টলিউডে ফের শুরু হয়েছে পোশাক নিয়ে বিতর্ক। অভিনেত্রী ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya) একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত পোশাকের পছন্দ নিয়ে মন্তব্য করার পর থেকেই সমাজ মাধ্যমে তুমুল ঝড় শুরু হয়েছে। শ্বেতা বলেছিলেন, ছোট বা হাতকাটা পোশাকে তিনি স্বচ্ছন্দ নন এবং তাই পর্দাতেও এ ধরনের পোশাক এড়িয়ে চলেন। তাঁর মতে, তাঁকে এই ধরনের পোশাকে মানায় না। কিন্তু কথার শেষে তিনি একটি মন্তব্য করেন—”আমি অভিনয় করতে এসেছি, শরীর বেচতে নয়!” এই লাইনটিই পরে বহু মানুষের মনে রাগ সৃষ্টি করে। অনেকে ভেবে নেন, তিনি হয়তো অন্যদের উদ্দেশ্যেই এ কথা বলেছেন।
এমন পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করতে সামনে এলেন অভিনেত্রী ‘স্বস্তিকা মুখোপাধ্যায়’ (Swastika Mukherjee)। সরাসরি নাম না করলেও সমাজ মাধ্যমে শ্বেতাকে ইঙ্গিত করে তিনি একটি দীর্ঘ পোস্ট লেখেন। সেখানে তিনি খোলাখুলি জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু প্রবাদপ্রতিম অভিনেত্রী চিরকাল ধরেই হাতকাটা ব্লাউজ পরেছেন, আজও পরেন। এমনকি নিজের শরীর নিয়ে মজার ছলেই মন্তব্য করেন তিনি, “আমার তো তাহলে শরীরটাই নেই, আমি অদৃশ্য!” এই লেখার মাধ্যমেই তিনি বোঝাতে চেয়েছেন, পোশাক কোনোভাবেই নারীর সত্ত্বা বা প্রতিভার মাপকাঠি হতে পারে না।
স্বস্তিকার পোস্ট রাতারাতি ভাইরাল, একে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির আরও অনেক অভিনেত্রীও প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই সেখানে নতুন নতুন নাম যোগ করেন, যাঁরা ছোট পোশাক বা হাতকাটা ব্লাউজে সমানভাবে আত্মবিশ্বাসী ছিলেন। এখনও একাংশের প্রশ্ন, যাঁরা ছোট পোশাক পড়েন তাঁরা কি সত্যিই শরীর বেচতে আসেন ইন্ডাস্ট্রিতে? এই ধরনের মন্তব্য কীভাবে কেউ করতে পারেন? অনেকেই তীব্র সমালোচনা করেছেন, আবার কেউ বলেছেন, শ্বেতার বক্তব্য হয়তো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আবার শ্বেতা নিজেকে সমর্থন করে একটি ভিডিও বানান। সেখানে তাঁর কথা ছিল, আগের মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। কেরিয়ারের শুরুতে একজন তাঁকে বলেছিলেন, ছোট পোশাক না পরলে সফল হওয়া যাবে না। সেই সময় তিনি প্রতিবাদ করে বলেছিলেন, “অভিনয় করতে এসেছি।” এই বক্তব্যকে তিনি আজও নিজের বিশ্বাস হিসেবে ধরে রেখেছেন। শ্বেতার দাবি, তিনি অন্য কাউকে ছোট করতে চাননি, শুধু নিজের সীমাবদ্ধতা তুলে ধরেছেন। অন্যদের যে পোশাক ভালো লাগে, নিজের ক্ষেত্রে সেটা মানানসই মনে হয় না।
আরও পড়ুনঃ অভিনয়ের জাদুতে মুগ্ধ করেছেন বারবার, এবার খালি গলায় ‘সখী ভাবনা কাহারে বলে’ গেয়ে মন কাড়লেন টেলিকুইন পল্লবী! ভক্তদের মতে, শুধু অভিনেত্রী নন, অসাধারণ গায়িকাও তিনি!
তবে বিতর্ক কিন্তু থামেনি। অনেকেই শ্বেতার মন্তব্যকে নেতিবাচকভাবে নিয়েছেন। কেউ কেউ তাঁকে তুলনা করেছেন মমতা শঙ্করের সঙ্গে, যাঁর মন্তব্য নিয়েও সম্প্রতি ব্যাপক সমালোচনা হয়েছিল। এখন শ্বেতার ক্ষেত্রেও যেন সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে। একদিকে অভিনেত্রীর নিজের কথার সমর্থন, অন্যদিকে টলিউডের সহকর্মীদের কটাক্ষ, দু’য়ের মাঝখানে তৈরি হয়েছে অশান্ত পরিস্থিতি। একটা কথা স্পষ্ট যে, ব্যক্তিগত মতামত যদি সংবেদনশীল ভাবে না হয়, তবে তা মুহূর্তেই বিতর্কের রূপ নিতে পারে।