স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্ব শুরুতেই দেখা যায়, বাড়ির পরিবেশ ভীষণ ভারী হয়ে উঠেছে। স্বাতন্ত্র যে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, সেই আতঙ্কে কমলিনী অস্থির হয়ে পড়ছে। চোখের সামনে প্রিয় মানুষটিকে হারানোর ভয় তার হৃদয়কে কুরে কুরে খাচ্ছে। কুর্চি যতই পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিংবা বাবিল নিজের আবেগ সামলাতে চায়, তবুও স্বতন্ত্র নিজের সিদ্ধান্ত কিছুতেই বদলায় না।
মিঠিও আশ্চর্যজনকভাবে অনুশোচনায় ভুগেও দেখা করতে আসে না। মিঠি যে শেষ মুহূর্তে হলেও স্বতন্ত্রকে আটকে ক্ষমা চাইবে, এমনটা আশা করেছিলেন সবাই। সেটাও না হওয়াতে অনেকেই মিঠিকে আরও দোষী সাব্যস্ত করতে থাকে। স্বাতন্ত্রকে বিদায় জানাতে আসে কমলিনীর দাদা আর কাকুমণি। তাদের চোখেও স্পষ্ট কষ্টের ছাপ। স্বতন্ত্র আর পাশে থাকবে না, মানতে তাদের মন একেবারেই রাজি নয়। কমলিনী আবারও স্বাতন্ত্রর খাওয়া-দাওয়া আর থাকার জায়গা নিয়ে চিন্তা করতে থাকে।
সে বারবার কল্পনা করছে, এত দূরে গিয়ে স্বাতন্ত্র কেমন করে সবকিছু করবে। কিন্তু স্বাতন্ত্র বরাবরের মতো শান্ত গলায় বোঝায়, এই নিয়ে বাড়তি দুশ্চিন্তার কোনও দরকার নেই। তাঁর একা থাকার অভিজ্ঞতা আছে, তাই নিজেই সব সামলে নেবে। তবুও কমলিনীর মন যেন কিছুতেই শান্তি খুঁজে পায় না। এই পরিস্থিতিতেই আসে সবচেয়ে বড় চমক। স্বাতন্ত্র সবে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে, তখন হঠাৎ মিঠি সামনে এসে দাঁড়ায়! চোখের জলে তার অভিমানের পাহাড় ভেঙে পড়ে স্বাতন্ত্রর উপর।
মিঠি অভিযোগ করে, এতদিনের সম্পর্কের পরেও স্বাতন্ত্র চলে যাওয়ার কথা তাকে একবারও জানায়নি। একবার দেখা করা বা অনুমতি নিতেও চায়নি, এই পরিপ্রেক্ষিতে মিঠি বলে তার নিজের মেয়ে হলে কি স্বতন্ত্র এমন করতে পারত? মিঠির কাছে এটা শুধুই অবহেলা নয়, অপমানও। মিঠির কণ্ঠে তখন অনুরোধ আর রাগ মিলেমিশে একাকার। সে সাফ জানিয়ে দেয়, স্বাতন্ত্র কোনোমতেই তাদের ছেড়ে যেতে পারবে না।
শুধুমাত্র অভিমানের কারণে দেশ ছেড়ে চলে যাওয়া, পরিবারের কথা একবারও না ভেবে চলে যাওয়া—এসব কিছুই হবে না। আবেগে ভেসে যেতে যেতে সে কান্নায় ভেঙে পড়ে স্বাতন্ত্রও। সে এক মুহূর্তে দ্বিধায় পড়ে যায়। একদিকে অনেক আগেই সব ব্যবস্থা চূড়ান্ত হয়ে গেছে, অন্যদিকে মিঠির আবেগ আর কমলিনীর চিন্তা তাকে থামিয়ে দিচ্ছে। এরপর মিঠিকে বুকে টেনে নেয় স্বতন্ত্র, জানিয়ে দেয় আর বিদেশ যাচ্ছে না সে।
আরও পড়ুনঃ বে’টিং অ্যাপ কাণ্ডে তোলপাড় বিনোদন জগৎ, ইডির নজরে এবার মিমি চক্রবর্তী! দিল্লির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী, জিজ্ঞাসাবাদে উঠে এল কোন চাঞ্চল্যকর তথ্য? অভিযুক্তদের তালিকায় আর কার নাম জুড়লো?
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।