মিঠি হারাল জীবনের সর্বশেষ মানে, প্লুটোর মৃ’ত্যুর আঘাত সহ্য করতে পারছে না সে! অন্যন্যা-মৌর অপমানের মাঝেও প্লুটোর স্মৃতিতে কান্নায় ভেঙে পড়ল মিঠি! প্লুটোর বাবা জানালেন, ছেলে মিঠিকে নয় নিজের মাকে দায়ী করে গেছে!

স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, প্লুটোকে শেষ একবার দেখার জন্য সবার পাশাপাশি কমলিনীরাও উপস্থিত হয়। কমলিনীকে দেখার সঙ্গে সঙ্গেই অন্যন্যা আর মৌ দোষারোপ করতে শুরু করে, আর বলে মজা দেখতে এসেছে। এদিকে কুর্চি বারবার মিঠির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সফল হয় না। এমন শোকস্তব্ধ পরিস্থিতিতে মৌ বলে, মিঠির অপমান চূড়ান্ত আঘাত পেয়েই প্লুটো এই পথ বেঁছে নিয়েছে।

অনন্যাও মৌকে সমর্থন করে বলেন, কথার অন্য মনে বের করে মিঠি সবার সামনে ছোট করেছে প্লুটোকে, তাই সে আত্ম’ঘাতী হয়েছে। বর্ষা আর বুবলাই মিঠির উপর লাগা মিথ্যে অভিযোগ মেনে নিয়ে ক্ষমা চায় অন্যনার কাছে। প্লুটোর বাবা মিঠিকে একবার দেখার কথা জানান নতুনকে, যাতে প্লুটোকে শেষবার দেখতে না পারার আক্ষেপ না থাকে। কিছুক্ষণের মধ্যেই মিটিল মিঠিকে সঙ্গে করে নিয়ে আসে। প্লুটোর নি’থর দে’হ দেখে মিঠি যেন জীবনের শেষ মানেটাও হারিয়ে ফেলে।

মুহূর্তে কমলিনীর বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে মিঠি। মৌ এর অন্যন্যা বলে মিঠির বিরুদ্ধে মামলা করবে, এমনকি মিঠিকে আঘাত করতে যান অন্যন্যা। “সর্বনাশী মেয়ে, আমার কোল খালি করে দিলো”– এমন শব্দ ব্যাবহার করেন তিনি। কমলিনী আর নতুন ঠিক সময় এসে মিঠিকে রক্ষা করে। এরপর কুর্চি জানায়, প্লুটো যে মিঠিকে কতটা ভালোবাসত সেটা প্রমাণ করে দিয়েছে এই পদক্ষেপ নিয়ে। এমনিতেই জীবন বিপন্ন, তারপর এবার মিঠিও যদি সবার অপবাদ মানতে না পারে।

আর প্লুটোকে কতটা ভালোবাসতো সেটা প্রমাণ করতে একই পদক্ষেপ নিয়ে ফেলে, তাহলে অন্যন্যাকেও মামলার মুখোমুখি হতে হবে। মৌ জানতে চায় প্লুটো কাকে দায়ী করে গেছে, এবং নিজেই উত্তর দেয় মিঠির নাম। সবাই প্রতিবাদ করে বলে, মৌ প্লুটোকে তার মায়ের সঙ্গে হাত মিলিয়ে মিঠির থেকে ছিনিয়ে নিয়েছিল। যদি কেউ সত্যি দুটোর মৃত্যুর জন্য দায়ী হয়, তাহলে সেটা তারাই। প্লুটোর বাবা পরিষ্কার করে বলেন, প্লুটো মিঠিকে নয় বরং নিজের মাকেই দায়ী করে গেছে। প্লুটোর বাবা শেষবার সুযোগ দেন অনন্যা অর্থাৎ দুটোর মাকে শুধরে যেতে।

আরও পড়ুনঃ মিঠির ভালোবাসা প্রকাশেই চমক! ‘চিরসখা’য় নাটকীয় মোড়, প্লুটো হঠাৎ বেঁচে উঠল! শেষবার দেখা নয়, মিঠির মুখে সত্যি শুনতেই ফন্দি করে আ’ত্ম’হ’ত্যার নাটক প্লুটোর! আসছে ধামাকা পর্ব

মৌকেও সতর্ক করে দেন মিঠিকে আর আঘাত না করতে। তিনি এমনিতেই সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, তার উপর যদি বারবার মিথ্যে দোষারোপ করা হয় মিঠিকে, তাহলে তিনি প্লুটোর সুই’সাইড নোট নিয়ে আইনের দ্বারস্থ হবে। এরপরে সেই কঠিন সময় চলে আসে, প্লুটোকে নিয়ে শ্ম’শানে যাওয়ার। প্লেটোর বাবা আক্ষেপ করে বলেন, ছেলে বিদেশে থাকতো কিন্তু ফিরে আসতো। এবার যেখানে যাবে আর ফিরে আসবে না। কোনদিনও কষ্ট পেতে দেয়নি, এখন নিজের হাতে কি করে আগুনের দিকে ঠেলে দেবেন!