কয়েকদিন আগেই সপরিবারে মালদ্বীপ ভ্রমণ, আচমকাই গাড়ি দুর্ঘটনায় মৃ’ত বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল! মৃ’ত্যুসংবাদে স্তম্ভিত ভক্তরা, কী করে হলো এমন পরিণতি?

শেষ কয়েক মাস ধরে বিনোদন জগতে একের পর এক মৃ’ত্যু সংবাদ যেন মনে করিয়ে দিচ্ছে জীবনের অনিশ্চয়তা আর সময়ের নিষ্ঠুরতা। এদিন বলিউড এবং দক্ষিণি সিনেমার জনপ্রিয় মুখ ‘কাজল আগরওয়াল’কে (Kajal Aggarwal Death) নিয়ে হঠাৎ করেই এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সোমবার সমাজ মাধ্যম দাবি করা হয়, তিনি একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন! মুহূর্তের মধ্যেই সেই খবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং সিনেপ্রেমীরা অবাক হয়ে যান। বহু মানুষ শোকবার্তা জানাতে শুরু করেন।

কারোর বিশ্বাসই হচ্ছিল না যে, প্রিয় অভিনেত্রী আর নেই! প্রসঙ্গত, কাজল আগরওয়ালের নাম এমনিতেই ভারতীয় চলচ্চিত্রে একটি বড় ‘ব্র্যান্ড’। দক্ষিণি সুপারহিট ‘মাগধীরা’, অজয় দেবগনের সঙ্গে ‘সিংঘম’ কিংবা ‘থুপ্পাক্কি’— সব ছবিতেই তার অভিনয় দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি সলমান খানের ‘সিকান্দার’ ছবিতেও তিনি অভিনয় করেছেন। আবার ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ ও ‘ইন্ডিয়ান ৩’ -এর মতো আসন্ন ছবিতেও তার উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই ভক্তরা উচ্ছ্বসিত।

এমন একজন অভিনেত্রীকে নিয়ে হঠাৎ মৃ’ত্যুর খবর যে এত দ্রুত ছড়াবে তা অবাক করার মতোই। শুধু বড় বাজেটের ছবিই নয়, সম্প্রতি ‘কান্নাপ্পা’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ক্যামিওতেও তাকে দেখা গিয়েছিল। আবার শোনা যাচ্ছে, নীতেশ তিওয়ারির রামায়ণে রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয় করবেন তিনি। এত কাজের ব্যস্ততার মাঝেই যখন হঠাৎ করে এমন খবরে ভক্তরা পুরোপুরি হতবাক হয়ে গেছেন। সামাজিক মাধ্যমে এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

তাহলে সত্যিটা কী? অভিনেত্রী কি ইহলোক ত্যাগ করেছেন, নাকি সম্পূর্ণ খবরটাই একটা রটনা? অবশেষে কাজল নিজেই সেই ভ্রান্ত ধারণার ইতি টানেন। কিছুদিন আগেই স্বামী আর ছেলেকে নিয়ে মালদ্বীপ গিয়েছিলেন তিনি। ফিরে আসতেই নিজের সমাজ মাধ্যমের পাতায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, খবরটি সম্পূর্ণ মিথ্যা। তিনি লিখেছেন, গাড়ি দুর্ঘটনায় মৃ’ত্যুর মতো কোনও ঘটনা ঘটেনি। বরং তিনি সুস্থ এবং নিরাপদেই আছেন।

কাজলের বক্তব্য, গুজব কতটা নির্লজ্জভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারে! এই প্রসঙ্গে কাজল আরও বলেন, ভিত্তিহীন এসব গুজব শুধু অযথা আতঙ্ক ছড়ায় এবং মানুষের মনকে নেতিবাচকতার দিকে ঠেলে দেয়। তিনি অনুরোধ করেছেন, সবাই যেন এই ধরনের ভুয়ো খবর ছড়ানো বন্ধ করেন এবং সত্যকে খোঁজার চেষ্টা করেন। কাজলের শান্ত অথচ দৃঢ় প্রতিক্রিয়ার অনেকেই প্রশংসা করেছেন। ভক্তরাও স্বস্তি পেয়েছেন জেনে যে, প্রিয় তারকা এখনও সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছেন।

আরও পড়ুনঃ “কমলিনী দেবীর দেবিত্ব প্রমাণের জন্য এতো ফালতু গল্প! আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি?” “আগের বলা কথার সঙ্গে এখন দেখানো জিনিসের কোনও মিল নেই!”— ‘চিরসখা’ নিয়ে বিতর্ক বাড়ালো চন্দ্র-সোহিনীর সে’ক্স র‍্যা’কেট কাহিনী!

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।