। এরপরেও টেকসই করতে চাইলে স্বচ্ছতা, সঠিক দাম নির্ধারণ এবং মান বজায় রাখার উপর জোর দেওয়া জরুরি। নাহলে অভিনয়ের জনপ্রিয়তা ব্যবসায়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা না দিয়ে, উল্টে বিপরীত প্রতিক্রিয়াই ডেকে আনতে পারে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
“শুভশ্রীর সঙ্গে ছিলাম মাত্র ৪ বছর, রুক্মিণীর সঙ্গে ১২ বছর!” শুভশ্রীকে প্রতি কথায় অপমান করেন কেন? ‘বুড়ো ভাম, অন্যকে ছোট করার আগে নিজের দিকে তাকান!’ ‘শুভশ্রী আজ সফল, তোমরা শুধু সহ’বাস করেই যাও!’– দেবকে কড়া ভাষায় নিন্দা ভক্তদের!