হৃদযন্ত্রে জটিল সমস্যা! গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী! বর্তমান অবস্থা স্থিতিশীল নয়, কি জানালেন চিকিৎসক?

টেলিভিশনের পর্দায় সুস্থ দেখা গেলেও বাস্তব জীবনে একের পর এক শারীরিক সমস্যার কারণে বারবার আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী। ‘রাঙ্গামতী তীরন্দাজ’ ধারাবাহিকে খল নায়িকা হিসেবে তিনি দর্শকের কাছে বহুল পরিচিত হয়েছিলেন। সম্প্রতি ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি আবার গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন এই জনপ্রিয় মুখ?

সূত্রের খবর অনুযায়ী হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের তত্ত্বাবধানে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যায়ে জানা যায়, পেটের সংক্রমণের জেরে প্রবল দুর্বল হয়ে পড়েছেন তিনি। শরীর এতটাই ক্লান্ত যে চিকিৎসকরা আপাতত তাঁকে স্যালাইনে রেখেছেন। এমন পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই পরিবারের পাশাপাশি উদ্বেগ বেড়েছে দর্শকমহলেও।

এ প্রসঙ্গে চিকিৎসক প্রসূন মিত্র জানিয়েছেন, “অভিনেত্রীর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। আপাতত স্যালাইন চলছে এবং চিকিৎসা চলছে নিয়ম মেনে। এই মুহূর্তে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কোনও প্রশ্নই নেই।” চিকিৎসকের এই মন্তব্যে স্পষ্ট, বিষয়টি হালকাভাবে নেওয়ার মতো নয়। বরং আরও কিছু দিন তাঁকে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণেই থাকতে হবে।

এর পাশাপাশি তিনি হৃদযন্ত্রের সমস্যাতেও ভুগছেন। হাসপাতালে ভর্তির সময় সংক্রমণের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট ও বুকে ব্যথার মতো উপসর্গও দেখা দিয়েছিল তাঁর। এর আগে একাধিকবার অসুস্থ হয়ে কাজ থেকে বিরতি নিতে হয়েছে তাঁকে। কখনও শুটিং ফ্লোর থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হতে হয়েছে, আবার কখনও রক্তক্ষরণের সমস্যায় দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তিনি।

আরও পড়ুনঃ “মেয়ে কা’ন্নাকাটি করছিল, দেখি মেয়েকে উপুড় করে বেদম মা’রছে”— সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠলেন শ্রীময়ী! শুধু নি’র্যাতন নয়, অভিনেত্রীর ঘর থেকেও উধাও দামি রুপোর থালা-কাঁসার বাসন, অবশেষে ফাঁস হল শ্রীময়ী-কাঞ্চনের পরিচারিকার আসল কীর্তি!

দর্শক মহলে এখন একটাই প্রশ্ন কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন মধুরিমা? চিকিৎসকদের কথায়, শারীরিক দুর্বলতা কাটতে সময় লাগবে এবং আপাতত তাঁকে নিবিড় চিকিৎসার মধ্যেই রাখতে হবে। ভক্তরা অবশ্য সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সুস্থতা কামনা করছেন তাঁর জন্য। তবে অতীত অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে, প্রতিবার অসুস্থ হলেও দৃঢ় মনোবল নিয়ে ফিরেছেন মধুরিমা। তাই এবারও তিনি দ্রুত সেরে উঠবেন, এই আশাতেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।