টেলিভিশনের পর্দায় যাঁকে একসময় খুব একটা চিনত না কেউ, আজ তাঁর হাত ধরেই উঠে আসছে অগণিত সফল অভিনেতা-অভিনেত্রীরা। কথা হচ্ছে ‘ব্লুজ প্রোডাকশন’-এর কর্ণধার ‘স্নেহাশিস চক্রবর্তী’কে (Snehasis Chakraborty) নিয়ে। তাঁর প্রযোজনা সংস্থার অফিসে প্রতিদিনই নতুন করে জন্ম নেয় জনপ্রিয় ধারাবাহিকের গল্প আর আলোড়ন তোলা সব চরিত্ররা। টেলিভিশনে তিনি প্রায় দুই দশকের কাছাকাছি সময় পার করে ফেলেছেন। এতগুলো বছর ধরে প্রায় নব্বই শতাংশ কাজই সফল হয়েছে তাঁর।
ছোটপর্দায় ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ দিয়ে শুরু হয়েছিল তাঁর যাত্রা। সেই সময়ে প্রায় বারোশো পর্ব ধরে চলা ওই ধারাবাহিকই প্রমাণ করে দিয়েছিল, তাঁর গল্পে আলাদা কিছু ভাবনা আছে। সাধারণ ‘ড্রইংরুমের সিরিয়াল’ নয়, ছোটপর্দায় বড়পর্দার আবেগ আনার চেষ্টা ছিল তাঁর সবসময়ের লক্ষ্য। এই কারণেই সম্প্রতিক সময়ে তাঁর সবচেয়ে সফল দুটি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ এবং ‘পরশুরাম আজকের নায়ক’-এর মতো ধারাবাহিকেও দর্শক পেয়েছেন সিনেমার স্বাদ। যেখানে গল্প আর নির্মাণ দু’ইই ভিন্নতা রয়েছে।
তাঁর বিশ্বাস, ধারাবাহিক এমন হওয়া উচিত যেখানে দর্শক ভুলেই যান যে তাঁরা টিভি সিরিয়াল দেখছেন। তবে সাফল্যের পথে শুধুই হাততালি নেই, অভিজ্ঞতাও অনেক রকমের। কেউ কেউ নাকি সফল হওয়ার পর আর খোঁজ রাখেন না! এই নিয়ে স্নেহাশিসের আক্ষেপ কম নয়। সম্প্রতি তেমনই এক ঘটনা সামনে এসেছে। ২০১৭ সালে তাঁর প্রযোজনা সংস্থা ‘ব্লুজ প্রডাকশন’-এর হাত ধরে জন্ম নেয় দুই নতুন মুখ। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’র কথা হচ্ছে।
এই ধারাবাহিকের মাধ্যমেই প্রথম ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (ডালি চরিত্রে), আর অভিনেতা রোহন ভট্টাচার্য (গোবিন্দ চরিত্রে)। মূলত হাস্যরসাত্মক এই ধারাবাহিকের মধ্যে দিয়েই সমাজকে গভীর এক বার্তা দিয়েছিলেন স্নেহাশিস। এই ধারাবাহিক রাতারাতি জনপ্রিয় করে দেয় দুই নবাগতা নয়ক-নায়িকাকে। এরপরে আর দু’জনকেই পেছনে ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা অভিনয়ের সুযোগ আসতে থাকে তাদের কাছে।
আজ দু’জনেই কম-বেশি বড়পর্দায় অভিনয় করছেন। তবে, নিজের শিকড়কে নাকি ভুলে গেছেন রোহন ভট্টাচার্য, এমনটাই অভিযোগ স্নেহাশিসের! কেন, হঠাৎ কি এমন করলেন তিনি? প্রসঙ্গত, কিছুদিন আগেই নাকি ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের জন্য রোহন ভট্টাচার্যকে স্নেহাশিস প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বড়পর্দা নিয়ে ব্যাস্ততার দোহাই দিয়ে রোহন না করে দেন। এই নিয়েই স্নেহাশিস চক্রবর্তী এবং অভিনেতার মধ্যে চূড়ান্ত কথা কাটাকাটি হয়।
পরবর্তীতে দু’জনের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। দুই পক্ষের অশান্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, স্নেহাশিস চক্রবর্তী রোহনকে বলেন, “তোর মতো গোবিন্দ আমি আবারও তৈরি করতে পারি।” উল্লেখ্য, বর্তমানে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে অভিনয় করছেন ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা। শুরুর দিন থেকেই যে ধারাবাহিকটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে, সেটা প্রতি সপ্তাহে টিআরপি তালিকা চোখ রাখলেই বোঝা যায়। একটানা দীর্ঘদিন অপরাজেয় ভাবে শীর্ষে রয়েছে এই ধারাবাহিক।
আরও পড়ুনঃ “রাজনীতিতে আসতে গেলে পড়াশোনা লাগে, আমি সেটা জানি না”, “আমার একটা পরিচিতি আছে, রাজনীতিতে পা বাড়িয়ে লোক হাসাতে পারব না!”— অভিনয়ই তাঁর প্রথম ভালোবাসা, রাজনীতিতে নামতে নারাজ পায়েল দে!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।