“তুমি আমাকে মেয়ে হিসেবে বরণ করেছিলে!”— নিজের মা নয়, শাশুড়িকে হারানোর কষ্টে কান্নায় ভেঙে পড়লেন অহনা! “নিজের জীবত মাকে ভুলে গেছেন?” “শাশুড়ি মা হয় না কোনদিনও, বেশি আদিখ্যেতা!”— অভিনেত্রীকে কটাক্ষ নেটিজেনদের!

টেলিপাড়ার মিশকা ওরফে ‘অহনা দত্ত’কে (Ahona Dutta) ঘিরে সমাজ মাধ্যমে বিতর্ক একেবারেই নতুন নয়। নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে বহুবারই তিনি কটাক্ষ আর সমালোচনার শিকার হয়েছেন। মায়ের মতের বিরুদ্ধে গিয়ে রূপটানশিল্পী ‘দীপঙ্কর রায়’কে (Dipankar Ray) জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পর থেকে শুরু হয়েছিল নানা জলঘোলা। সেই সময়ে মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের (Chandni Ganguly) সঙ্গে দূরত্ব তৈরি হলেও একেবারে উল্টোটাই ঘটেছিল শ্বশুরবাড়িতে।

অহনা বারবার প্রকাশ্যে বলেছেন, তাঁকে আপন করে নিয়েছিলেন তাঁর শশুর-শাশুড়ি। প্রায় এক বছর আগে সেই শাশুড়িকেই হারিয়েছেন তিনি। এখনও প্রতি মুহূর্তে শাশুড়ির শূন্যতা তাঁকে তাড়া করে বেড়ায়। বিশেষ করে, উমার ঘরে ফেরার প্রাক্কালে, সেপ্টেম্বরের মেঘলা দিনে আরও বেশি মনে পড়ছে প্রিয় মানুষটির কথা। প্রসঙ্গত, মেয়ের জন্মের আগেই অহনা বলেছিলেন, যদি শাশুড়ি পাশে থাকতেন তবে সবকিছু আরও বেশি সহজ হত।

তবে শাশুড়ির অনুপস্থিতিতে শ্বশুরই যেন ছায়ার মতো আগলে রেখেছেন এই দম্পতিকে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অহনা, যেখানে ধরা পড়েছে শাশুড়ির সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। তিনি লিখেছেন, “আগের বছর জামাইষষ্ঠীর দিন তুমি আমাকে মেয়ে হিসেবে আর নিজের ছেলেকে জামাই হিসেবে বরণ করেছিলে! আর কেউ কোনওদিন করবে না।” এই আবেগঘন লেখার জন্যও অভিনেত্রীকে একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে।

সমাজ মাধ্যমে কেউ লিখেছেন, “নিজের মায়ের কথা না ভেবে শাশুড়িমাকে নিয়ে আদিখ্যেতা হচ্ছে।” আবার অন্য এক নেটিজেনের কটাক্ষ, “নিজের মাকে আর কষ্ট না দিলেও পারতে।” তবে অহনা যে বিতর্ককে সহজভাবে নেন তা আগেও প্রমাণ করেছেন। সদ্যোজাত মেয়ে মীরাকে নিয়ে তৈরি করা ভিডিওতেও এর আগে অনেক নেতিবাচক মন্তব্য আসছিল। তখন অভিনেত্রী খোলাখুলি বলেছিলেন, যদি তাঁর মেয়ে কাউকে ভালোবেসে সংসার পাততে চায় তবে তিনি সবসময় পাশে থাকবেন।

আরও পড়ুনঃ “ঝিনুকের বন্ধুরা আমারও বন্ধু, সবাই আমায় দিদি বলে!”— শ্রাবন্তীর মন্তব্যে জোর সমালোচনা! “এবার ছেলের বন্ধুকে বিয়ে করে ফেলুন,” “নিজেকে ছেলের দিদি বানিয়ে ফেলেছেন!” “সন্তানের বন্ধুও সন্তানই, এটা গর্বের না লজ্জার!”– কটা’ক্ষবিদ্ধ অভিনেত্রী!

এমনকি সম্পর্ক টিকিয়ে রাখতে ফোন করবেন, কিন্তু কোনওদিনই গলার সোনার হার খুলে রেখে যেতে বলবেন না, কিংবা দাদুর সঙ্গে যোগাযোগে বাধা দেবেন না। সব মিলিয়ে সমালোচনা-প্রতিক্রিয়ার ভিড় সামলে এখন নিজের সংসারেই মন দিয়েছেন অহনা। স্বামী দীপঙ্কর, ছোট্ট মীরা আর শ্বশুরকে নিয়েই তাঁর নতুন জীবন। শাশুড়িকে হারানোর শোক সঙ্গী হয়েও, ভালবাসার মানুষ আর পরিবারকে আঁকড়ে ধরে এগিয়ে চলছেন অভিনেত্রী।€a