টলিপাড়ার বহুচর্চিত জুটি ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mullick) এবং ‘শ্রীময়ী চট্টরাজ’ (Seemoyee Chattoraj)। সংসার, সন্তান, পেশা— সব মিলিয়ে তাঁদের নাম সবসময় খবরের শিরোনামে উঠে আসে। বয়সের ব্যবধান কিংবা কাঞ্চনের একাধিক বিয়ের ইতিহাস নিয়েও সমালোচনা কম হয়নি। কিন্তু তা সত্ত্বেও তাঁদের সম্পর্কের কোনও বিষয়ই গোপনীয়তা রাখেন না এই তারকা দম্পতি। তাঁদের কোলজুড়ে এখন ছোট্ট মেয়ে কৃষভি।
গত বছর কালীপুজোর সময় জন্ম নেওয়া কন্যা সন্তানকে কেন্দ্র করেই এখন তাঁদের জীবন। কৃষভিকে নিয়ে প্রথম দুর্গাপুজো কাটাতে চলেছেন তাঁরা। সেই আনন্দের মধ্যেই অবশ্য কিছুটা দুশ্চিন্তাও এসে পড়েছিল। কিছুদিন আগেই পরিচারিকার হাতে সন্তানের প্রতি নির্যাতনের অভিযোগ ওঠে। পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ-প্রশাসন পর্যন্ত পৌঁছেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাহলে এবার পুজোয় বিশেষ কি করছেন দু’জন?
এদিকে উৎসবের মরশুমে কাজ নিয়েও বেশ ব্যস্ত এই দম্পতি। এবারের পুজোয় মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’, যেখানে একসঙ্গে বড়পর্দায় ধরা দেবেন কাঞ্চন ও শ্রীময়ী। পাশাপাশি, ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে শ্রীময়ীর একটি মিউজিক ভিডিওও লঞ্চ হয়েছে। যার প্রচার নিয়েও চলছে তোড়জোড়। ফলে কাজ আর পরিবারের ভারসাম্য বজায় রাখতে দু’জনকেই সমানভাবে দায়িত্ব সামলাতে হচ্ছে। হাতে তেমন সময় পাচ্ছেন না বলে মেয়ে ছাড়া নিজেদের কেনাকাটাও শেষ হয়নি তাঁদের।
যদিও অভিনয়ের ব্যস্ততার মাঝেও শ্রীময়ীর ইচ্ছে রয়েছে পুজোয় দেশের বাড়িতে গিয়ে পুজো কাটানোর। গত বছর যেতে না পারার আক্ষেপ এবার আর রাখতে চান না তিনি। অন্যদিকে, কাঞ্চনও যে স্ত্রীর মনের ইচ্ছাকে গুরুত্ব দেন, তা আগেই একাধিকবার প্রমাণ করেছেন। সংসারের সমীকরণ নিয়ে তাঁদের এই খোলামেলা বক্তব্যই বারবার টলিপাড়ার নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার হঠাৎ এমন এক মন্তব্য করে ফেললেন শ্রীময়ী যে, আবার শুরু হয়েছে বিতর্ক!
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে শ্রীময়ী বেশ খোলাখুলি জানালেন, দু’জনের রাগ সামলানোর ধরন কেমন। তাঁর কথায়, “আমার ঝাঁঝটা একটু বেশি। প্রথমে কাঞ্চনও ঝাঁঝ দেখায়, আমারটা আদলে শুকনো লঙ্কার ঝাঁঝ আর কাঞ্চনেরটা টোপা কাঁচালঙ্কা। ঝাঁঝ দেখায় ঠিকই, তারপর যখন দেখে আমার ঝাঁঝেই জ্বলতে হবে, তখন আমাকেই রাগটা সঁপে দেয়।” শ্রীময়ীর এই তুলনা যে মজার ছলে বলা, সেটা স্পষ্ট। তবে এখানেও উঁকি দিয়েছে কটাক্ষ!
সমাজ মাধ্যমে কেউ বলেছেন, “এমন ভিডিও রাত্রে বেলায় পোস্ট করবেন না, কে জানে সকালে হয়তো আর নাও উঠতে পারি। বিষাক্ত রাসায়নিক পদার্থ দু’জন!” আবার অন্যজনের কথা, “আমরা কাঞ্চনের লংকার গল্প শুনতে মোটেই আগ্রহী নই। মেয়ের বয়সী বউ, তাঁর আবার ঝাঁঝ!” একজন আবার সম্প্রতি সরকারি হাসপাতালে এই দম্পতির কান্ড টেনে বলেছেন, “ঝাঁঝটা নিজেদেরকেই দেখাবেন শুধু। জনসাধারণকে বেশি দেখাতে আসবেন না, পরেরবার মার খাবেন!”
আরও পড়ুনঃ বাংলার বাইরে দীর্ঘ ২২ বছরের দুর্গোৎসবের স্মৃতি শোনালেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! কিংবদন্তির এই পুজোয় হয় না কোনও জাতিভেদ, প্রসাদ পান সব ধর্মের মানুষ! হাজার বলিউড তারকাদের ভিড়ে, কেন উপস্থিত থাকে না ছেলে প্রসেনজিৎ?
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।