বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত মুখ ইধিকা পাল। ধারাবাহিক থেকে শুরু করে বড়পর্দা সব জায়গাতেই সমান দক্ষতার ছাপ রেখেছেন তিনি। বিশেষ করে দেবের বিপরীতে একের পর এক ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাওয়ায় ইধিকার জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। এই মুহূর্তে তাঁর কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী বলাই যায়। তবে আলোচনার কেন্দ্রে যতটা কাজ এসেছে, তার থেকেও বেশি চর্চায় উঠে এসেছে এক সাম্প্রতিক সাক্ষাৎকার।
আকাশ মালাকারের ছবি বহুরূপ-এর প্রচারে দেওয়া সেই সাক্ষাৎকারেই ঘটেছে বিতর্কের সূত্রপাত। ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে ছৌ নাচের ব্যবহার রয়েছে। সেই অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে ইধিকা নাচটির নাম ইংরেজি উচ্চারণে “ছাউ” বলে উল্লেখ করেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকেই মন্তব্য করতে শুরু করেন—“বাংলা সাক্ষাৎকারে কেন ইংরেজি টোনে উচ্চারণ?” আর সেখান থেকেই শুরু হয় কটাক্ষের ঝড়।
যদিও সমালোচনার জবাবে একেবারেই গা করেননি ইধিকা। তিনি জানিয়েছেন, “আসলে এই বিষয়ে আমার কিছু বলার নেই। ইংরেজিতে ওই নাচের ফর্ম যেভাবে বলা হয়, সেভাবেই আমি উচ্চারণ করেছি। সাক্ষাৎকার বাংলায়ই ছিল, বাংলায়ই কথা বলেছি। মাঝে মাঝে কিছু ইংরেজি শব্দ চলে আসতেই পারে, সেটা নিয়ে এত হইচই করার কিছু নেই।” তাঁর মতে, এই প্রসঙ্গে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে বিষয়টি আরও অযথা বড় হয়ে যাবে।
তবে বিতর্কের আড়ালে ঢেকে থাকেনি বহুরূপ ছবির আসল আকর্ষণ। এই ছবিতেই প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধলেন সোহম ও ইধিকা। দর্শক আগেই ঝলক দেখেছেন তাঁদের রসায়নের। সবচেয়ে বড় চমক অবশ্য সোহম চক্রবর্তীর অভিনয়। বাংলা সিনেমার ইতিহাসে বিরল উদাহরণ একসঙ্গে সাতটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর কারুকার্যে দর্শকের সামনে এক দেহে সাত রূপে হাজির হয়েছেন অভিনেতা।
আরও পড়ুনঃ “উত্তম কুমারকে চুমু খেতে ইচ্ছে করে!” “মহানায়ককে কাছে পেলে কোনও সুযোগ হাতছাড়া করতাম না!”— উত্তমকুমারের রোমান্টিক লুকে মুগ্ধ ইশা, মহানায়কের সঙ্গে অ’ন্তর’ঙ্গ দৃশ্যে কখনও না করতেন না তিনি!
ছবিতে রয়েছে থ্রিলার, আবেগ, প্রেমের মিশেল। পাশাপাশি দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, ভরত কল, দেবলিনা দত্ত-সহ অভিজ্ঞ অভিনেতাদের। ইধিকা নিজেও বলছেন, “প্রতিটি চরিত্র আলাদা ভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করি দর্শককে নতুন কিছু দিতে পারব।” তাই বিতর্ক যতই হোক না কেন, শেষ পর্যন্ত দর্শকের নজর থাকছে তাঁর অভিনয় আর ছবির চমকে। এবার দেখার পালা, বহুরূপ দর্শকদের কতটা নতুন অভিজ্ঞতা দেয়।